পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S&b বিভূতি-রচনাবলী কিন্তু অদ্ভুত জীবনীশক্তি চীনা সৈনিকটর। মাথার ব্যাণ্ডেজ রক্তে ভেসে যাচ্ছে, দুবার ব্যাণ্ডেজ বদলাতে হোল, তবুও সৈনিকটি মারা গেল না—বিমল ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখলে । £, একজন সৈনিক ডেস্প্যাচ রাইডার হাসপাতালে ঢুকে বল্লে—আমাদের তাবু ওঠাতে হবে এখান থেকে—শত্রু খুব নিকটে এসে পড়েছে। রেললাইনের ওপর ওদের লক্ষ্য কিনা ! রেললাইনটি দখল করবে। আমাদের সৈন্য প্রাণপণে বাধা দিচ্ছে কিন্তু আজ সারাদিনে জাপানীরা প্রায় এক মাইল এগিয়েছে। দেখবে এসো। তারপরে সৈনিকটি একটা ফীল্ড গ্লাস বা’র করে বিমলের হাতে দিয়ে বল্লে—পূৰ্ব্বদিকে ওই যে গা-খানা দেখা যাচ্ছে ওদিকে চেয়ে দেখ–বিমল একখানা গ্রাম বেশ স্পষ্ট দেখছিল, কিন্তু তার অতিরিক্ত কিছু না । সৈনিকটি বল্লে—ওই গ্রামখানির পেছনেই শত্রুর লাইন। গ্রামখানা দখল করতে ওরা আজ ক'দিন চেষ্টা করছে—ওখানেই আমরা বাধা দিচ্ছিলাম। আজ গ্রামের অৰ্দ্ধেকট দখল করেছে। সুতরাং বোধ হয় কাল কি পরশু রেললাইনে এসে পৌছবে । —গ্রামে লোকজন আছে ? —পাগল ! কবে পালিয়েছে। পশ্চিমদিকে একটা নদী আছে—তার ওপারে পলাতক গৃহহারাদের একটা বস্তি বসে গেছে। আট দশখান। গ্রামের লোক জড় হয়েছে ওখানে । —থাবার দিচ্ছে কে ? —কে দেবে ? অনাহারে অনেকে দিন কাটাচ্ছে। তাদের দুর্দশ দেখলে বুঝবে বর্তমান কালের যুদ্ধ কি নিষ্ঠুর ব্যাপার। বিমল কথায় কথায় জানতে পারলে, ডেস্প্যাচ-রাইডার সৈনিকটিশিক্ষিত ভদ্রসস্তান-পিকিং বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট-পূৰ্ব্বে স্কুল মাস্টারি করতো, যুদ্ধ বাধবার পর সৈন্যদলে যোগ দিয়েছে। বিমল বল্লে—তুমি আমাকে ওই গ্রামে নিয়ে চলে না ? —এমনিই তো যেতে হবে। বোধহয় ওখানেই হাসপাতাল উঠে যাবে—কারণ শত্রুর লাইন থেকে, জায়গাটা দূরে। —এরোপ্লেন থেকে বোমা ফেলতে বারণ করেছে কে ? —কেউ না । সে তো সৰ্ব্বত্রই ফেলছে। তবে একটা পাইনবনের তলায় এ বস্তি— জাপানী প্লেন হঠাৎ সন্ধান পাবে না। ভয়ে ওরা রান্না করে না—পাছে ধোয়া দেখে বোমারু প্লেন সন্ধান পায়। সৈনিকট চলে গেলে বিমল এ্যালিসকে ডেকে কথাটা বলতে যাচ্ছে, এমন সময় একখানা ট্রেনের শব্দ শোনা গেল দূরে। এ্যালিস তাড়াতাড়ি তাবুর বাইরে এসে বল্পে—ট্রেন আসছে, না এরোপ্লেন ? বিমল বঙ্গে—ট্রেনই। বোধহয় আরও সৈন্য আসছে। চল দেখি গিয়ে। অনেকে রেললাইনের ধারে জড় হোল। এখানে স্টেশন নেই। একজন লোক নিশান হাতে অপেক্ষা করছিল— নিশান দেখিয়ে ট্রেন দাড় করাবে। ট্রেন এসে পড়লো। সারি সারি খোলা মাল-গাড়ীতে