১৩২ বিভূতি-রচনাবলী আগের লোকটা বল্পে—ফু: মেসিনগান ! এই অন্ধকারে! এমন সময় হঠাৎ দেখা গেল সেই ছ’খানা প্লেন ঠিক ওদের গর্তের ওপর এসে চক্রাকারে উড়ছে এবং ক্রমে নীচু হয়ে নামছে যেন । কে একজন বল্লে—আমাদের টের পেলে নাকি ! মুখের কথা সবারই ওষ্ঠাগ্ৰে যেন জমাট বেঁধে গিয়েছে—বুকের রক্ত পৰ্য্যন্ত জমাট বেঁধে গেল সকলের। কেবল আগের পুলিসম্যানটি বলতে লাগলো—কোনো ভয় নেই—ওরা মেসিনগান ছুড়ে কিছু করতে পারবে না-কাওয়াসাকি বম্বারের মেসিনগানের তরিবৎ স্ববিধের নয়— হোত যদি জার্মান হেঙ্কেল ফিফটিওয়ান, কি স্কুলজ-ব্যাঙ্ক একশো এগারো— সবাই চাপা গলায় বিষম রাগের সঙ্গে এক সঙ্গে বলে উঠলো—আঃ–চুপ! সঙ্গে সঙ্গে প্লেনগুলো অনেকখানি নেমে এল এবং অকস্মাৎ এক তীব্র সার্চলাইটের আলোয় ওদের বোমার গৰ্ত্ত এবং চারিপাশের আরও অনেক দূর পর্য্যস্ত আলোকিত হয়ে উঠলো— ওঠ বার সঙ্গে সঙ্গে পটকা বাজির মত মেসিনগান ছোড়ার শব্দে ওদের কানে তালা ধরবার উপক্রম হলো । একজন ফিস্ ফিস্ করে বল্লে—যদি বাঁচতে চাও তো সবাই মড়ার মত পড়ে থাকে।—ভান করো যে সবাই মরে গিয়েছে৷— আগের সেই মার্কিন পুলিসম্যানটি যুক্তিতর্কে অদম্য। সে বলে উঠলো—কিছু হবে না দেখো—হঁ৷ হোত যদি হেঙ্কেল ফিফটওয়ান–কিংবা— —আবার ! সেই কাদাজলের মধ্যে হাত-পা গুটিয়ে উপুড় হয়ে নিস্তব্ধ হয়ে পড়ে থেকে বিমল অতীত বা ভবিষ্যতের কোনো কথা ভাবছিল না। তার চিন্তা শুধু বৰ্ত্তমানকে আশ্রয় করে। সংসার নেই, অতীত নেই, ভবিষ্যৎ—শুধু সে আছে, আর আছে—এই দুৰ্দ্ধৰ্ষ, বিভীষণ, নিষ্ঠুর বৰ্ত্তমান। যে কোনো মুহূৰ্ত্তে মেসিনগানের গুলি ওর জীবলীলা, ওর সমস্ত চৈতন্তের অবসান করে দিতে পারে, সারা দুনিয়া ওর কাছ থেকে মুছে যেতে পারে এক মুহূৰ্ত্তে—যে কোনো মুহূৰ্ত্তে। কাদার মধ্যে মুখ গুজে, চোখ বুজে ও পড়ে রইল—ওর পাশে সবাই সেই ভাবেই আছে—বীরত্ব দেখাবার অবকাশ নেই, বাহুবল বা সাহস দেখাবার অবসর নেই—খোয়াড়ের শুয়োরের দলের মত ভয়ে কাদার মধ্যে ঘাড় গুজে থাকা—এর নাম বর্তমান যুগের যুদ্ধ ! ওরা আজ দেশপ্রেমিক বীর সৈনিক দল হোলেও এর বেশী কিছু করতে পারতে না— এই একই উপায় অবলম্বন করতেই হোত—অন্য গত্যস্তর ছিল না। অন্য কিছু করা আত্মহত্যার নামান্তর মাত্র । কানের এত কাছে এরোপ্লেনের শব্দ বিমল কখনও পায়নি, এরোপ্লেনের বিরাট আওয়াজ কানে একেবারে তালা ধরালো যে ! ওর ভয়ানক আগ্রহ হচ্ছে একবার মুখ তুলে ওপরের দিকে চোখ চেয়ে দেখে, এরোপ্লেনগুলো গৰ্ত্তটার কত ওপরে এসেছে। - আওয়াজ—আওয়াজ—এরোপ্লেনের আওয়াজ, মেসিনগানের আওয়াজ! কিন্তু আওয়াজ
পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/১৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।