পাতা:বিভূতি রচনাবলী (নবম খণ্ড).djvu/৩৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এয়ার গান ●¢ፃ BBB DDB BD S DDD DDB BB BB BB BBB SSBBBB BBBS BBDD থেকে লক্ষ্য করলে পাশের বাড়ীর আঙ্গিনায়-বসা একটা কাককে । কাকও সঙ্গে সঙ্গে উড়ে পালিয়ে গেল তাকে বিদ্রপ করে হয়তো । হাজার হোক, কাক বড় ধূৰ্ত্ত প্রাণী। নিচে যেতে হাবুলের আর সাহস হচ্চে না। টুপ করে বন্দুকটা কাধে নিয়ে একটা চটের উপর বসে থাকে জানলা দিয়ে দূরের পানে তাকিয়ে। কাক কিংবা পায়রা কিংবা চড়াই এলে, ও গুলি ছুড়ে মারবে তাকে। চুপ করে বসে থাকতে থাকতে ও সামনের বাড়ীর ট্রান্ধটাকে লক্ষ্য করে ফেলে। গুলির আঘাতে ট্রাঙ্কটাও বেজে ওঠে ঝন-ঝন-ঝন । মনে আবার আনন্দ ফিরে আসে ৷ ই্যা, হাত অনেকটা ভাল হয়েছে। আবার সে লক্ষ্য করে পাচিলের ওপরের একটা ফুল গাছের টবে। সেটায় আওয়াজ হয় খট করে। আনন্দ ওর বেড়ে যায় চতুগুণ। বন্দুকটা নেড়েচেড়ে ভাল করে পরীক্ষা করে। হ্যা, একদিন ও বড় বন্দুকও ছুড়তে পারবে নিশ্চয় । এই হল তার সূচনা। বড় হলে সে চলে যাবে আফ্রিকার গভীর জঙ্গলে মঙ্গো পার্কের মত। অসংখ্য জন্তু-জানোয়ার শিকার করে, ও দেখাবে ওর শৌৰ্য্য-বিক্রম। বাঙালী ভীরু নয় –বীরের জাতি—ও তা প্রমাণ করবে। খবরের কাগজের পাতায় পাতায় ওর ফটো ছাপান হবে । ও দাড়িয়ে থাকবে হাফ প্যান্ট পরে বন্দুক হাতে, আর পায়ের কাছে পড়ে থাকবে বিরাটকায় হিংস্র জন্তুর নিহত দেহটা। পুলকে ওর হৃদয় ভরে গেল এখনই । কৃষ্ণ মহাদেশের গভীর অরণ্য থেকে বেরিয়ে আসবে মহিষ-খাদক জাতি সভ্য মানুষের গন্ধে, ও তাদের দেখে ভয় পাবে না একটুও । বরং ওর বন্দুক ছুড়ে দেবে গুডুম-গুডুম-গুডুম। শিক্ষা হয়ে যাবে তাদের রীতিমত। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে কতকগুলো ইতস্ততঃ ভূমিতে। আর সবাই পালিয়ে যাবে এই আশ্চৰ্য্য কল দেখে। নিরীহ হাবুল এখনই যে নিষ্ঠুর শিকারী হয়ে উঠলো সম্পূর্ণরূপে । রক্ত-প্রবাহ চঞ্চল হয়ে উঠলে ওর ধমনীতে-ধমনীতে। ও পায়চারি করতে লাগলো ঘরের ভেতর এয়ার গানটা হাতে ঝুলিয়ে আফ্রিকার রোমাঞ্চকর এ্যাডভেঞ্চারের স্বপ্নে বিভোর হয়ে । অক্ষয় অমর হয়ে থাকবে ও ইতিহাসের পাতায় । নেপোলিয়ন কিংবা নেলসনের চেয়ে ও কোন অংশে হেয় নয়। যুদ্ধক্ষেত্রে নেপোলিয়ন নাকি পেছনে হাত দিয়ে নিৰ্ব্বিকার চিত্তে দাড়িয়ে থাকতেন, তার পাশ দিয়ে শন শন করে গুলি চলে গেলেও তিনি গ্রাহ করতেন না আদোঁ । ঠিক সেই ভঙ্গিমায় সেই স্বৰ্গীয় বীরের অনুকরণে ও দাড়িয়ে রইলো ঘরের মধ্যে জানলার পানে মুখ করে। কিন্তু ও কি ? সামনের বাড়ীর ট্রাঙ্কের ওপর একটা বাঁদর যে? তাই এত কাক ডেকে উঠছে অবিশ্রান্ত, তাদের বিকট ব্লব তার কানে যায় নি এতক্ষণ । কারণ সে কলকাতা ছেড়ে এযাবৎ আফ্রিকার গভীর অরণ্যে পড়ে ছিল শিকারের খোজে। ওর বুকের ভেতরটা যেন স্থর ভূর করে উঠলো। ও ওর বন্দুকটা একবার ভাল করে দেখে নিলে—বাক্ষরটা বেশ বড় এবং হৃষ্টপুষ্ট। আর ওদিকে বাদকটা ঝুপ করে হাবুলের ঘরের দরজার কাছে এসে উপস্থিত হল। বীর পুরুষের কাপনি শুরু হয়, রীতিমত হাটুতে-হাটুতে ঠোকাঠুকি লেগে যায়,