পাতা:বিভূতি রচনাবলী (পঞ্চম খণ্ড).djvu/৪৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88b- दिङ्कडि-ब्रध्नावलौ মিঃ সিংহ বললেন—এই সেই পথ, দাদা । --বেশ বুঝতে পরিচি । —এখনও কিছু দেখেন নি। আরও আগে চলুন। চৈতন্যদেবের সেই “এহ বাহ, আগে কহ আর” ! বন কি নিবিড় হয়ে উঠচে, কাছির মত মোটা মোটা চীহড় লতা (Bonhivia Vallai) বিশাল বনস্পতির সঙ্গে জড়াজড়ি করে দুর্তেম্ভ ও অন্ধকার লতাকুঞ্জের স্বষ্টি করেচে পদে পদে, অত বেলাতেও স্থধ্যের আলো *८छ्र नि । একটা জায়ণ দেখিয়ে মিঃ সিংহ বললেন, এখানে এসে এমন হতাশ হয়ে পড়েছিলাম ৰে ভাবলুম একটা উইল লিখি ও পকেটে একখানা পরিচয় রাখি। আমি বললাম—বস্তজন্তু আছে এখানে ? - সারাওতে বস্তজন্তু নেই ? বাঘ বলুন, বুনো হাতী বলুন, ভালুক বলুন—অভাব কি ? বাইসন, মৃদ্ধর হরিণ পর্যন্ত। বাদ নেই কিছু। ফ্লেভ ঘণ্টা মোটর চালানোর পর বন একটু পরিষ্কার হোল। দূরে দেখা গেল লাল টালির দু-চারখানা ঘববাড়ী। মিঃ সিংহ বললেন—ওই হোল পোংসা— পোংসাতে বি.টি.টি. কোম্পানীর (ব্রিটিশ টিম্বর ট্ৰেডিং কোম্পানী) বুড় আঞ্জা। এই কোম্পানীর অংশীধরেরা হচ্ছে বিলাতের বড় লোকের, এমন কি পালামেন্টের মেম্বার পর্য্যন্ত আছে এদের মধ্যে। বিদেশীর স্বার্থে আমাদের দেশের বন্যসম্পদ সব লুষ্ঠিত হচ্ছে। গত ত্রিশ বৎসরে সিংহুমের এই অপূৰ্ব্ব অরণ্যভূমি অনেক নষ্ট হয়ে গিয়েচে। এই ব্যবসায়ের স্ববিধা ভোগ করচে বিলাতের বড় মামুষেরা, আর বনভূমির আদিম অধিবাসী হো ও মুণ্ডারা কুলিগিরি করে দাসত্বের অন্ন ভোজন করচে মাত্র । সেই বনাবৃত স্থানে ছোট একটি গ্রাম। একখানা সাহেবী ফ্যাপানের খড়ের বাংলোঘরের মধ্য থেকে একজন সাহেব বার হয়ে এল আমাদের মোটরের শত্ৰ শুনে। মিঃ সিংহ বললেন—শুনি বি টি.টি. কোম্পানীর ওয়ার্কস্ ম্যানেজার মিঃ লক্নার ভালো লোক । একদিকে একটা লম্বা খড়ের ব্যারাক-মত বাড়ী। একটি বাঙালী বিধবা মহিলা একখানা স্বর থেকে বার হয়ে এলেন মোটরের আওয়াজ পেয়ে । শুনলাম ও বাড়ীখান কেরাণীদের থাকবার জায়গা। এতদূরে এই বনের মধ্যে দু-একটি বাঙালী পরিবার কি ভাবে নির্জন জীবন যাপন করচেন চাকুরীর খাতিরে -ভাবতে ভালো লাগে। মি লকৃনারের মোটর আছে, তিনি মোটরে মনোহরপুর যেতে পারেন মানুষের মুখ দেখতে, কিংবা যেতে পারেন একশ মাইল দূরবর্তী দুধিয়া ও চিড়িয়া খনিতে, সেখানে শ্বেতকায় ম্যানেজার আছেন। কিন্তু এই বাঙালী কেরাণীদের বাড়ীর মেয়েছেলেরা জেলে আবদ্ধ অবস্থায় এখানে ক্ষিভাবে দিন কাটান, কি করে বলবো ? আমার বড় ইচ্ছা হচ্ছিল এই মুহূর্তে গাড়ী থেকে নেমে ওই বাঙ্গালী বাবুদের বাড়ীতে