পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৌরীফুল ૨૮:૧ ছেলেটাকে বিদায় দিয়া মুশীল ভিতর-বাড়িতে ঢুকিয় দেখিল শ্বশুর আংরি করিতে বলিয়াছেন। ছেলেটার দুঃখে মুশীলার মন খুব নরম হইয়া গিয়াছিল সে গিয়া রান্নাঘরে চুকিয়া কাজে মন দিল, শ্বশুরকে জিজ্ঞাসা করিল—আপনাকে কিছু দেব বাবা ? মোক্ষদা ঝঙ্কার দিয়া উঠিলেন—তোমাকে আর কিছু দিতে হবে না, যে মিষ্টি বচন দিয়েছ তাতেই প্রাণ ঠাণ্ডা হয়ে গিয়েছে, নাও এখন পার তো এদিকে এস একবার, ছাড়িটা দেখ, নয় তে বল নিজে মরি-বাচি একরকম করে সাঙ্গ করে তুলি। রামতনু কোন কথা বলিলেন না, আপন মনে খাইয়া উঠিয়া চলিয়া গেলেন । এই-সব ব্যাপারেই মুশীল অভ্যস্ত চটিয়া যাইত, রামতনু পুত্রবধূর নিকট কোন জিনিস চাহিয়া খাইলে তাহার রাগ গলিয়া জল হইয়া যাইত, কিন্তু লোকে তাহাকে জব্ব করিতেছে বা অপমান করিবার ফন্দী খুজিতেছে ভাবিলে তাহার আর কাণ্ডজ্ঞান থাকিত না, সেও কোমর বাধিয়া রণে আগুয়ান হইত। সেই বা ছাড়িবে কেন ? মাস-দুই পরে। ফাল্গুন মাসের মাঝামাঝি, কিন্তু বেশ গরম পড়িয়াছে । কিশোরী অনেক রাত্রে বাড়ি ফিরিয়াছে। বাড়িতে যে যাহার ঘরে ঘুমাইতেছে। সে নিজের ঘরে ঢুকিয়া দেখিল মুশীল৷ ঘরের মেজেয় বসিয়া একখানা চিঠি লিখিতেছে। কিশোরী সুশীলাকে জিজ্ঞাসা করিল—কাকে চিঠি লেখা হচ্ছে। মুশীল চিঠির কাগজখানা ভাড়াতাড়ি আঁচল দিয়া চাপিয়া স্বামীর দিকে ফিরিয়া একটু দুষ্টামির হাসি হাসিল, বলিল—বলবো কেন ? —থাক, না বলে, ভাত দাও । রাত কম হয় নি। আবার সকাল থেকেই খাটুলি আরম্ভ হবে। সুশীলা ভাবিয়ছিল স্বামী আসিয়া সে কি লিখিতেছে দেখিবার জন্ত পীড়াপীড়ি আরও করিবে। প্রকৃতপক্ষে সে চিঠি কাহাকেও লিখিতেছে না, স্বামীকে কথা বলাইবার এ তার একটা পুরানো কৌশল মাত্র। অনেক দিন সে স্বামীর মুখে দুটাে ভাল কথা শুনে নাই, তাহার নারী-হৃদয় ইহারই জন্ত তৃষিত ছিল এবং ইহারই জন্ত সে ঘুমে ঢুলিতে চুলিতেও এই সীমান্ত ফাঁদটি পাতিয়া বসিয়া ছিল—কিন্তু কিশোরী ফাদে পা দেওয়া দূরে থাকুক, সেদিকে খেষিলও না দেখিয়া মুশীলা বড় নিরুৎসাহ হইয়া পড়িল। কাগজ কলম তুলিয়া রাখিয়া সে স্বামীর ভাত বাড়িয়া দিল। একপ্রকার চুপচাপ অবস্থায় আহারাদি শেষ করিয়া কিশোরী গিয়া শয্যা আশ্রয় করিবার পর, সে নিজে আহারাদি করিয়া শুইতে গিয়া দেখিল কিশোরী ঘুমায় নাই, গরমে এ পাশ ও-পাশ করিতেছে। আশায় বুক বাধির সে তাহার দ্বিতীয় ফাদটি পাতিল। —একটা গল্প বলে না 7 অনেকদিন তো বলনি, বলবে লক্ষ্মীটি. विदांटरुद्र अब यथश थर्षभ किएनांग्रेौ ठांशंद्र क्टिलांब्रौ चैौब्र निको बीउगांब्र चांबदा वि. ब्र २->१