পাতা:বিভূতি রচনাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপরাজিত ዓ© —চুপ চুপ—এখুনি আবার এদিকে চাইবে সি. সি. বি. কথা শুনলে— —এবার আমি সোজা— পিছন হইতে নৃপেন ব্যস্তম্বরে বলিল—এইবার আমায় জিজ্ঞেস করবে—ডেটটা ভাই দে না শীগগির বলে—শীগগির— অপুর পাশের ছেলেটি বালল—কে কাকে ডেট বলে দাদা—মেরিভেল পুলারের বইয়ের রং কেমন এখনও চক্ষুষ দেখি নি—কেটে পড়ে না সোজা— অপু খানিকক্ষণ হইতেই প্রোফেসারের দৃষ্টির গতি একমনে লক্ষ্য করিতেছিল, সে বুঝিতে পারিল ও-কোণ হইতে একবার এদিকে ফিরিলে পালানো অসম্ভব হইবে, কারণ এদিকে এখনও অনেক ছেলেকে প্রশ্ন করিতে বাকী। এই সুবর্ণসুযোগ। বিলম্ব করিলে-“ ছ' একবার উদখুদ করিয়া, একবার এদিক ওদিকে চাহিয়া অপু সা করিয়া খোলা দরজা দিয়া বাহির হইয়া পড়িল । পিছু পিছু হরিদাস—অল্প পরেই নৃপেন ।. তিনজনেই উপরের বারানাতে বিন্দুমাত্র বিলম্ব না করিয়। তবু তবু করিয়া সিড়ি বাহিয়া একেবারে একতলায় নামিয়া আসিল ! অপু পিছন ফিরিয়া সঙ্গীদের দিকে চাহিয়া হাসিয়া বলিল—হি-হি-হি–উ-অার একটু श्लट्टे নৃপেন বলিল—আমাকে তো—মিনিট-চুই দেরি—কাল হয়েছে কি বুঝলে – অপু বলিল—যাক, এখানে আর দাড়িয়ে পোশগল্প করার কোনও দরকার দেখছি নে । এখুনি প্রিন্সিপ্যাল নেমে আসবেন, গাড়ি লাগিয়েছে দরজায়—কমনরুমে বরং এস— একটু পরে সকলে বাহির হইয়া পড়িল। আজ আর ক্লাস ছিল না। কে গ্রাহ করে বুড়ে সি. সি. বি. ও র্তাহার রোমের ইতিহাসের যত বাজে প্রশ্ন ? অপু কিন্তু কিছু নিরাশ হইল। ক্লাস হইতে পালাইতে পারিলে প্রতুলের দল খাওয়াইবে বলিয়াছিল ! কিন্তু লাইব্রেরীয়ানের কাছে জিজ্ঞাসা করিয়া জানিল, তাহারা অনেকক্ষণ চলিয়া গিয়াছে।—কোন সকালে দুই পয়সার মুড়ি ও এক পয়সার ফুলুর খাইয়া বাহির হইয়াছে —পেট যেন দাউ দাউ জলিতেছিল, কিছু খাইতে পারিলে হইত। ক্লাসে এতক্ষণ বেশ ছিল, বুঝিতে পারে নাই, বাহিরে আসিয়া ক্ষুধার যন্ত্রণাই প্রবল হইয়া উঠিল। এদিকে পকেটে একটাও পয়সা নাই। সে ভাবিল—ওরা আচ্ছা তো ? বললে খাওয়াবে, তাই তো আমি পালাতে গেলাম, নিজেরা এদিক সরে পড়েছে কোন কালে।” এখন কিছু খেলে তবুও রাত অবধি থাকা যেতো—আজি সোমবার, আটটার মধ্যেই আরতি হয়ে যাবে—উঃ ক্ষিদে বা পেয়েছে –