পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>: e বিভূতি-রচনাবলী নকৃছেদী বলিল—বাবুজী, এখনও ও ছেলেমাহুষ আছে, ওর জিনিসপত্র কেনার দিকে বেজায় বেীক। ধরুন এবার প্রায় আট-দশ মণ সর্ষে মজুরী পাওয়া গিয়েছিল—তার মধ্যে তিন মণ ও খরচ করে ফেলেছে সখের জিনিসপত্র কেনবার জন্ত ! আমি বললাম, গতরখাটানো মজুরীর মাল দিয়ে তুই ওসব কেন কিনিস্ ? তা মেয়েমানুষ শোনে না । কলি, চোখের জল ফেলে। বলি, তবে কেন ? মনে ভাবিলাম, তরুণী স্ত্রীর বৃদ্ধ স্বামী, না বলিয়াই বা আর কি উপায় ছিল ? মঞ্চী বলিল—কেন, তোমার তো বলেছি, গম-কাটানোর সময় যখন মেলা হবে, তখন আর কিছু কিনব না। ভাল জিনিসগুলো সস্তায় পাওয়া গেল নকছেদী .রাগিয়া বলিল –সন্তা ? বোকা মেয়েমানুষ পেয়ে ঠকিয়ে নিয়েছে কেঁয়ে দোকানদার আর ফিরিওয়ালা –সন্তা ! পাচ সের সর্ষে নিয়ে একথান চিরুণী দিয়েছে, বাবুজী। আর-বছর তিরাশি রতনগঞ্জের গমের খামারে— মঞ্চী বলিল—আচ্ছা বাবুজী, নিয়ে আসছি, জিনিসগুলো, আপনিই বিচার করে বলুন সস্তা কি না— কথা শেষ করিয়াই মঞ্চী খুপড়ির দিকে ছুটিল এবং কাশডাটায়-বোন ডালা-আঁটা একটা বাপি হাতে করিয়া ফিরিল। তার পর সে ডাল তুলিয়া বাপির ভিতর হইতে জিনিসগুলি একে একে বাহির করিয়া আমার সামনে সাজাইয়া রাখিতে লাগিল । —এই দেখুন কত বড় কঁকই, পাচ সের সর্ষের কমে এমনিতরো কাকই হয় ? দেখেছেন কেমন চমৎকার রং ! সৌধীন জিনিস না ? আর এই দেখুন একখান সাবান, দেখুন মন গন্ধ, এও নিয়েছে পাচ সের সর্ষে । সস্তা কি না বলুন বাবুজী ? সস্ত। করিতে পারিলাম কই ? এখন একখানা বাজে সাবানের দাম কলিকাতার বাজারে Tনার বেশী নয়, পাচ সের সর্ষের দাম নয়ালির মুখেও অন্তত সাড়ে-সাত আন । এই সরল মেয়েরা জিনিসপত্রের দাম জানে না, খুবই সহজ এদের ঠকানো । মণ ও অনেক জিনিস দেখাইল । আহলাদের সহিত একবার এটা দেখায়, একবার ওটা দেখায়। মাথার কাটা, পাথরের আংটি, চীনা মাটির পুতুল, এনামেলের ছোট ডিশ, খানিকট চওড়া লাল ফিতে—এই সব জিনিস। দেখিলাম মেয়েদের প্রিয় জিনিসের তালিকা -- rদ “” শব সমাজেই অনেকটা এক । বন্ত মেয়ে মঞ্চী ও তাহার শিক্ষিতা ভগ্নীর মধ্যে tাই। জিনিসপত্র সংগ্রহ ও অধিকার করার প্রবৃত্তি উভয়েরই প্রকৃতিদত্ত। বুড়ো গিলে কি হইবে । , , সব চেয়ে ভাল জিনিসটি মঞ্চী সৰ্ব্বশেষে দেখাইবে বলিয়া চাপিয়া রাখিয়া , ছ তাহা কি তখন জানি! এইবার সে গৰ্ব্বমিশ্রিত আনন্দের ও আগ্রহের সহিত সেটা বাহির করিয়া আমার সামনে মেলিয়া ধরিল। এক ছড়া নীল ও হলদে হিংলাজের মালা।