S6 3. বিভূতি-রচনাবলী বিমল বল্লে—এ্যালিস ! কমাণ্ডান্টটি কেমন লোক ? এদের দাড়িয়ে খুন করাচ্ছে কেন ? হঠে যাবার অর্ডার না দেওয়ার মানে কি ? জাপানীরা বেণ্ডনেট, কি হ্যাণ্ড গ্রিনেড, চার্জ করলে একজনও বাচবে ? এ্যালিস্ বিমলের পাশেই উপুড় হয়ে শুয়ে—তার ওদিকে মিনি । মিনি বল্লে—কমাণ্ডাণ্টের এ-রকম ব্যবহারের নিশ্চয়ই কোন মানে আছে। মানে কি আছে তা জানবার আগেই আরও দুটি মেয়ে মুখ গুজড়ে পড়ে গেল—এদের এই নিঃশব মৃত্যু বিমলের কাছে বড় মৰ্ম্মস্পর্শী বলে মনে হোলে। হঠাৎ একটা লম্ব। কাশীর পেয়ারার আকারে বস্তু শায়িত মেয়েদের সারির অদূরে এসে পড়লো—বিমল ও এ্যালিস দুজনেই বলে উঠলো—গ্রিনেড ! কিন্তু হ্যাণ্ড গ্রিনেড টা ফাটলে না। বোধ হয় এবার জাপানীরা চার্জ করবে। এ্যালিস ও মিনির জন্যে বিমল শঙ্কিত হয়ে উঠলো। ঠিক সেই সময় কমাণ্ডাণ্ট ওদের হঠবার অর্ডার দিলে। পেছনের সারি শুয়ে-শুয়ে পিছুদিকে হঠতে লাগলো। সামনের সারিগুলো ততক্ষণ রাইফেল বাগিয়ে তাদের রক্ষা করছে। পাচ মিনিটের মধ্যে সামনের সারিও হঠতে লাগলো। সঙ্গে সঙ্গে জাপানীরা চার্জ করলে । দলে দলে ওরা ঢিবিটা পেরিয়ে ‘বানজাই’ বলে ভীষণ বাজখাই চীৎকার করতে করতে ছুটে এল—এদিকে নারী-বাহিনীর সব বন্দুকগুলো একসঙ্গে গর্জন করে উঠলো। এখানে ওখানে জাপানী সৈন্য ধূপ-ধাপ করে মুখ থব ড়ে পড়তে লাগলো। তবুও ওদের দল এগিয়ে আসছে। সব পেছনের সারি উঠে দাড়িয়ে একযোগে সাত আটট। হ্যাণ্ড গ্রিনেড ছুড়লো, চার পাচটা ফাটলো। আরও কতকগুলো জাপানী সৈন্ত মাটিতে পড়ে গেল। তিন জন মাত্র জাপানী এদের দলের মধ্যে এসে পৌছেছিল। তাদের মধ্যে দুজন বেওনেটের ঘায়ে সাংঘাতিক আহত হোল—বাকী একজনের মাথায় গুলি লেগে সাবাড় হোল। ততক্ষণ নারী-বাহিনী প্রায় একশো দেড়শো গজ দূরে চলে গিয়েছে। এতদূর থেকে হ্যাংগ্রিনেড, কোন কাজে আসবে না—কেবল কাৰ্য্যকরী হতে পারে মিলস্-বম্ব, জাতীয় বোমা। সে কোন দলের কাছেই নেই, বেশ বোঝা গেল । কমাণ্ডাণ্ট বিমলকে ডেকে বল্পেন—এরকম কেন করেছি, আপনি বোধ হয় আশ্চৰ্য্য হয়ে গিয়েছেন। আর কিছু দূরে মিং-চাউএর রেল স্টেশন। দুটে সৈন্যবাহী ট্রেন পর পর চলে যাবার কথা। জাপানীরা রেল স্টেশন আক্রমণ করতো। আমি ওদের বাধা দিয়ে এখানে আটকে রাখলাম। টাইম অনুসারে ট্রেন দুটাে চলে গিয়েছে। এখন আর আমাদের সৈন্যদের মৃত্যুর সম্মুখীন করা অনাবশ্বক। জাপানীরাও তা বুঝেছে, ওরাও আর আসবে না। ওদের লক্ষ্যস্থল আমরা নই—সেই ট্রেন দুখানা। –কিন্তু এরোপ্লেন যদি বোমা ফেলে ? -আমার ঘাটি পার করে দিলাম নিরাপদে—তারপর অন্য এলাকার লোক গিয়ে
পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/১৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।