পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* o বিভূতি-রচনাবলী করিতে পারে। এর-ওর-তীর মেসে সারা বছর অস্থিতপঞ্চকভাবে থাকিয়া তেমন পড়াশুনা হয় নাই। কারখানার আর সকলে অপুকে চিনিত, পছন্দও করিত, তাহারা বলিল—ওহে, তুমি একবার মি: লাহিড়ীর কাছে যেতে পার? ওর কাছে বলাই ভুল—মিঃ লাহিড়ী কারখানার একজন ডিরেক্টর, ভার চিঠি যদি আনতে পার, ও সুড়-মুড় ক’রে রাজী হবে এখন। ঠিকানা লইয়া অপু উপরি উপরি তিন-চার দিন ভবানীপুরে মিঃ লাহিড়ীর বাড়িতে গেল, দেখা পাইল না,—বড়লোকের গাড়িবারান্দার ধারে বেঞ্চের উপর বসিয়া বসিয়া চলিয়া আসে। দিনকতক কাটিল। সেদিন রবিবার। ভাবিল, আজ আর দেখা না করিয়া আসিবে না। মিঃ লাহিড়ী বাড়ি নাই বটে, তবে বেলা এগারোটার মধ্যে আসিবেন। খানিকক্ষণ বসিয়া আছে, এমন সময় একজন ঝি আসিয়া বলিল—আপনাকে দিদিমণি ডাকছেন— অপু আশ্চর্য হইয়া গেল। কোন দিদিমণি তাহাকে ডাকিবেন এখানে ? সে বিশ্বরের স্বরে বলিল-আমাকে ? না—আমি তো— ঝি ভুল করে নাই, তাহাকেই। ডানধারে একটা বড় কামর, অনেকগুলা বড় বড় আলমারী, প্রকাণ্ড বনাভ-মোড়া টেবিল, চামড়ার গদি-অঁাট আরাম চেয়ার ও বসিবার চেয়ার। সরু বারান্দা পার হইয়া একটা চকমিলানো ছোট পাথর-বাধানো উঠান। পাশের ছোট ঘরটায় হাতল-হীন চেয়ারে একটি আঠারো-উনিশ বছর বয়সের তরুণী বসিয়া টেবিলে বই কাগজ ছড়াইয়া কি লিখিতেছে, পরণে সাদাসিদে আটপৌরে লালপাড় শাড়ি, ব্লাউজ, ঢ়িলে-খোপা, গলায় সরু চেন, হাতে প্লেন বালা—অপরূপ মুনী! সে ঘরে ঢুকিতেই মেয়েটি হাসিমুখে চেয়ার হইতে উঠিয়া দাড়াইল । অপু স্বপ্ন দেখিতেছে না তো ? সকালে সে আজ কাহার মুখ দেখিয়া উঠিয়াছে!” নিজের চোখকে যেন বিশ্বাস করিয়াও করা যায় না—আপনা-আপনি তাহার মুখ দিয়া বাহির হইল—লীলা! লীলা মৃদু মৃদু হাসিমুখে তাহার দিকে চাহিয়া ছিল। বলিল—চিনতে পেরেছেন তো দেখছি । আপনাকে কিন্তু চেনা যায় না—s; কতকাল পর—আট বছর খুব হবে—না ? অপু এতক্ষণ পর কথা ফিরিয়া পাইল। সম্মুখের এই অনিন্যমুনারী তরুণী লীলাও বটে, না-ও বটে। কেবল হাসির ভঙ্গি ও একধরণের হাত রাখিবার ভঙ্গিটা পরিচিত পুরানো। সে বলিল, আট বছর-ই্যা তা—তো—তোমাকেও দেখলে চেনা যায় না । অপু ‘আপনি বলিতে পারিল না, মুখে বাধিল, লীলার সম্বোধনে সে মনে আঘাত পাইয়াছিল। @ লীলা বলিল—আপনাকে ছুদিন দেখেছি, পরশু কলেজে যাবার সময় গাড়িতে উঠছি, দেখি কে একজন গাড়িবারান্দার ধারে বেঞ্চিতে বসে-দেখে মনে হ’ল কোথায় দেখেছি যেন—আবার কালও দেখি ব’লে—আজ সকালে বাইরের ঘরে খবরের কাগজখান এসেছে क्निl cमथ८७ खांनणां निरब cग१ि श्रखe बाग-उर्थन ह*ां९ भएन इण श्रांशंनि-••ठर्षनरे यांट्रक