মরণের ডস্ক বাজে ადას টেলিগ্রামে অডার দিয়ে আনানো হচ্ছে। আপনি আপনার নার্স ও রোগী নিয়ে হ্যানকাউতে এই ট্রেনে যাবেন ; আপনাকে একথা বলার আদেশ আছে আমার ওপর। গুড় নাইট। —দাড়ান, দাড়ান। কেন হঠাৎ এ আদেশ জানেন ? —আমরা এই রেলের জন্যে আর লোক ক্ষয় করবেন। জেনারেল চু-টে’র আদেশ এসেছে হেড, কোয়াটাস থেকে। পরবর্তী যুদ্ধ হবে এর দশ মাইল দূরে। আর এখুনি আপনার তৈরী হোন। আজ শেষ রাত্রে জাপানীরা আডডা দখল করবে। তার আগে হয়তে গোল ছড়তে পারে। প্রোফেসর লি কাছেই দাড়িয়ে সব শুনেছিলেন। তিনি বল্লেন—আমি এই ট্রেনে গরীব গ্রামবাসীদের উঠিয়ে নিয়ে যাবে। নইলে জাপানী বোমা থেকে যাও বা বেঁচেছে, গোল আর হ্যাণ্ড গ্রিনেড খেলে তাও যাবে! আপনি দয়া করে আমার এই অনুরোধ কমাণ্ডাণ্ট কে জানিয়ে আমায় খবর দিয়ে যাবেন ? ডেস্প্যাচ -রাইডার অন্ধকারের মধ্যে অদৃপ্ত হোল । আরও দেড়ঘণ্টা পরে এল ট্রেন। ট্রেনখানা প্রায় খালি । তবে পেছনের গাড়ীগুলো স্ব’টকি মাছ বোঝাই—বিষম দুৰ্গন্ধ। বিমল হাসপাতালের সব লোকজন নিয়ে ট্রেনে উঠলো— মিনি, এ্যালিস, দুটি চীনা নাস সাত আটটি রোগী। প্রোফেসর লি ইতিমধ্যে তাঁর দলবল নিয়ে প্ল্যাটফর্মে এসে দাড়িয়েছিলেন–কিন্তু ট্রেনের সামরিক গাড কমাণ্ডাণ্টের বিনা আদেশে র্তার দলবল গাড়ীতে উঠাতে চাইলে না। এ্যালিস বল্লে—বিমল, ওদের বলে তাহোলে আমরাও যাবে না। ওঁকে ফেলে আমরা যাবো না! ট্রেনের সামরিক গাড" বল্লে—আমার কোন হাত নেই। আপনার না যান, পনেরো মিনিট পরে আমি গাড়ী ছেড়ে দেবো। এ্যালিস্ ও মিনি নামলো। চীনা নাস দুটিও এদের দেখাদেখি নামলে । ট্রেনের গাড" বল্লে—রোগীরা কাদের চার্জে যাবে ? একজন ডাক্তার চাই। আমি রিপোট করলে আপনাদের কোর্ট মার্শাল হবে । আপনার হাসপাতালের কৰ্ম্মচারী, সামরিক আদেশ অনুসারে কাজ করতে বাধ্য। বিমল বল্পে—সে এরা নন—এই মেয়ে দুটি। এর আমেরিকান রেডক্রস সোসাইটির। চীনা পার্লামেণ্টের হাত নেই এদের ওপর। এদের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছে, এমন সময়ে ডেসপ্যাচ-রাইডারটিকে প্ল্যাটফর্মে ঢুকতে দেখা গেল এবং কিছুক্ষণ পরে প্রোফেসর লি তার দলবল নিয়ে হুড়মুড় করে ট্রেনে উঠে পড়লেন। ট্রেনও ছেড়ে দিল । দিন পনেরো পরে। হ্যাকাউ শহরের উপকণ্ঠে পবিত্র ফা-চিন মন্দির। মিং রাজবংশের রাজকুমারী ফা-চিন্ ৰ্তার প্রণয়ীর স্মৃতির মান রাখবার জন্যে চিরকুমারী ছিলেন–এবং একটি ক্ষুত্র বৌদ্ধ মঠে দেহত্যাগ
পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/১৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।