পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

39 fགེ་སྡུའི་ཚེ་ལྟ་མiག་༽ বাহির হুইয়া চলিয়া গেল। সঙ্গে সঙ্গে খেলাঘরের দিকে চোখ পত্তিতেই দুৰ্গা দেখিল সেই পাকা থাকাল ফল তিনটির একটিও নাই !-- দুৰ্গা একছুটে দরজার কাছে আসিয়া দেখিল সাতু গাবতলার পথে আগে আগে ও অপু ত্যাহা হুইতে অল্প নিকটে পিছু পিছু ছুটিতেছে। সাতুর বয়স অপুর চেয়ে তিন চার বৎসরের বেশী, তাহা ছাড়া সে অপুর মত ওরকম ছিপছিপে মেয়েলি গড়নের ছেলে নয়।--বেশ জোৱালো হাতপা-ওয়ালা ও শক্তি-তাহার সহিত জুটিয়া অপুত্ব পারিবার কথা নহে-তবুও যে সে ধরি-ধারি করিয়া তুলিয়াছে, তাহার একমাত্র কারণ এই যে, সন্তু ছুটিতেছে। পরের দ্রব্য আত্মসাৎ করিয়া এবং অপু ছুটিতেছে প্ৰাণের দায়ে। হঠাৎ দুৰ্গা দেখিল যে সন্তু ছুটিতে ছুটিতে পথে একবারটি যেন নীচু হইয়া পিছনে ফিরিয়া চাহিল-সঙ্গে সঙ্গে অপুও হঠাৎ দাড়াইয়া পড়িল—সতু ততক্ষণ ছুটিয়া দৃষ্টির বাহির হইয চালাতে তলার পথে গিরা পডিয়াছে। দুৰ্গা ততক্ষণে দৌড়িয়া গিয়া অপুর কাছে পৌছিল। অপু একদম চোখ বুজিয়া একটু সামনের দিকে নীচু হইয়া ঝুঁকিয়া দুই হাতে চোখ বুগডাইতেছে—দুৰ্গা বলিল-কি হয়েচে রে। অপু ? অপু ভাল করিয়া চোখ না। চাহিয়াই যন্ত্রণার সুরে দু’হাত দিয়া চোখ রাগড়াইতে ঝগড়াইতে বলিল-সতুদ চোখে ধুলো ছুড়ে মেরেচে দিদি-চোখে কিছু দেখতে পাচ্ছি না রে— দুৰ্গা তাড়াতাড়ি অপুৱা হাত নামাইযা বলিল—সবু-সন্ধু দেখি-ওরকম ক’রে চোখ রাগড়াস ca, cf. - శా. অপু তখনি দু’হাত আবার চোখে উঠাই যা আকুল সুরে বলিল—উছ ও দিদি-চোখের মধ্যে DD BDDY L DD EBD Buu YJS --দেখি দেখি ওরকম করে চোখে হাত দিস্নে—সবৃ-পরে সে কাপড়ে ফু পাডিযা চোখে ভাপ দিতে লাগিল। কিছু পরে একটু একটু চোখ মেলিয়া চাহিতে লাগিল—দুৰ্গা তাহাব চোখের পাতা তুলিয়া অনেকবার ফু দিয়া বলিল-এখন বেশ দেখতে পাচ্ছিল?--আচ্ছা তুই বাড়ী যা --আমি ওদের বাজী গিয়ে ওর মাকে আর ঠাকৃমাকে সব ব’লে দিয়ে আসচি—রাণুকেও বলবো —আচ্ছা দুষ্ট ছেলে তো-তুই যা আমি আসছি। এখখনি রাণুদের খিড়কি দরজা পৰ্যন্ত অগ্রসর হইয়া দুৰ্গা কিন্তু আর ঘাইতে সাহস করিল না। সেঙ্গঠাকুরুণকে সে ভয় করে। খানিকক্ষণ খিড়কির কাছে দাড়াইয়া ইতস্ততঃ করিয়া সে বাউী ফিরিল। সদর দরজা দিয়া ঢুকিযা সে দেখিল অপু দরজার বাম ধায়ের কবাটখানি একটুখানি সাম্নে ঠেলিয়া দিয়া তাঁহারই আণ্ডালে দাড়াইয়া নিঃশব্দে কঁদিতেছে। সে ছিচক্টোদুনে ছেলে নয়, বড় কিছুতেই সে কখনো কঁদে না-রাগ করে, অভিমান করে বটে, কিন্তু কঁদে না । দুৰ্গা বুবিল আজ তাহার অত্যন্ত দুঃখ হইয়াছে, অত সাধের ফলগুলি গেল।--তাহা ছাড়া আবার চোখে ধূলা দিয়া এরূপ অপমান করিল! অপুত্ব কান্না সে সন্থা করিতে পারে না।--তাহার বুকের 電可G薄事芮GU爾平賓世