বিভূতি-রচনাবলী • א9י ইয়ার হোসেন বললে—রাইফেল নিয়ে বসে থাকতে হবে—কেউ ঘুমিও ন!— এটা নিতান্ত প্রথম দিন বলে এদের ভয় ছিল বেশি, দু-একদিনের মধ্যে জন্তু জানোয়ারের আওয়াজ গা-সওয়া হয়ে গেল। নিবিড় ট্রপিক্যাল জঙ্গলের মধ্যে প্রতি রাত্রেই নানা বস্ত জানোয়ারের বিচিত্র আওয়াজ—আওয়াজ যা করে, তাবুর আশে-পাশেই করে—কিন্তু তাবুর লোককে আক্রমণ করে না। স্বশীল দু-দিন ঘুমোতে পারে নি--কিন্তু তিন রাত্রির পরে সে বেশ স্বচ্ছদে ঘুমোতে পারলে। জঙ্গলের কুল-কিনারা নেই—ওরা পাচদিন ধরে জঙ্গলের মধ্যে ঘুরেও কোন কিছুই দেখতে পেলে না সেখানে—ওই বন আর বন । 齡 স্বর্ঘ্যের আলো না দেখে স্বশীল তো ইপিয়ে উঠল। এ জঙ্গলে সূর্ঘ্যের আলো আদৌ পড়ে না। আগে দেশে থাকতে সে দু-একখানা ভ্রমণের বইতে পড়েছিল যে মেক্সিকোতে, মালয়ে, আফ্রিকায় এমন ধরনের বন আছে, যেখানে কখনো স্বৰ্য্যালোক প্রবেশ করে না। কথাটা আলঙ্কারিকের অত্যুক্তি হিসেবেই সে ধরে নিয়েছিল, আজ সে সত্যই প্রত্যক্ষ করলে এমন বন, যা চির-অন্ধকারে আচ্ছন্ন, পড়ন্ত বেলায় কেবল স্ব-উচ্চ বনস্পতিরাজির শীর্ষদেশ অন্তমান সুৰ্য্যের রাঙা আলোয় রঞ্জিত হয় মাত্র। কচিৎ নিবিড় লতাঝোপের ফাক দিয়ে সুৰ্য্যের আলো চাদের আলো সামান্ত-মাত্র পড়ে, নতুবা সকল সময়েই গোধুলি দিনমানে। চিরগোধুলির জগৎ এটা যেন । একদিন সনৎ পড়ে গেল বিপদে । র্তাবু থেকে বন্দুক হাতে শিকার করতে বার হয়ে সে একটা গাছের ডালে এক ভীষণ অজগর সাপ দেখে সেটাকে গুলি করলে। সাপটা দুলতে দুলতে গাছের ডাল থেকে পাক ছাড়িয়ে ঝুপ করে একবোঝা মোটা দড়াদড়ির মত নিচে পড়ে গেল। সনৎ সেটার কাছে গিয়ে দেখলে অজগরের মাথাটা গুলির ঘায়ে একেবারে গুড়িয়ে গিয়েছে। কিন্তু তার ল্যাজটা হঠাৎ এলে সনৎএর পা ছু-খান জড়িয়ে ধরে শক্ত কাঠ হয়ে গেল। সরীস্বপের হিমশীতল স্পর্শ সনতের স্বায়ুগুলোকে যেন অবশ করে দিলে, নিজের প৷ ফু-খানাকে সে আর মোটেই নাড়তে পারলে না—হাতদুটোকে ধখন কষ্টে নাড়ালে তখন লোহার শেকলের মত নাগপাশের শক্ত বাধনে তার পদদ্বয় গতিশক্তিহীন । ● অজগর তো মরে কাঠ হয়ে গেল, কিন্তু সনৎ চেষ্টা করেও কিছুতেই নাগপাশ থেকে পা ছাড়াতে পারলে না। পা ধেন ক্রমশ অবশ হয়ে আসছে, এমন কি সনৎএর মনে হল আর কিছুক্ষণ এ অবস্থায় থাকলে সে চিরদিনের মত চলৎশক্তি হারাবে। এদিকে বিপদের ওপর বিপদ, বেলা ক্রমশ পড়ে আসছে—এরই মধ্যে গোধুলি গিয়ে ঘেন সভ্যার অন্ধকার নেমে আসছে বনে। কিছুক্ষণ পরে দিক ঠিক করে তাবুতে প্রত্যাবর্তন অসম্ভব হয়ে পড়বে। আরও কিছুক্ষণ কাটল, শেয়ালের দল বনের মধ্যে ডেকে উঠল—একটু পরেই বল্প হস্তীর
পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/৩৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।