विष्ट्राँड-ब्रष्नांवगैी ভোহায় বাবা বলিল-ঐ ভাখো খোকা, রেলের রাস্তাঅপু এককোঁড়ে ফটক পায় হইয়া রাস্তার উপর আসিয়া উঠিল। পরে সে রেলপথের দুইদিকে বিস্ময়ের চোখে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। দুইটা লোহা বরাবর পাতা কেন ? উহায় উপাৱ দিয়া রেলগাড়ী যায় ? কেন ? মাটির উপর দিয়া না গিয়া লোহার উপর দিয়া • বায় কেন ? পিছলাইয়া পিডিয়া যায় না ? কেন ? ওগুলোকে তায় বলে ? তাহার মধ্যে লো সেঁ কিলের শব্দ ? তারে খবর বাইতেছে? কাহাৱা খবর দিতেছে ? কি করিয়া খবর দেয় ? ওদিকে কি ইষ্টিশান ? এদিকে কি ইষ্টশান ? সে বলিল-বাবা, রেলগাভী কখন আসবে ? আমি রেলগাড়ী দেখবো বাবা * --রেলগাড়ী এখন কি ক’রে দেখবে ?••••••সেই দুপুরেব সময় রেলগাভী আসবে, এখনও দু’ঘণ্টা দেরি । -ত হোক বাবা, আমি দেখে যাবে, আমি কখখনো দেখিনি-হঁ্যা বাবা-ও রকম কোরো না, ঐ জন্যে তোমায় কোথাও আনতে চাইনো-এখন কি ক’রে দেখবে ? সেই দুপুত্র একটা অবধি বসে থাকতে হবে তা হলে এই ঠােয় রোহ্মরে, চল আসবার দিন 6वां । অপুকে অবশেষে জল-ভরা চোখে বাবার পিছনে পিছনে অগ্রসর হইতে হইল। তুমি চলিয়া যাইতেছি।--তুমি কিছুই জানো না, পথের ধারে তোমার চোখে কি পড়তে পায়ে, তোমার ড্রাগয় নবীন চোখ বিশ্বগ্রাসী ক্ষুধায় চারিদিককে গিলিতে গিলিতে চলিয়াছেনিজেয় আনন্দের এ হিসাবে তুমিও একজন দেশ-আবিষ্কারক। অচেনার আনন্দকে পাইতে হইলে পৃথিবী ঘুরিয়া বেড়াইতে হইবে, তাহার মানে নাই। আমি যেখানে আব্ব কখনো যাই নাই, আজ নতুন পা দিলাম, যে নদীর জলে নতুন স্নান করিলাম, যে গ্রামের হাওয়ায় শরীর জুড়াইল, আমার আগে সেখানে কেহ আসিয়াছিল। কিনা, তাহাতে আমার কি আসে যায় ? আমার অনুভূতিতে তাহা যে অনাবিষ্কৃত দেশ। আমি আজ সর্বপ্রথম মন, বুদ্ধি, হৃদয় দিয়া উহার নবীনতাকে আন্ধাদ করিলাম ষে । LBBBY SS B LDDD SYSKSJS00L BD S BDLDK B SBB কাটিতেছে, ছাগল বঁধিতেছে, মুরাগীকে ভাত খাওয়াইতেছে, বড় লোকেরা পাট শুকাইতেছে, বঁাশ কাটিতেছে-দেখিতে দেখিতে গা পিছনে ছাডিয়া একেবাৱে বাইরের মাঠ-rবিলে জল থৈ থৈ করিতেছে---উড়ি ধানের ক্ষেতে বক বসিয়া আছে।--নাল ফুলের পাতা ও ফুটন্তু ফুলে C F1 || খালসোমারির বিলেঞ্চ প্ৰান্তে ধন সবুজ আউশ ধানের ক্ষেতের উপরকার বৃষ্টি-ধৌত, তাত্রের আকাশের সুনীল প্রসার। সারা চক্রবাল জুডিয়া সুৰ্য্যাস্তের অপরূপ বর্ণািচ্ছষ্টা, বিচিত্র রং-এর মেঘের পাহাড়, মেঘের দ্বীপ, মেঘের সমুদ্র, মেঘের স্বপ্নপুরী-খোলা আকাশের সহিত এরকম পরিচয় তাহার এতদিন হয় নাই, মাঠের পারের দুরের দেশটা এবার তাঁহার রহস্য-অবগুণ্ঠন খুলিল আট বছরের ছেলেটিক্স কাছে।
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।