হীরামানিক জ্বলে SసిQ –বাৰু আপনি বলুন একটা কথা। আমি কাল আপনার দোস্তর কাছে দেখাতে গিয়েছিলাম কী নিয়ে ? যে ছাঁচ তৈরি হয়েছিল তাই নিয়ে—না আসল পাথরখানা নিয়ে ? আপনার ওই যে দোন্ত খুব এলেমদার লোক, তার কাছে ? —ও, ডা: বস্থর কাছে তুমি তো আসল পাথরখানা নিয়ে গেছলে। —ছাচখানা নিয়ে যাই নি ঠিক তো ? কিন্তু বাবু বাড়ী ফিরে দেখি আসল পাথরখানা পকেটে রয়েছে, ছাঁচখানা নেই। স্বশীল হো-হে করে হেসে বললে—এ কোন আজগুবি কাগু হল না জামাতুল্লা । তুমি দু-খানাই নিয়ে গেছলে। যে তোমার গলা টিপেছিল সে ছাচখানাকে ভুল করে নিয়ে গেছে— আসলখানা তোমার পক্লেটেই রয়ে গিয়েছিল। কোন পকেটে কোনটা রেখেছিলে মনে আছে ? —বাবু আমি ছাঁচটা নিয়েই যাই নি— —আমি বলছি শোন । তুমি ভুলে দুটোই নিয়ে গেছলে। কিন্তু এ থেকে আমাদের সাবধান হতে হবে । কেউ আমাদের পাথরের খবর পেয়েছে—কলকাতা গুগু বদমাইশের জায়গা—আমরা ক-দিন ধরে এখানে পাথরের কথা বলেছি, তত সাবধান হইনি। এখানেও শুনতে পারে, সেদিন ডা: বস্থর ওখানে দুটো আরদালি দাড়িয়ে ছিল—আমার সন্দেহ হয় তাদের মধ্যে কেউ শুনতে পারে। যাক, ভালই হয়েছে যে আসলখানা চুরি যায় নি! আজ তোমার সঙ্গে নেই তো সেখানা ? -- না বাৰু। আমি কি আর তেমনি উজবুক ? —লোক লেগেছে আমাদের পেছনে। খুব সাবধানে চলাফেরা করবে। জামাতুল্লা হেসে বললে—বাবু, লোক লেগে আমায় হঠাৎ কিছু করতে পারবে না। সারা দুনিয়া ঘুরে বেড়িয়েছি—কত বদমাইশ লোকের সঙ্গে কতবার কারবার করেছি। এই হাতদুটো ষে দেখছেন—এ দুটো ঠিক থাকলে এর সামনে কেউ এগুতে পারবে না জানবেন খোদার দোওয়ায় । 尊 স্বশীল একবার চারদিকে চেয়ে দেখলে—কোনদিকে কোন লোক নেই। সঙ্গীকে চুপিচুপি বললে—এসব কথা এখন নয় । তুমি আমার সঙ্গে যেতে পারবে ? —কোথায় বাবুজি ? —আমার বাসায় । সেখানে ঘরের মধ্যে বসে সব কথা হবে এখন । জামাতুল্লাকে সঙ্গে নিয়ে স্বশীল তাদের বাসায় এল। আসার পথে কোন কিছু অৰটন ঘটে নি দেখে স্বশীলের মন থেকে ভয় ও বিপদাশঙ্কা অনেকখানিই চলে গেল। জামাতুয়াকে কিছু খেতে দিয়ে ও তার জন্যে বাইরের ঘরের কোণে বিছানা করে দিলে। জামাতুল্লা বললে-বাবুজি, বিছানা কেন ? —রাত্রে এখানে তোমায় রাখব। যেতে দেব ন মেটেবুরুজে। সাবধানের মার নেই। খিদিরপুরের মাঠ থেকে মেটেলুকজ পৰ্যন্ত জায়গা বড় নির্জন-গুও বদমাইশের
পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/৩১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।