পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হীরামানিক জ্বলে \פצפ দুশমনের মত চেহারা, তেমনি ধূৰ্ত্ত দৃষ্টি এদের চোখে। ইয়ার হোসেনের কথায় এর ওঠে বসে । জামাতুল্লা এদের বিশ্বাস করত না। কিন্তু উপায় কী, ইয়ার হোসেনকে ৰখন দলে নিতে হয়েছে, তখন এদেরও রাখতে হবে। দুদিন সমূত্রের ধারে তাবু ফেলে থাকবার পরে সকলে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। স্বশীল সনৎ এমন জঙ্গল কখনও দেখে নি। গাছপালা ষে এত সবুজ, এত নিবিড়, এত অফুরন্ত হতে পারে-বাংলা দেশের ছেলে হয়েও এরা এ জিনিসটা এই প্রথম দেখলে। ভীষণ জঙ্গলের মধ্যে মাঝে-মাঝে এক-একটা ছোট নদী বা খাড়ি—তার পাশে ধেন গাছপালা ও বনঝোপের সবুজ পৰ্ব্বত—কত ধরনের অৰ্কিড, কত ধরনের লতা, কত অদ্ভূত ও বিচিত্র ফুল। একদিন সকাল থেকে সন্ধ্যা পর্য্যন্ত ঝোপ-ঝাড়ের মধ্যে দিয়ে বন কাটতে কাটতে ওরা মোটে মাইল-তিনেক এগিয়ে যেতে সক্ষম হল। সন্ধ্যার দিকে ইয়ার হোসেন বললে—এখানে আজ র্তাবু ফেলা যাক । কিন্তু তাবু ফেলবে কোথায় । মুশীল চারদিকে চেয়ে দেখলে ভয়ানক ঘন জঙ্গলের মধ্যে বড়-বড় দোলানো লতার তলায় ভিজে সঁ্যাতসেঁতে মাটির ওপর রাত্রে বাস করতে হবে । আজ সারাদিনের অভিজ্ঞতায় এরা দেখেছে এখানকার জঙ্গলে তিনরকম জীব যেখানে সেখানে বাল BBSB BBBB BBBBB BB S BBBBS BBSBB BBBSBBB BBBS DBBS DDDD BBS তৃতীয়, মৌমাছি। এই তিনটি শক্রর কোনটাই কম নয়—যে-কোনটার আক্রমণ মানুষের জীবন ৰিপন্ন হবার পক্ষে যথেষ্ট । কোন রকমে তাবু খাটানো হল। ঘুমের মধ্যে কখন ঝম্‌ঝম্ করে বৃষ্টি নামল—ট্রপিক্যাল অরণ্যের এ অঞ্চলে বৃষ্টি লেগেই আছে, এমন দিন নেই যে বৃষ্টি হয় না। ঘুমের মধ্যে স্বশীল দেখলে তাবুর র্যাক দিয়ে কখন বৃষ্টির জলের ধারা গড়িয়ে এসে ওদের বিছানা ভিজিয়ে দিয়েছে। বাইরে বৃষ্টির বিরাম নেই। হঠাৎ চারিদিক কঁাপিয়ে কোথায় এক গুরুগম্ভীর নিনাদ শোনা গেল—সমস্ত অরণ্য যেন কেঁপে উঠল । সনৎ চম্কে উঠে বললে--কে ডাকে দাদা ? অন্ত র্তাবু থেকে ইয়ার হোসেন বলে উঠল—ও কিসের ডাক ? কেউ কিছু জানে না। না জামাতুঙ্গা না ইয়ার হোসেন—কেবল ইয়ার হোসেনের জনৈক অস্থচর বললে—ওটা বুনো হাতির ডাক স্তার। আর একজন অনুচর প্রতিবাদ করে বললে—ওটা গণ্ডারের ডাক । কিছুমাত্র মীমাংসা হল না এবং আবার সেই ডাক, সঙ্গে সঙ্গে অন্ত এক জানোয়ারের তীবণ গর্জন । সেটা শুনে অবগু সকলেই বুঝতে পারলে—বাধের গর্জন। এরই ফঁাকে জাৰায় বন-মোরগও ডেকে উঠল । সময়ে এক-পাল বস্ত কুকুরের ডাকও। সনং বললে—ও দাদা, এ যে যুমুতে দেয় না দেখছি— স্বশীল উত্তর দিলে—কানে আঙুল দিয়ে ধাৰ—