পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ర్ని8 বিভূতি-রচনাবলী আশ্চর্য্যের ব্যাপার বলে মনে হল ওদের কাছে । জামাতুল্লাকে স্বশীল বললে—কেমন, এসব দেখেছিলে বলে মনে হয় ? —এসব দেখি নি । তবে এতে বোঝা যাচ্ছে মানুষের বাসের নিকটে এসে পড়েছি । —সে জায়গাটা কেমন ? —সে একটা শহর বাবুজি। তার বাইরে পাচিল ছিল একসময়ে। এখন পড়ে গিয়েছে । —কম্পাস দেখে দিক ঠিক করেছিলে ? ল্যাটিটিউড লঙ্গিটিউড ঠিক করেছিলে ? —না বাবুজি, ওসব কিছু করি নি। কম্পাস ছিল না । সকলের মনে আশায় সঞ্চার হল যে এবার নিশ্চয়ই সে প্রাচীন নগরীর ধ্বংসাবশেষের কাছাকাছি আসা গিয়েছে। কিন্তু তার পর তিনদিন কেটে গেল, চারদিন গেল, পাচদিন গেল—আবার সামনে সমূদ্রের পূর্ব তীর, আবার স্বনীল স্বলুসী। কোথায় নগর, কোথায়ই বা কী। একখানা ইট বা পাথরও জঙ্গলের মধ্যে কোথাও কারো চোখে পড়ল না জার। আবার হতাশ হয়ে পড়ল সকলে। জামাতুল্লাকে ইয়ার হোসেন বললে—জামাতুল্লা সাহেব, স্বপ্ন দেখে নি তো হিন্দু-মন্দিরের আর শহরের ? জামাতুল্লা গেল রেগে । ইয়ার হোসেনের অম্লচরেরা নিজেদের মধ্যে কি বিড়-বিড় করতে লাগল। স্বশীল সনৎ ও জামাতুল্লাকে গোপনে ডেকে বললে—ইয়ার হোসেনের ওই লোকগুলোকে সামলানো কঠিন হয়ে পড়বে যদি কিছু চিহ্ন না পাওয়া যায়—দেখছি ওগুলো ভারী বদমাইশ । জামাতুল্লা বললে—ভাববেন না বাবুজি, আমি ছুরি চালাব, আপনাদের জন্যে প্রাণ দেব ! ওরা কী করবে ? কাঠের ভেলা তৈরি করে স্থলু সমূদ্র পাড়ি দিয়ে নিয়ে যাৰ—ওই হলদেমুখে চীনে জাঙ্ক ওয়ালা বড় বাহাদুরি করে গেল আপনাদের কাছে—দেখব ও কত বাহাদুর ! একদিন সন্ধ্যার ঘণ্টাখানেক আগে স্বশীল বনের মধ্যে পাখি শিকার করতে বেরুল বন্দুক নিয়ে। কিছুদূর জঙ্গলের মধ্যে.গিয়ে সে অস্পষ্ট গোধুলির আলোয় দূর থেকে একটা লম্বা পাহাড়-মত দেখতে পেলে । আরও কাছে গিয়ে সে দেখলে পাহাড় ও তার মধ্যে একটা খাল, তাতে জল আছে—গভীর খাল। জলে পদ্মফুল ফুটে রয়েছে। ভাল করে চেয়ে দেখে সে বুঝলে ওপারে ওটা পাহাড় নয়, একটা উচু পাচিল হতে পারে ওটা। খাল নয়, মানুষের হাতে কাটা পরিখা হয়ত। পাচিলের ওপর বড় বড় গাছ গজিয়েছে, মোটা মোট শেকড় পাচিলের গা বেয়ে এসে মাটিতে নেমেছে—তাদের ডালপালার ফাক দিয়ে জায়গায় জায়গায় পাচিলের গায়ের বড়-বড় পাথরের টাইগুলো দেখা যাচ্ছে । স্বশীল আনন্দে ও বিস্ময়ে অবাক হয়ে গেল । এই তবে সেই প্রাচীন নগরীর প্রাচীর ও পরিখা। এ বিষয়ে ভুল থাকতে পারে ন—তবে, হয়ত সে উন্টোদিক থেকে এটাকে দেখছে। নগরীর সিংহদ্বার অন্যদিকে श्रांश् ि८कtषी७ ।।