পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t বিভূতি-রচনাবলী

অপু বলিল—দিদি, বিষ্টি যদি আর না থামে ?
হঠাৎ ঝটিকাক্ষুব্ধ অন্ধকার আকাশের এ-প্ৰান্ত হইতে লকলকে আলো জিহবা মেলিয়া বিদ্রূপের বিকট অট্টহাস্তের রোল তুলিয়া এক লহমায় ও-গ্রাজেয় দিকে ছুটিয়া গেল।
ক্কড়্-ক্কড়-কড়াৎ!
সঙ্গে সঙ্গে বাগানের মাথায় বৃষ্টির ধোঁয়ার রাশি চিরিয়া ফাড়িয়া উড়াইয়া, ভৈরবী প্ৰকৃতির উন্মত্ততায় মাঝখানে ধরা পড়া দুই অসহায় বালক-বালিকার চোখ ঝলসাইয়া, তীক্ষ্ণ নীল বিদ্যুৎ খেলিয়া গেল।
অপু ভয়ে চোখ বুজিল।
দুৰ্গা শুক গলায় উপরোয় দিকে চাহিয়া দেখিল-বাজ পড়িতেছে নাকি ?—গাছের মাথায় বন-ধুঁধুলের ফল দুলিতেছে।
সেই বড় লোহার ক্লািলটাকে আকাশের ওদিক হইতে কে যেন আবার এদিকে টানিয়া আনিতেছিল—
শীতে অপুর ঠক্‌ ঠক্‌ করিয়া দাতে দাঁত লাগিতেছিল-দুর্গা তাহাকে আরও কাছে টানিয়া আনিয়া শেষ আশ্রয়ের সাহসে বার বার দ্রুত আবৃত্তি করিতে লাগিল-নেবুর পাতায় করমচা হে বিষ্ট ধ’রে যা-নেকুৱা পাতায় করমচা হে বিষ্টি ধ’রে যা-নেযুর পাতায় করমচা-ভয়ে তাহার স্বর কাঁপিতেছিল।

সন্ধ্যা হইবার বেশী বিলম্ব নাই। ঝড়-বৃষ্টি খানিকক্ষণ খামিয়া গিয়াছে। সৰ্ব্বজয়া বাহিরের দরজায় দাড়াইয়া আছে। পথে জমিয়া যাওয়া বৃষ্টির জলের উপর ছপ ছপা শব্দ করিতে করিতে রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা পুকুরের ঘাটে যাইতেছিল। সৰ্ব্বজয়া জিজ্ঞাসা করিলই মা, দুৰ্গা আর অপুকে দেখেচিল। ওদিকে ?
আশালতা বলিল—না। খুড়ীমা, দেখিনি তো । কোথায় গিয়েচে ? তারপর হাসিয়া বলিল—কি ব্যাঙ-ডাকানি জল হয়ে গেল খুড়ীমা !
—সেই ঝড়ের আগে দুজনে বেরিয়েচে আম, কুড়োতে যাই ব’লে, আয় তো ফেরেনি- এই ঝড়-বিষ্ট গেল, সন্দে হোল, ও মা, কোথায় গেল। তবে ?
সৰ্ব্বজয়া উদ্বিগ্ন মনে বাড়ীর মধ্যে ফিরিয়া আসিল। কি কৱিবে ভাবিতেছে এমন সময় খিড়কীর দরজা ঠেলিয়া খুলিয়া আপাদমস্তক সিক্ত অবস্থায় দুৰ্গা আগে আগে একটা ঝুনা নারিকেল হাতে ও পিছনে পিছনে অপু একটা নারিকেলের বাগলো টানিয়া লইয়া বাড়ী ঢুকিল। সৰ্ব্বজয়ী তাড়াতাড়ি ছেলে-মেয়ের কাছে গিয়া বলিল-ওমা আমার কি হবে! ভিজে যে সব একেবারে পান্ত ভাত হাইচিন্‌! কোথায় ছিলি বিষ্টির সময় ? ছেলেকে কাছে আনিয়া মাথায় হাত দিয়া বলিল-ওম, মাথাটা ষে ভিজে একেবারে জুবড়ি। পরে আন্ডলাদের সহিত বলিল-নারকেল কোথা পেলি রে দুর্গা ?
অপু ও দুর্গা দুজনেই চাপা কণ্ঠে বলিল—চুপ চুপ মা—সেজজেঠিমা বাগানে যাচ্ছে—এই