৯৬ বিভূতি-রচনাবলী একটু পরেই সমুদ্র চোখে পড়লো—নারিকেল শ্রেণীর আড়ালে। শহর ছাড়িয়ে একটু দূরে একটা নিভৃত স্থানে এসে গাড়ী একটা বাংলোর কম্পাউণ্ডের মধ্যে ঢুকলো। পাশেই নীল সমুদ্র। আ-চিন্ বল্লেন—এখানে নামতে হবে। - বাংলোর একটা ঘরে ওদের বসিয়ে আ-চিন বল্লেন—আমি যাই। এখানে নিশ্চিন্তমনে থাকুন। কোনো ভয় নেই। যথাসময়ে আপনাদের খাবার দেওয়া হবে। বাকী ব্যবস্থা সব রাত্রে । তিনি চলে গেলেন। একটু পরে জনৈক চীনা ভৃত্য ছোট ছোট পেয়ালায় সবুজ চা ও কুমড়োর বিচির কেক্ নিয়ে ওদের সামনে রাখলে। বিমল বল্পে—এ আবার কি চিজ বাবা ? ইফুর ভাজ-টাজ নয় তো ? সুরেশ্বর বল্লে—ইদুর নয়, কুমডোর বিচি, তা স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। তবে ইদুর খাওয়া অভ্যেস করতে হবে, নইলে হরিমটর থেয়ে থাকতে হবে চীন দেশে । কিন্তু কেকৃগুলো ওদের মন লাগলো না । চা পানের পরে ওরা বাংলোর চারিধারে একটু ঘুরে বেড়ালে। সিঙ্গাপুরের উপকণ্ঠে নির্জন স্থানে সমুদ্রতীরে বাংলোটি অবস্থিত। সমুদ্রের দিকে এক সারি ঝাউ অপরাহের বাতাসে সে সো করছিল। দূরে সমুদ্রবক্ষে অস্তস্থর্যের আভা পড়ে কি সুন্দর দেখাচ্ছে। স্বরেশ্বর ভাবছিল হুগলী জেলার তাদের সেই গ্রাম, তাদের পুরনো বাড়ী-বাপ মায়ের কথা । জীর্ণ, সান-রাধানে পুকুরের ঘাটের পৈঠ৷ বেয়ে মা পুকুরে গা ধুতে নামছেন এতক্ষণ । জীবনে কি সব অদ্ভুত পরিবর্তনও ঘটে! তিন মাস মাত্র আগে সেও এমনি সন্ধ্যায় ঐ গ্রামের খালের ধারটিতে এক পায়চারি করে বেড়াতো ও কি ভাবে কোথায় গেলে চাকরি পাওয়া যায় সেই ভাবনাতে ব্যস্ত থাকতে। আর আজ কোথায় কতদূরে এসে পড়েছে। বিমল মুগ্ধ হয়েছিল এই মুদূর-প্রসারী শ্বামল সমুদ্র-বেলার সান্ধ্যশোভার দৃশ্যে। সে ভাবছিল কবি ও ঔপন্যাসিকদের পক্ষে এমন বাংলো তো স্বৰ্গ—মাথার ওপরকার নীল আকাশ–এই সবুজ বাউয়ের সারি—ঐ সমুদ্রবক্ষের ছোট ছোট পাহাড়—সত্যিই স্বৰ্গ— গভীর রাত্রে আ-চিন এসে ওদের ওঠালেন। একখানা মোটরে আধ মাইল আন্দাজ গিয়ে সমুদ্রতীরের একটা নির্জন স্থানে ওরা জিনিসপত্র সমেত ছোট একটা জালি বোটে উঠলো। দূরে বন্দরের আলোর সারি দেখা যাচ্ছে—অন্ধকার রাত্রি, নির্জন সমুদ্রবক্ষ। কিছুদূরে একটা চীনা জাঙ্ক অন্ধকারের মধ্যে দাড়িয়েছিল—জালিবোট গিয়ে জাঙ্কের গায়ে লাগলো । দড়ির সিড়ি বেয়ে ওরা জাঙ্কে উঠলো। পাটাতনের নীচে একটা ছোট কামরা ওদের জন্যে নির্দিষ্ট ছিল। কামরাতে একটা চীনা মাছর বিছানো, বেতের বালিশ, চীনা লণ্ঠন, রঙীন গালার পুতুল, কাচকড়ার ফুলের টবে নাসিসাস ফুলগাছ—এমন কি ছোট খাচাসমেত একটি ক্যানারি পাখী ।
পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/১০৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।