পথের পাঁচালী b"為 DD BBB G S LBDB S SYYB BB S Ogu D BBBDDB বঁধিয়া জিনিসপত্রের যোগাড়ে বাহির হুইল । দুৰ্গা বনজঙ্গলে উৎপন্ন প্রব্যের সন্ধান বেশী রাখে-দুজনে মিলিয়া নোনাপাতায় পান, মেটেআলু, ফলের আলু, রাধালতা ফুলের মাছ, তেলাকুচায় পটল, চিচ্চিড়ের বরবটি, মাটির ঢেলার সৈন্ধব লবণ-আরও কত কি সংগ্ৰহ করিয়া আসিয়া দোকান সাজাইতে বড় লেলা করিয়া ফেলিল। অপু বলিল-চিনি কিসের কাবুবি রে দিদি ? দুৰ্গা বলিল-বাঁশতলার পথে সেই চিৰিটায় ভাল বালি আছে-মা চাল-ভাঙ্গা ভাজবার জন্ত্রে আনে! সেই বালি চল আনি গে—সাদা চকু চকু করছে—ঠিক একেবারে চিনি বঁাশবনে চিনি খুজিতে খুজিতে তাহারা পথের ধারের বনের মধ্যে ঢুকিল। খুব উচু একটা কন, চটকা গাছের আগ ভালে একটা বন্ড লতার ঘন সবুজ আড়ালে, টুকটুকে রাঙা, বড়বড় সুগোল কি ফল দুলিতেছে! অপু ও দুর্গা দুজনেই দেখিয়া অবাক হইয়া গেল। অনেক চেষ্টায় গোটা কয়েক ফল নীচের দিকে লতার খানিকটা অংশ ছিড়িয়া তলায় পড়িতেই মহা আনন্দে দুজনে একসঙ্গে ছুটিয়া গিয়া সেগুলিকে মাটি হইতে তুলিয়া লইল । পাকা ফছল মোটে তিনটি। প্ৰধানত বিপণি-সজার উদ্দেশ্যেই তাহা দোকানো এরূপ ভাবে রক্ষিত হইল যে, খরিদার আসিলে প্রথমেই যেন নজরে পড়ে । পুৱাদমে বেচাকেনা আরম্ভ হইয়া গেল। দুৰ্গা নিজেই পান। কিনিয়া দোকানের পান প্ৰায় ফুরাইয়া ফেলিল। খেলা খানিকটা অগ্রসর হইয়াছে এমন সময় সদর দরজা দিয়া সাতুকে ঢুকিতে দেখিয়া অপু মহা আনন্দে তাহাকে আগাইয়া আনিতে দৌড়িয়া গেল—ও স্তুদা, স্থাখো না কি রকম দোকান হয়েচে, কেমন ফল দ্যাখো । আমি আর দিদি পেড়ে আনলাম-কি ফল বলেfাদিকি ? জানো ? সতু বলিল—ও তো মাকাল ফল—আমাদের বাগানে ক-ত ছিল! স্তু আসিতে অপু যেন কৃতাৰ্থ হইয়া গেল। সত্যুদা তাহাদের বাড়ীতে তো বড় একটা আসে না”—তা ছাড়া সত্যুদা বড় ছেলেদের দলের চাই। সে আসাতে খেলার ছেলেমানুষিটুকু ঘেনে ঘুচিয়া গেল । অনেকক্ষণ পুৱা মরসুমে খেলা চলিবার পর দুর্গা বলিল-ভাই আমাকে দুমণ চাল দাও, খুব সরু, কাল আমার পুতুলের বিয়ের পাকা দেখা, অনেক লোক থাবে সতু বলিল-আমাদের বুঝি নেমস্তম, না ? দুৰ্গা মাথা দুলাইয়া বলিল-না বৈ কি ! তোমরা তো হোলে কনে-যাত্রী-কাল সকালে এসে নকুতে ক’রে নিয়ে যাবে-সতুদ রাণুকে বলবে আজ রাত্তিরে যেন একটু চন্দন বোেট রাখে। কাল সকালে নিয়ে আসবে।-- দুৰ্গার কথা ভাল করিয়া শেষ হয় নাই এমন সময় সন্তু দোকানে বিক্রয়ার্থ রক্ষিত পণ্যের মধ্য হইতে কি-একটা তুলিয়া লইয়া হঠাৎ দৌড় দিয়া দরজার দিকে ছুটিল-সঙ্গে সঙ্গে অপুও, ওয়ে দিদিয়ে-নিয়ে গেল রে-বলিয়া তাহার দ্বিনিরিনে তীব্র মিষ্টগলায় চীৎকার করিতে করিতে তাহার পিছনে পিছনে চুটিল। বিস্মিত দুৰ্গা ভাল করিয়া ব্যাপারটা কি বুঝিবার আগেই সন্তু ও অপু দৌড়াইয়া দরজার
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।