হীরামানিক জ্বলে ఇసేసి জন্তে চলে গেল বটে—কিন্তু তার সারা রাত ঘুম এল না চোখে । এবার কী ক্ষণে পে বাড়ী থেকে বার হয়েছিল । সাগর-পারের যাত্রী হয়ে যদি সেই অজানা দ্বীপে অরণ্যের মধ্যে প্রাচীন যুগের হিন্দু কীৰ্ত্তি শুধু চোখের দেখা দেখে আসতে পারে—তবেই সে জীবন সার্থক বিবেচনা করবে। চম্পারাজ্যের মত সেখানেও আর এক হিন্দু উপনিবেশ ছিল নিশ্চয়ই—মহাকালের চক্রনেমির আবর্তনে অরণ্য গ্রাস করেছে সে নগরী—তবুও ভারতের সন্তান সে, প্রাচীন যুগের সেই পুণ্যভূমির পবিত্র ধুলি স্পর্শ করে সে ধন্ত হতে চায়। অর্থের জন্তে সে যাচ্ছে না। পরদিন সকালে উঠে স্বশীল জামাতুল্লাকে চা ও খাবার খেতে দিয়ে তার সঙ্গে গল্প করতে বসেছে—এমন সময় কাগজওয়াল খবরের কাগজ দিয়ে গেল ; স্বশীল কাগজ খুলে সংবাদগুলোর ওপর সাধারণভাবে চোখ বুলোতে গিয়ে হঠাৎ উত্তেজিত স্বরে বলে উঠল—জামাতুল্লা, আরে, তোমাদের মেটেবুরুজে খুন !••• জামাতুল্লা চা খেতে খেতে চমকে উঠে বললে—কোথায় বাবু, কোথায় ? —দু নম্বর মফিজুল সর্দারের লেন, একটা কুঠুরিতে নুর মহম্মদ নামে একটা লোককে গলা কাটা অবস্থায় পাওয়া গিয়েছে— স্বশীল কাগজ থেকে মুখ তুলে দেখলে জামাতুল্লা তালপাতার মত কঁপিছে—অতি কষ্টে সে স্বশীলকে জিজ্ঞেস করলে—কী নাম লোকটির বাবুজি ? —মূর মহম্মদ– জামাতুল্লা চা ফেলে উঠে এসে স্বশীলের হাত ধরে বললে—আপনি আমার সবচেয়ে বড় দোস্ত—কাল এখানে রেখে আপনি আমার জান বঁচিয়েছেন ! নুর মহম্মদ আমার ঘরেই থাকে। এক বিছানাতে দুজনে শুই—কাল আমি থাকলে আমাকেই মারত, আমি ভেবে ভুল করে ও বেচারিকে খুন করে গিয়েছে— স্বশীল বলে—তুমি এখুনি বাড়ী যাও—সেই জিনিসট— —না বাবু, সে আমি অন্ত জায়গায় রেখেছি—সেখান থেকে কেউ সেটা বের করতে পারবে না । 尊 স্বশীল স্বস্তির নিশ্বাস ফেলে বললে—তবুও একবার যাও— —সেটা নিয়ে বাবুজি আপনাদের বাড়ীতে রেখে দিন আপনি—মেহেরবানি করে যদি রেখে দেন । —নিশ্চয়ই রাখব। তুমি এক ঘেও ন—চল আমিও সঙ্গে যাচ্ছি। আমার ভাই সনৎকে সঙ্গে নেব । পাথরখানা এনেই স্বশীল কয়েকদিনের মধ্যে তার আর-একখানা ছাচ করিয়ে নিয়ে সেখান ব্যাঙ্কে জমা দিয়ে এল। ওসব জিনিস সঙ্গে রাখলেই যত গোলমাল । কিন্তু ব্যাঙ্কে রাখবার কয়েকদিন পরেও ঘটে গেল এক বিপদ । স্বশীল তখন হাজার দুই টাকার ব্যবস্থা একরকম করে ফেলেছে। তার কাকাই টাকাটা त्रिं, व्र. *-४a து. -
পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/৩১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।