|/o এসে ডাক দিল, অমনি দড়াদড়ি কেটে স্বশীল ভেসে পড়ল। । অস্বাভাবিক বা অসম্ভব কিছু নয়, কিন্তু অসাধারণ । যে কোনো পাঠকের মনে হতে পারে যে এ-রকম রোমাঞ্চময় অভিজ্ঞতা তার বরাতেও লেখা থাকতে পারে। রোমাঞ্চ যেন বড় কাছাকাছি এসে পড়ে। একজন দৈবাৎ-দেখা-হওয়া নাবিকের প্ররোচনায়, ভারত মহাসাগরে স্থিত, কাহিনী-কথিত চম্পাদ্বীপের রত্ন-ভাণ্ডার আবিষ্কারের উদ্দেশ্যে যাত্রা করা হল। বাধা, বিপদ, দুর্ভাগ্য যে থাকবেই—সে তো জানা কথা । তবু সে সবের সঙ্গে ক্রমাগত সংগ্রাম, অবিরাম পরিশ্রম, রত্ন-ভাণ্ডার আবিষ্কার, তার জন্য দুঃখময় দাম দেওয়া, পরিশেযে একটি প্রিয়জনকে রেথে ঘরে ফেরা । অসাধারণ কিন্তু অসম্ভব নয়। এমন ছেলে তে কতই আছে, এমন ঘটনা সত্যি ঘটবে নাই বা কেন ? চম্পাদ্বীপের কিংবদন্তীও আছে। যদিও কাহিনীতে তার সঙ্গে ওঙ্কারধামের খুবই সাদৃশ্ব দেখা যায়। তবু বলব আশ্চর্য রোমাঞ্চময় এ গল্প, ছোটবড় সকলের উপভোগ্য। সার্থক শিশু-সাহিত্যের এ-ও আরেকটি পরীক্ষা, বড়দের পাকা বিচারেও উৎরোয় কি না। বাংলা শিশু-সাহিত্য এইরকম তথ্য-সমৃদ্ধ, কল্পনা-ম্বন্দর, রোমাঞ্চম, দুঃসাহসিক অভিযানের আরো কাহিনীর জন্য আজও অপেক্ষা করে রয়েছে। লীলা মজুমদার
পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/১৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।