পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*धब्र औफ़ांजी কাগজপত্রাদি সৱাঁইয়া ফেলিতে হুইয়াছে। নীচের যে ঘৱে পালিত-পাড়া হইতে সন্তাদৱে কেনা কড়িৰয়গা রক্ষিত ছিল, সে স্বয়ণ্ড শীঘ্ৰ ছাড়িয়া দিতে হুইবে । বৈঁকালবেলা। অন্নদা স্নায়ের চণ্ডীমণ্ডপে পাড়ার কয়েকটি লোক আসিয়াছেন- এই সময়েই পাশা খেলার মজলিস বসে। কিন্তু অন্য এখনও কাজ মেটে নাই। অন্নদা স্নায় একে একে সমাগত খাতক-পত্ৰ বিদায় করিতেছিলেন। উঠানের রোয়াকের ঠিক নীচেই এক অল্পবয়সী কৃষকবধু একটা ছোট ছেলে সঙ্গে লইয়া অনেকক্ষণ হইতে ঘোমটা দিয়া বসিয়াছিল, সে এইবার তাহার পালা আসিয়াছে ভাবিয়া উঠিয়া দাড়াইল। রায় মহাশয় মাথা সামনে একটু নীচু করিয়া চশমার উপর হইতে তাহার দিকে চাহিয়া বশিলেন-কে ? তোয় আবার কি ? ? কৃষক-বন্ধুটি আঁচলের খুটি খুলিতে খুলিতে নিম্নকণ্ঠে বলিল-মুই কিছু টাকার যোগাড় করিটি অনেক কষ্ট্রে, মোর টাকাড়া নেন।--আর গোলাৱ চাবীটা খুলে স্থান, বড় কষ্ট যাচ্ছে মানিব ঠাকুয়, সে আর কি বলবো।-- অন্নদা রায়ের মুখ প্ৰসন্ন হইল, বলিলেন-হরি, নেও তো ওর টাকাটা গুণে।। খাতাখানায় দেখো ভারিখটি স্থােটা আর একবার হিসেব ক'রে দেখো কৃষক-বধু আঁচলের খুঁট হইতে টাকা বাহির করিয়া হরিহরের সম্মুখে রোয়াকেৱ ধারে রাখিয়া দিল । হরিহর গুণিয়া বলিল-পাঁচ টাকা ? রায় মহাশয় বলিলেন-আচ্ছা—জমা ক’রে নাও-তার পর আর টাকা কৈ ? --ওই এখন ন্যান, তারপর দোক-—মুই গতার খাটিয়ে—শোধ ক’রে তোলবো ; এখন ওই নিয়ে মোয় গোলার চাবীভা খুলে স্থান, মোর মাতোরে দুটো খেইয়ে তো আগে বঁচাই, তার পর ঘৱদোয় ফুটে হয়ে গিয়েছে, সে না হয়- । এমন নিরুদ্বেগে কথা বলিতেছিল যেন গোলার চাবী তাহার করতলগত হুইয়া গিয়াছে। ৱায় মহাশয়কে চিনিতে তাহৱে বিলম্ব ছিল । KtB DBBB BDBB BBB BBB D D BBBYYSTsSDB E E DDDB BBB S চল্লিশ টাকার কাছাকাছি হদে আসলে বাকি-পাচ টাকা এনিচি, নিয়ে গোলা খুলে স্থান, ছোট লোকের কাণ্ডই আলাদা-যা এখন দুপুর বেল দিক করিস নৌ কৃষক-বন্ধু চণ্ডীমণ্ডপের অঙ্গ কাহারও অপরিচিত নহে, দীনু ভট্টাচার্ষ্যি চােখে ভাল দেখিতেন না, বলিলেন-কে ও অন্নদা ? -ওই ওপাড়ার তমুরেজের বৌ-দিন চারেক হোল তমুরেজ না মারা গিয়েচে ? স্বদে আসলে চল্লিশ টাকা বাকী, তাই মরবার দিনই বিকেল থেকে গোলায় চাৰী দিয়ে রেখেছি, এখন ciणा भूजियम छांम-cश्न कश्म-cउन क्न পায়ের তলা হইতে মাটি সরিয়া গেলেও তমুরেজের বৌ অতি চমকিয়া উঠিত না-সে ব্যাপার এখন অনেকটা বুবিল, আগাইয়া আসিয়া বলিল-ওকথা বলবেন না। মনিৰ ঠাকুর, মোর খোকার qDuYL DDBB BBBS LLL BBBB BBD BBSS DB sBL BDBBDB GDD DD