yat বিভূতি-রচনাবলী DD S S DDB L BELBBDB BBSz D DKSYSD EDD DSS BBB DDBD LBB BDB cNers vsj বাল! চক্ষের পলকে-সব আছে, আমি আছি তুমি আছ—সেই তাহার মা কঁঠালবীচি ঘুইতেছে-কিন্তু অপু কোথায় ? সে যেন কপূরের মত উবিয়া গেল! কেবল ঠিক সেই সময়ে দুৰ্গা বাড়ী ঢুকিতে দরজার কাছে তাহাকে পাশ কাটাইয়া ঝড়ের বেগে বাহির হইয়া ধাইতে দেখিয়া বিস্থিত নুয়ে তাকিয়া বলিল-ও অপু, কোথায় যাচ্ছিস আমন কয়ে, কি হয়েচে, ও অপু শোন তাহায় মা বলিল-জানিনে আমি, যত সব অনাচ্ছিষ্ট কাণ্ড বাপু তোমাদেয়, হাড় মাস কালি হয়ে গেল।--কি এক পথের মাঝখানে টাঞ্জিয়ে রেখেচে, আসছি, ছিড়ে গেল।--তা এখন কি হবে ? আমি কি ইচ্ছে ক’রে ছিাড়িচি ? তাই ছেলের রাগ-আমি ভাত খাবো না-না খাল বা, ভাত খেয়ে সব একেবারে স্বগগে ঘণ্টা দেবে কিনা তোমরা ? মাতাপুত্রের এরূপ অভিমানের পালায় দুর্গাকেই মধ্যস্থ হইতে হয়-সে। অনেক ডাকাডাকির পরে বেলা দুইটার সময় ভাইকে খুজিয়া বাহির করিল। সে শুল্কমুখে উদাসীনয়নে ও পাড়ার পথে রায়েদের বাগানে পড়ন্ত আমগাছের গুড়ির উপর বসিয়া ছিল। বৈকালে যদি কেহ আপুদের বাড়ী আসিয়া তাহাকে দেখিত তবে সে কখনই মনে করিতে পারিত না যে, এ সেই অপু-ধ্যে আজ সকালে মায়ের উপর অভিমান করিয়া দেশত্যাগী হুইয়াছিল। উঠানের এ-প্ৰাপ্ত হইতে শু-প্ৰান্ত পৰ্যন্ত তার টাঙানো হইয়া গিয়াছে। অপু বিস্ময়ের সহিত চাহিয়া চাহিয়া দেখিতেছিল, কিছুই বাকী নাই, ঠিক যেন একেবারে সত্যিকার রেলরাস্তাৱ তৱ । সে সতুদের বাড়ী গিয়া বলিল-স্তুদা, আমি টেলিগিরাপের তার টাঙিয়ে রেখেচি আমাদের ৰাষ্ট্ৰীয় উঠানে, চল রোল-রেল খেলা করি।--আসবে ? --তারকে টাঙিয়ে দিলে য়ে ? - vff fra Giffaq | ff qufs sata fiksসতু বলিল-তুই খেলগে যা, আমি এখন যেতে পারবো নাঅপু মনে মনে বুঝিল, বস্তু ছেলেদের ভাকিয়া দল র্বাধিয়া খেলার যোগাড় করা তাহার কৰ্ম্ম নয়। কে তাহার কথা শুনিবে? তবুও আর একবার সে সাতুর কাছে গেল। নিরাশ মুখে রোয়াকের কোণটা ধরিয়া নিরুৎসাহুিভাবে বলিল-চল না। সন্তুদা, যাবে? তুমি আমি আর দিদি খেলবো এখন ? পরে সে প্রলোতিনজনক ভাবে বলিল-আমি টিকিটের অঙ্গে এতগুলো বাতাবী নেবুর পাতা তুলে এনে রেখেচি। সে হাত ফাক করিয়া পরিমাণ দেখাইল -যাবে ? সতু আসিতে চাহিল না। অপু বাহিরে বড় মুখ্য-চোৱা, সে আর কিছু না ঘলিয়া বাষ্ঠী ফিরিয়া গেল। দুঃখে তার চোখে প্ৰায় জল আসিতেছিল-এত করিয়া বলিতেও সাতুম্বা 可闲团! .
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।