পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৪৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

63br বিভূতি-রচনাবলী কোনো দরকারই ছিল না। সে রাতে কেউ এল না, খুব সকালে দেখি একখানা মোটর বাড়ীর পাশে দাঁড়াল। আমি এগিয়ে গেলুম, চাইবাসার তারাই বটে। —কাল গালুডি গিয়েছিলেন কখন ? -श्रांब्र भलाँदें कि कहे । उथन ब्रांड झलकै । — তারপর ? —খুজে তো বাড়ী বের করলাম, তারা বললেন, এইমাত্র মোটরে ওঁরা চলে গিয়েছেন। —রইলেন কোথায় ? --সেখানকার ডাকবাংলোয় । যাহোক, খেয়ে-দেয়ে চাইবাসা রওনা হই। সুবর্ণরেখার ক্ষীণ জলধারা কংক্রিটের নীচু সাকোর উপর দিয়ে ঝির ঝির করে বইছে—আমরা মোটরে সাকোর ওপর দিয়ে পার হয়ে গেলাম–কিন্তু বর্ষাকালে সাকো ডুবে যায়, ডেঞ্জি ছড়ি পার হওয়ার কোনো উপায় থাকে না । মুসাবনীর রাস্ত আরও স্ব মাইল দূরে। চওড়া মোটর-রোড,'একদিকে সিদ্ধেশ্বর ভুংরি শৈলশ্রেণী, অন্যদিকে বন। টাটা-কোম্পানী, ஆடி "গ্রঞ্চপাহাড়ের গা থেকে schist পাথর কেটে নিয়ে যাচ্ছে ; সেখানটাতে পাহাড়ের গায়ে অনেক দূর পর্য্যস্ত যেন একটা प्रगंभूtओं घ ! রাখা-মাইনূল পার হয়ে বন পাতলা হয়ে এল। চৰ্য ক্ষেত, সাওতালী গ্রাম ডাইনে । বাদিকে কিন্তু সেই যে পাহাড় চলেছে, তো চলেছেই। শীতকালে পত্রবিরল দীর্ঘ দীর্ঘ শালের গাছগুলো দেখে মনে হচ্ছে কারা যেন পাহাড়ের ওপরে শালের খুটি পুতে রেখেছে। ...বাদিকে এক জায়গায় একটা নাবাল মত উপত্যক। সঙ্কীর্ণ গিরিপথের বা দিকের পাথরে সিম্বরের দাগ লেপা। এখানকার নাম কাপড়গাদি ঘাট। পাওবের অজ্ঞাতবাসের সময় এই পৰ্যন্ত এসে আর নাকি এগোন নি (পাণ্ডবেরা ধান নি দুনিয়ার হেন জায়গা দেখি নি! পাণ্ডবদের পদচিহ্ন সৰ্ব্বত্র ), অতএব এরও আগের ভূভাগ হোল পাণ্ডববজ্জিত দেশ। শার এখানে কবে তারা নাকি ময়লা কাপড় সাবান সোডা দিয়ে কেচে পরিষ্কার করেছিলেন। তাই এর নাম কাপড়গাটি ঘাট। বেচারী পাণ্ডবেরা ! বনে জঙ্গলে টাে টাে করে ঘুরে বেড়ালে কাহাতক কাপড় পরিষ্কার রাখা যায়? আরও এগিয়ে গেলুম মাইল বারে—সবস্থদ্ধ যেতে হবে ৪৭ মাইল রাস্ত এই রকম শোভাময় বনপথ দিয়ে। একটা ক্ষুদ্র গ্রাম ছাড়িয়ে একটা রেল লাইন আমাদের রাস্তার ওপর দিয়ে কোথায় যেন গেল। শুনলাম, এটা টাটা-বাদাম পাহাড় লাইন। এর পরই দিগন্তপ্রসারী মাঠের মধ্যে তিরিন বলে একটি ক্ষুদ্র গ্রামের বাড়ীম্বরগুলো বিশাল প্রাস্তরে দিকৃহারা হয়ে হারিয়ে যাওয়ার ভয়ে যেন পরম্পর জড়াজড়ি করে এক জায়গায় দাড়িয়ে । এক পাশে একটা ডাকবাংলোর মত ঘর। সেখানে গিয়ে মোটর থামাতেই একটি বাঙালী