পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/৩৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●Qも বিভূতি-রচনাবলী হাবুলের রাগ চড়ে গেল। সে ঠাস করে টুঙ্কর কচি গালে একটা চড় মেরে বললে, ‘বাব সাক্ষী । কাল রাত্রে হেডমাস্টার মশায় বললেন, জানিস সে-কথা ? সকাল বেলা এসেচেন চালাকি কৰ্ত্তে।’ টুচু গালে হাত বুলোতে থাকে বেদনায়। ছোট-কাকা বললেন, ‘ছিং, মারলি কেন রে ওকে ? "দেখলে তো কি হিংস্কটে ' "এ রকম চড় তোমার গালেও পড়বে অখন।' কথার শেষে টুকু ছল ছল চক্ষে ঘর থেকে বেরিয়ে গেল। খানিকক্ষ৭ পর হাৰুল বললে,—“ছোট-কাক, তুমি বলেছিলে, ফাস্ট হলে আমাকে একটা এয়ার গান কিনে দেবে।’ ‘ও ’ এতক্ষণ পর ছোট-কাকার আট মাস আগেকার প্রতিশ্রুতি মনে পড়ে গেল। বললেন, “বেশ বেশ, কাল কিনে দেবো।’ ‘কাল না—আজই।’ ঠিক আট মাস আগে হাৰুল একদিন ওর ক্লাসফ্রেণ্ড ভুলোদের বাড়ীতে দেখেছিল তার একটা এয়ার গান। হাবুলেরও একটা এয়ার গান কিনবার ভারি শখ হল। কথাটা তার ছোটকাকাকে বলতে তিনি বললেন, ‘ফাস্ট হলে এয়ার গান তোকে প্রাইজ দেবো।’ হাবুল উঠে-পড়ে লেগে গেল প্রথম হবার জন্তে এবং প্রথম হল যথাসময়ে। সেদিনই সে একটা এয়ার গান কিনে আনলে। তারপর সকাল সকাল খাওয়া-দাওয়া সাঙ্গ করে এয়ার গান হাতে ঝুলিয়ে বাড়ীময় খুজতে লাগলো শিকার। কোথাও বসেছে একটা অসহায় চড়াই কিংবা পায়রা। তাকে লক্ষ্য করে এয়ার গানে আওয়াজ হল ফটফট শৰে । পাখী উড়ে পালালে। অক্ষত শরীরে আর গুলি বেরিয়ে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে, পার্থীর দশ হাত তফাৎ দিয়ে প্রায় । হতাশ হয়ে ও ফিরে এল হাত-ঠিক করবার জন্তে, যাতে সে পুনরায় না লক্ষ্যভ্রষ্ট হয়। ঘরের দরজার চৌকাঠে বসে, ও লক্ষ্য করলে দেওয়ালে টাঙানো একটা বিলিতি ক্যালেণ্ডারে ছবির মুখ। অনেকক্ষণ পর তার এয়ার গান থেকে শব্দ বেরুল ফটু করে—গুলিও ছুটে চললে ছবিতে একটা ছেলের ঠিক মুখের পানে। তারপর আওয়াজ হল বন-বন-বন। ভয়ে হাবুলের মূখ হয়ে গেল পাংশু। সে দৌড়ে গেল। দেখলে মেঝেতে ছড়ান অগুনতি কাচের টুকরো। আস্তে আস্তে ক্যালেণ্ডারটা তুলে ধরতে দেখলে, দেওয়ালে কালী ঠাকুরের একখানা পট ফ্রেম দিয়ে মুড়ে কাচ দিয়ে ঢাকা। ছবিখানাকে ক্যালেণ্ডারটা ঢেকে ছিল এতক্ষণ। লোহার গুলির ঘায়ে ভঙ্গুর কাচই গেছে একেবারে টুকরো টুকরো হয়ে। বুকের ভেতরটা তার ছ্যাৎ করে উঠলো আতঙ্কে । চোখের সামনে লক লক করতে লাগলো কালী ঠাকুরের দীর্ঘ জিত। ভয়ে ও ভাবনায় সে মুষড়ে রইলো অনেকক্ষণ। তারপর আস্তে জান্তে পরিষ্কার করে ফেললে কাচগুলো । মা জানলে তো এক্ষুনি রসাতল করে ফেলবেন ।