পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३२४ বিভূতি-রচনাবলী

  • কার মেডেল ? কিসের মেডেল ?” স্বধীর নামে ছেলেটি দাড়িয়ে উঠে বললে, “আমার মেডেল, স্তার ” অন্ত ছেলেটির দিকে চেয়ে বললুম, “ওর মেডেল তুমি নিচ্ছিলে, কমিথ্যে ?” কামিথ্যে ওরফে কামাখ্যাচরণ মৌলিক নামে ছেলেটি বললে, “নিচ্ছিলুম না স্তার, দেখতে চাইছিলুম ; তা, ও দেবে না---"
  • ওর মেডেল যদি ও না দেয় ; তোমার কেড়ে নেবার কি অধিকার অাছে ? বোলো, ও রকম আর করবে না-••*

কথা শেষ করে স্বধীরের দিকে চেয়ে ক্লাসের ছেলেদের পরম্পরের মধ্যে ভ্রাতৃভাব ও সখ্য থাকার ঔচিত্য সম্বন্ধে নাতিদীর্ঘ একটি বক্তৃতা দেবার পরে ঈষৎ কৌতুহলের সঙ্গে জিজ্ঞেস করলুম, “কই, কি মেডেল দেখি ? কোথায পেলে মেডেল ?” ভেবেছিলুম আজকাল কলকাতার পাড়ায় পাড়ায় যে সব ব্যাডমিণ্টন খেলা, সাতারের বা দৌড়ের প্রতিযোগিতা প্রভৃতি অতুষ্ঠিত হয়ে থাকে, তারই কোন কিছুতে স্বধীর হয়তো চতুর্থ স্বান বা ওই ধরনের কোনো সাফল্যলাভ করে ছোট্ট এতটুকু একটা আধুলির মতো মেডেল পেয়ে থাকবে—এবং সম্পূর্ণ স্বাভাবিক যে, সে সেটা ক্লাসে এনে পাচজনকে গৰ্ব্ব-ভরে দেখাতে চাইবে , এমন কি এই ছুতো অবলম্বন করে ক্লাস মৃদ্ধ হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে একবেলার জন্যে ছুটিও চাইতে পারে। স্বতরাং মেডেলটা যখন আমার হাতে এসে পৌছুলো, তখন সেটাকে তাচ্ছিল্যের সঙ্গেই হাত পেতে নিলুম ; কিন্তু মেডেলটার দিকে একবার চেয়ে দেখেই চেয়ারে সোজা হয়ে বসলুম। না, এ তো পাড়ার ব্যাডমিণ্টন ক্লাবের বাজে মেডেল নয়, মেডেলটা পুরনো, বড় ও ভারি চমৎকার গড়ন!—কি জিনিস দেখি ? মেডেলের গায়ে কি লেখা রয়েচে, আধ-অন্ধকার ক্লাসরুমে ভালো পড়তে পারলুম না—ওপিঠ উন্টে দেখি, মহারাণী ভিক্টোরিয়ার অল্প-বয়সের মূৰ্ত্তি খোদাই করা। পকেটে চশমা নেই, মনে হ’ল অফিস ঘরের টেবিলে ফেলে এসেচি । ইতিমধ্যে অনেকগুলি ছেলে ভিড় করেচে আমার চেয়ারের চারিপাশে–মেন্ডেল দেখবার জন্যে। তাদের ধমক দিয়ে বললুম, “ষাও, বোলোগে সব, ভিড় কোরে না এখানে ৷” একটা ছেলেকে বললুম, “কি লেখা আছে মেডেলের গায়ে পড়ে তো ?” ক্লাস ফোরের ছেলে—অতি কষ্টে ধীরে ধীরে পড়লে, “ক্রাইমিয়া, সিবাস্টোপোল, ভিক্টোরিয়া রেজিনা-••।”

  • ও পিঠে ?” “সার্জেণ্ট এস বি. পার্কিন, সিক্সথ ড্রাগন গার্ডস-আঠারো শ' চুয়াম সাল--” দণ্ডরমতে অবাক হয়ে গেলুম। ক্রাইমিয়ার যুদ্ধের সময় সিবাটোপোলের রণক্ষেত্রে কোনো সাহসের কাজ করবার জন্তে এই মেডেল দেওয়া হয়েছিল ইংলণ্ডের সামরিক দপ্তর থেকে ড্রাগন গার্ডল সৈন্যদলের সার্জেন্ট পাকিনকে। এ তো সাধারণ জিনিস মোটেই নয়।

DBBS BBBBBB SBB BBS BB BBBBS DD DDBBB BBBB