8 विष्ट्रडि-ब्रष्नावणी বলিল-পুতির মালার কথা জানিনে সেজ-খুড়ী, কিন্তু আমের গুটিগুলো, সেগুনো পেড়েছে কি তলা থেকে কুড়িয়ে এনেচে, তার গায়ে তো নাম লেখা নেই। সেজখুঙী---আর ছেলেমানুষ যদি ধরে এনেই থাকে সেজ-ঠাকুরুণ অগ্নিমূৰ্ত্তি হুইয়া বলিলেন-বলি কথাগুলো তো বেশ কেটে কেটে বলচো ? বলি আমের গুটিতে নাম লেখা না-হয় নেই-ই, তোমাদের কোন বাগান থেকে এগুনো এসেছে তা বলতে পাের ? বলি টাকাগুনোতেও তো নাম লেখা ছিল না-তা তো হাত পেতে নিতে পেয়েছিলে ? আজ এক বছরের ওপর হয়ে গ্যালো, আজ দেবো কাল দেবে-আসবে। এখন ওবেলা-টাকা দিয়ে দিও-ও আমি আর রাখতে পারবো না-টাকায় যোগাড় করে রেখে বলে দিচ্চি । দলবল সহ সেজ-ঠাকুরুণ দরজার বাহির হইয়া গেলেন। সর্বজয়া শুনিতে পাইল পথে কাহার কথার উত্তরে তিনি বেশ উচ্চকণ্ঠেই বলিতেছেন-ওই এ-বাজীর ছুডিটা, টুচুর বাক্স থেকে এই পুতির মালাছড়াটা চুরি করে নিয়ে গিয়ে করেচে। কি নিজের বাক্সে লুকিয়ে রেখেছে---আর স্থাখো না। এই আমগুলো-পাশেই বাগান, যত ইচ্ছে পাড়লেই হোল-তাই বলতে গেলাম, তা আমায় আবার কোিট কেটে বলচে-(এখানে সেজ-বোঁ সৰ্ব্বজয়ার কথা বুলিবার ভঙ্গী নকল করিলেন)-তা-এনেচে ছেলেমানুষ-ও রকম এনেই থাকে-ওতে কি তোমাদের নাম লেখা আছে নাকি ? (ঘর নীচু করিয়া) মা ই কি কম চোর নাকি, মেয়ের শিক্ষে কি আর আমনি হয়েচে ? বাড়ীীক্ষদ্ধ সব চোর অপমানে দুঃখে সৰ্ব্বজয়ার চোখে জল আসিল। সে ফিরিয়া দুর্গার রূক্ষ চুলের গোছা টানিয়া ধরিয়া ডাল-ভাত মাখা হাতেই দুড় দাড় করিয়া তাহার পিঠে কিলের উপর কিল ও চড়ের উপর চন্ড মারিতে মাগ্নিতে বলিতে লাগিল-আপদ বালাই একটা কোথেকে এসে জুটেছেম’লে আপদ চুকে যায়-ময়েও না যে বঁচি-হান্ড জুডোয়-বেরো বাড়ী থেকে, দূর হয়ে যা— अनेि cक्झ|- দুৰ্গা মারা খাইতে খাইতে ভয়ে খিড়িকী-দোয় দিয়া চুটিয়া বাহির হইয়া গেল। তাহার ছেড়া কক্ষ চুলের গোছা দু-এক গাছ সৰ্ব্বজয়ার হাতে থাকিয়া গেল। অপু থাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপার দেখিতেছিল। দিদি পুতির মালা চুরি করিয়া আনিয়াছিল। কিনা তাহা সে জানে না-পুতির মালাটা সে ইহার আগে কোনও দিন দেখে নাই-কিন্তু আমের গুটি যে চুরির জিনিস নয় তাহা সে নিজে জানে। কাল বৈকালে দিদি তাহাকে সঙ্গে করিয়া টুলুদের খাগানে আম কুড়াইতে গিয়াছিল এবং সোনামুখীর তলায় আমি ক’টা পড়িয়া ছিল, দিদি কুড়াইয়া লইল, সে জানে। কাল হইতে অনেকবায় দিদি বলিয়াছো-ও অপু, এবার সেই আমের গুটিগুলো জারাবো, কেমন তো ? ? কিন্তু মা অসুবিধাজনকভাবে বাড়ী উপস্থিত থাকার দরুণ উক্ত প্ৰস্তাব আর কাৰ্য্যে পরিণত করা সম্ভব হয় নাই। দিদির অত্যন্ত আশায় জিনিস অ্যামগুলো এভাবে লইয়া গেল, তাহার উপর আবার দিদি এরূপভাবে মারও শাইল। দিদির চুল ছিড়িয়া দেওয়ায় মায়ের উপর তাহার
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১০১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।