পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মরণের ডঙ্কা বাজে $44 পেতে না—আমাদের ট্রেনেও বোমা পড়েছিল। বিমল বল্লে–গুড় মনিং, প্রোফেসর লি। আপনার দলবল কোথায় ? আপনি কি করছেন এথানে ? 霧 বৃদ্ধ বল্লেন—দলবল এখান থেকে তিন মাইল দূরে আর একখানা বোমায় বিধ্বস্ত গ্রামে সাহায্য করছে । আমি এদের উপদেশ দিচ্ছি এরোপ্লেন বোমা ফেলতে এলে কি করে আত্মরক্ষা করতে হয় । এরা কিছুই জানে না—দাড়িয়ে মরছে, নইলে দেখ গ্রামের অধিকাংশ লোক ফাকা মাঠে ছুটে পালায় ? —আপনাকে তো সৰ্ব্বত্রই দেখি, প্রোফেসর লি। পরের সাহায্য করতে এমন আর ক’জন লোক চীনদেশে আছেন জানি না। আপনাকে দেখে আপনার দেশের ওপর ভক্তি আমার অনেক বেড়ে গেল । প্রোফেসর লি হেসে বল্লেন—আমার দেশ অতি হতভাগ্য, আমরা অতি প্রাচীন সভ্য জাতি কিন্তু জরাজীর্ণ হয়ে পড়েছি। ভগবান নদীর এক কূল ভাঙেন আর এক কূল গড়েন। জাপান আজ উঠছে—আবার আমাদের দিন আসবে। আমার দিন ফুরিয়ে আসছে, যে ক'দিন বাচি, মূঢ়তা ও বর্বরতার দ্বারা অত্যাচারিত দেশের সেবা করে দিন কাটিয়ে যেতে চাই। কিন্তু আমার দ্বারা আর কতটুকু উপকারই বা হবে ? বিমল বল্পে—বড় ইচ্ছে হচ্ছে ভারতবর্ষের প্রথা অম্বুসারে আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করি। আপনি কি অনুমতি করবেন ? বুদ্ধ মহাচীন যেন তার সস্তানদের রক্ষা করেন আপনার যুক্তিতে। বিমলের দেখাদেখি মিনি, এ্যালিস্ এবং আরও কয়েকটি মেয়ে-সৈনিক বৃদ্ধের পায়ে হাত দিয়ে প্রণাম করলে হাসিমুখে। ট্রেন হুইস্ল দিলে। কমাণ্ডান্টের হুকুম শোনা গেল—ট্রেনে গিয়ে উঠে পড়। এ্যালিস বল্লে—ড্যাডি, তোমার সঙ্গে কোথায় আবার দেখা হবে ? আমরা দুটি মেয়ে এবং আমার এই ভারতবর্ষীয় বন্ধুটি তোমার সঙ্গে থেকে কাজ করতে চাই—অনুমতি দেবে ড্যাডি ? বৃদ্ধ বল্পেন—এখন তোমরা যাও খুকীরা—শীগ গীর আমার সঙ্গে দেখা হবে। এ কাজ তোমাদের নয় । ট্রেন আবার চললো । দুধারে শস্তক্ষেত্র, মাঝে মাঝে ধোয়ায় কালো অগ্নিদগ্ধ গ্রাম। জাপানী বোমারু বিমানের নিষ্ঠুরতার চিহ্ন। এ্যালিস বল্লে—বিমল, আমার কি মনে হচ্ছে জানো ? প্রোফেসর লি-কে আবার আমাদের মধ্যে পেতে। এত ভাল লেগেছে ওঁকে ! আমার নিজের বাবা নেই, ওঁকে দেখে সেই বাবার কথা মনে আসে। বিমল দেখলে এ্যালিসের বড় বড় চোখদুটি অশ্রুসজল হয়ে উঠেছে।