পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిe g বিভূতি-রচনাবলী সামনে রাখলে । ওদের বললে—তোমরা কোথায় যাবে ? স্বশীল বললে—বেড়াতে এসেছি । —কোথা থেকে ? —কলকাতা থেকে । —ভেরি গুড। চমৎকার জায়গা সিঙ্গাপুর —এখান থেকে আর কোথাও যাবে নাকি? —ন, আর কোথাও যাব না । —ভাল কিউরিও কিনবে ? —কী জিনিস ? —এস না ঘরের মধ্যে । 繆 —ওরা তিনজনে ঘরের মধ্যে ঢুকল। বুদ্ধের মূৰ্ত্তি, মালা, ড্রাগনের মূৰ্ত্তি, পোর্সিলেনের পেটমোটা চীনে ম্যাগুরিনের মূৰ্ত্তি—ইত্যাদি সাধারণ শৌখিন জিনিস আলমারিতে সাজানো —ওরা হাতে করে দেখছে, এমন সময় সনৎ একটা জিনিস হাতে নিয়ে অক্ষুট স্বরে চিৎকার করে উঠল : —দাদা দ্যাখে ] স্বশীল ও জামাতুল্লা দু-জনেই চেয়ে দেখলে, একখানা জেড়, পাথরে তৈরি ছুরির গায়ে কি আঁক-জোক কাটা । ভাল করে দু-জনেই দেখলে অবিকল সেই আঁক-জোক, নটরাজনের পদ্মরাগ মণির গায়ে যে আঁক-জোক ছিল । ওরা সবাই অবাক হয়ে গেল । স্বশীল বললে—এ ছুরিখানার দাম কত ? —ছু ডলার, মিস্টার । —এ ছুরি তুমি কোথায় পেলে ? —দেখি ছুরিখানা ? ও, এ আমি একজন মালয়ের কাছে কিনেছিলাম । —এখানেই ? 蔓 —হ্যা, একজন মাল্লা ছিল সে। —কোথা থেকে সে ছুরিখানা পেয়েছিল তা কিছু বলে নি ? —না মিস্টার । তবে ছুরিখানা সে ভয়ে পড়ে বিক্রী করে। সে বলেছিল ভূ-দুবার লে প্রাণে মরতে মরতে বেঁচে যায়, এ ছুরিখানার জন্যে। তার পেছনে লোক লেগেছিল। লুকিয়ে আমার কাছে বিক্রী করে । কেউ জানে না যে এখানা আমার কাছে আছে । —আমরা এখান লেব । —ওখানা বিক্রী হবে না। —আমরা তিন ডলার দেব। —নিয়ে বিপদে পড়বে তোমরা। ও নিও না। —তোমার দোকানের জিনিস বিক্ৰী করতে আপত্তি কী ?