পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

YYR, বিভূতি-রচনাবলী হাসপাতালে নিয়ে যাওয়া উচিত হবে না। ওর বাপ-মা এই অঞ্চলের অধিবাসী। ছেলের সন্ধান পাবে না কনসেশনে নিয়ে গেলে । বিমল বল্পে—পুলিসম্যানদের জিন্ম করে দাও না। i এ্যালিস্ ও মিনি তাতে রাজি হোল না। এই সব চীনা পুলিসম্যান দায়িত্বজ্ঞানহীন, ওদের হাতে ছোট ছেলেকে ওরা দেবে না। সমস্ত গলিট বিরাট ধ্বংসস্তুপে পরিণত হয়েছে—লোকজন অন্ধকারে তার মধ্যে কি সব খুজে খুজে বেড়াচ্ছে। এমন সময় পাশের একটা ভূপে দু'তিনটি হারিকেন লণ্ঠন ও টর্চ জালিয়ে একদল ছোকরা একটি মৃতদেহের ঠ্যাং ধরে বার করছে দেখা গেল । বিমল উত্তেজিত স্বরে বলে উঠলে প্রোফেসর লি! গ্রোফেসর লি ! তারপরেই সে ছুটে গেল ছোকরার দলের দিকে স্বরেশ্বর দেখলে ছোকরার দলের নেতা হচ্ছেন, দাড়িওয়াল একজন বৃদ্ধ—এবং তিনি তাদের পূর্বপরিচিত প্রোফেসর লি । সেই মুম্মুদের আর্তনাদ ও পথের লোকের চীৎকারের মধ্যে তিনজনের ব্যাকুল প্রশ্ন বিনিময় হোল। প্রোফেসর লি তার ছাত্রদল নিয়ে নিকটেই এক সরাইখানায় ছিলেন—হঠাৎ এই বোমাবর্ষণের দুৰ্য্যোগ—এখন তিনি সেবাব্রতী, ছাত্রদের নিয়ে হতাহতদের টেনে বার করা ও তাদের হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করছেন। এ্যালিস্ ও মিনির সঙ্গেও আলাপ করিয়ে দেওয়া হোল। বিমল বল্লে—প্রোফেসর লি, এই ছোট ছেলেটির কি ব্যবস্থা করা যায় বলুন তো ? সদানন্দ সৌম্য বৃদ্ধ হাত পেতে বল্লেন—আমায় দাও। তোমরা ওর বাপ-মায়ের সন্ধান করতে পারবে না, আমি পারবো। আর কি জানো ছেলে অনেকগুলো জমেছে—চ্যাং, এদের নিয়ে চলো তো ? দেখবে এসো তোমরা— যাবার পথে একটু দূর গিয়েই বিমল বলে উঠলো—আঃ, কি ব্যাপার দেখ ! সকলেই দেখলে, সে দৃশু যেমন বীভৎস তেমনি করুণ। সেই বৃদ্ধ ভিখারিণী ঠ্যাং ছড়িয়ে মরে পড়ে আছে—সেই জায়গাতেই। একখানা হাত প্রায় চূর্ণ হয়ে গিয়েছে—পাশেই তার ভিক্ষালব্ধ ভাত-তরকারিগুলো রক্তমাখা অবস্থায় পড়ে। আশার জিনিসগুলো—মুখেও দিতে পারে নি হয়তো ! এ্যালিসের চোখে জল এল । বিমল ও স্বরেশ্বর মাথার টুপি খুলে বসল। মিনি চোখ রুমাল দিয়ে অন্যদিকে মুখ ফেরালে। কেবল অবিচলিত রইলেন প্রোফেসর লি। তিনি ছাত্রদের বল্লেন, এই মড়াটাকে একটা কিছু ঢাকা দাও তো হে ! এ আর কি ? আমাদের দেশের এ তে রোজকার ব্যাপার । এতে বিচলিত হোলে চলে না মাদাম । নিকটেই একটা ঘরের মধ্যে প্রোফেসর লি ওদের নিয়ে গেলেন। হ্যারিকেন লন্ঠনের আলোয় দেখা গেল সে ঘরের মেঝেতে পাচ-ছয়টি নয় দশ মাসের কি এক বছরের শিশু অনাবৃত মেঝের ওপর পড়ে গড়াগড়ি যাচ্ছে, কেউ কঁদিছে, কেউ হাসছে ! এ্যালিস ছুটে গিয়ে তাদের ওপর ঝুঁকে পড়ে বল্লে-ও ইউ পুওর ড়িয়ারিজ ।