পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&S विट्रडि-ब्रष्मायनी দুৰ্গা আঁচল হইতে জিনিসটা খুলিয়া মায়ের হাতে দিয়া বলিল-দস্তাখো দিকি কি এটা মা ? সৰ্ব্বজয়া উটাইয়া পাণ্টাইয়া দেখিতে লাগিল। দুর্গ চুপিচুপি বলিলা-মা, এটা ঠিক शैgा-जम्न ि সৰ্ব্বজয়ারও হীয়ােক সম্বন্ধে ধারণা তাহাদেৱ অপেক্ষা বেশী স্পষ্ট নহে। সে সন্দিন্তু সুয়ে জিজ্ঞাসা করিল-তুই কি ক’রে জানালি হীরে ? দুৰ্গা বলিলা-মজুমদারের বড়লোক ছিল তো মা ? ওদের ভিটেন্ন জঙ্গলে কারা নাকি মোহর কুড়িয়ে পেয়েছিল-পিসি গল্প করতো। এটা একেবারে পুকুরের ধারে বনের মধ্যে পোতা ছিল, রোন্ধৱ লেগে চকুচক কছিল-এ ঠিক মাহীয়ে! সৰ্ব্বজয়া বলিল-আগে উনি আন্থন, ওঁকে দেখাই । দুৰ্গা বাহিরে উঠানে অ্যাসিয়া আহিলাদের সহিত ভাইকে বলিল-ইরে যদি হয়, তবে দেখিস আমরা বড় মানুষ হয়ে যাবো । অপুনা বুঝিয়া বোকার মত হি হি করিম হাসিল। ছেলেমেয়ে চলিয়া গেলে জিনিসটা বাহির করিয়া সৰ্বজমা ভাল করি যা দেখিতে লাগিল। গোলমত, ধারকাটা ও পলতোলা, এক মুখ দুচোলে-ধেন সিন্দুর কৌটার ঢাকৃদির উপরটা । বেশ চকচকে। সর্বজয়ার মনে হুইল যেন অনেক রকম য়ং সে ইহার মধ্যে দেখিতে পাইতেছে। তবে কাচ যে নগ্ন-ইহা ঠিক। এ রকম ধরণের কাচ সে কখনো দেখিয়াছে বলিয়া তো মনে হয় না । হঠাৎ তাহার সমন্ত গা দিয়া যেন কিসের শ্ৰোত বহিয়া গেল, তাহার মনের এক কোণে নানা সন্দেহের বাধা ঠেলিয়া একটা গাঢ় দুৱাশা ভয়ে ভয়ে একটু .િ মাৰিল-সত্যিই যদি হীৱে হয়, তা হোলে ? হীরক লম্বন্ধে তাহার ধারণাটা পরশপাথর কিংবা স্বাপের মাথার মণি জাতীয় ছিল । কাহিনীীয় কথা মাত্র, বাস্তব জগতে বড় একটা দেখা যায় না , আর যদি বা দেখা যায়, তবে দুনিয়ার ঐশ্বৰ্য্য বোধ হয় এক টুকরো হাঁয়ার বদলে পাওয়া যাইতে পারে। খানিকটা পরে একটা পুঁটুলি হাতে হরিহর বাড়ী ঢুকিল। BBD DBBDYTsS LLLBS SBB BsK LDSS SzL LLDL L L হরিহর হাতে লইয়া বলিল-কোথায় পেলে ? -দুৰ্গগা গড়ের পুকুরে পানিফল তুলতে গিয়েছিল, কুড়িয়ে পেয়েচে । কি বলে দিকি ? হরিহরী খানিকটা উল্টাইয়া পাণ্টাইয়া দেখিয়া বলিল-কাচ, না-হয় পাথর-টাথর হবেএতটুকু জিনিস, ঠিক বুঝতে শোৱটি নে। সৰ্ব্বজয়ার মনে একটুখানি ক্ষীণ আশায় রেখা দেখা দিল-কাচ হুইলেতোহান্ন স্বামী কি চিনিতে পান্বিত না ? পরে সে চুপিচুপি, যেন পাছে স্বামী বিরুদ্ধযুক্তি দেখায় এই ভয়ে বলিল-হীয়ে নয় তো ? দুৰ্গগা বলছিলো মজুমদার বাড়ীর গড়ে তো কত লোক কত কি কুড়িয়ে পেয়েচে । যদি হীয়ে হয় ? -হ্যা, হীরে যদি পুথিঘাটে পাওয়া যেতো। তবে আর ভাবনা কি ছিল? তুমিও যেমন!