পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y 8 विकृडि-ब्रानांवजी পানকৌড়ি পানকৌড়ি, ভাঙায় ওঠে।াসে- ** গোকুলের বউ খানিকক্ষণ পানকৌড়িটার দিকে চাহিয়া রহিল। মায়ের মুখ মনে পড়ে। সংসারে আর কেহ নাই যে, মুখের দিকে চায়। মায়ের কি মরিবার বয়স হইয়াছিল ? গরীব পিতৃকুলে কেবল এক গাঁজাখোয় ভাই আছে, সে কোথায় কখন থাকে-তায় ঠিকানা নাই। গত বৎসর পুজার সময় এখানে আসিয়া চার দিন ছিল। সে লুকাইয়া লুকাইয়া ভাইকে নিজের বাল্প হইতে বাহা সামান্য কিছু পুজি-সিকিটা দুয়ানিটা বাহির করিয়া দিত। পরে একদিন সে হঠাৎ এখােন হইতে উধাও হয়। চলিয়া গেলে প্ৰকাশ পাইল যে, এক কাবুলি আলোয়ান-বিক্রেতায় নিকট একখানি আলোয়ান ধাৱে কিনিয়া তাহার খাতায় ভগ্নীপতির নাম লিখাইয়া দিয়াছে। তাহা লইয়া অনেক হৈ চৈ হুইল। পিতৃকুলের অনেক সমালোচনা, অনেক অপমান! ভাইটির সেই হইতে আর কোন সন্ধান নাই । নিঃসহায় ছন্নছাড়া ভাইটার জন্য সন্ধাবোলা কাজের ফঁাকে মনটা হু-হু করে। নির্জন মাঠোৱ পথের দিকে চাহিয়া মনে হয়, গৃহহারা পথিক ভাইট হয়তো দূরের কোন জনহীন আঁধার মেঠোপথ বহিয়া একা কোথায় চলিয়াছে, রাত্রে মাথা গুজিবার স্থান নাই, মুখের দিকে চাহিবার ८कोiना बाश्य नाऐ ।“ বুকের মধ্যে উদ্বেল হইয়া উঠে, চোখের জলে ছায়াড়রা নদীর জল, মাঠ, ঘাট, ওপারের শিমূল গাছটা, বীকের মোড়ে বড় নৌকাখানা-সব ঝাপসা হইয়া আসে। অষ্টাদশ পরিচ্ছেদ অপু সেদিন জেলেপাড়ায় কড়ি খেলিতে গিয়াছিল। বেলা দুইটা বা আড়াইটার কম নয়, রৌদ্র অত্যন্ত প্রখর । প্ৰথমে সে তিনকড়ি জেলের বাড়ি গেল। তিনকডিয়া ছেলে বঙ্কা পেয়ান্ধাতলায় ৰাখায়ী টাচিতেছিল; অপু বলিল-এই, কড়ি খেলবি ? খেলিবার ইচ্ছা থাকিলেও বন্ধ বলিল তাহাকে এখনি নৌকায় মাইতে হুইবে, খেলা করিতে গেলে বাবা বকিবে । সেখান হইতে সে গেল রামচরণ জেলের বাড়ী। রামচরণ দাওয়ায় বসিয়া তামাক খাইতেছিল; অপু বলিল --জয় বাড়ী আছে? রামচরণ বলিল-হৃদয়কে কেন ঠাকুর ? কড়ি খেলা বুঝি। এখন যাও, হাঙ্গে বাড়ী নেই। ঠিক-দুপুর বেলায় ঘূরিয়া অপুর মুখ স্বাঙা হুইয়া গেল। আরও কয়েক স্থানে বিফলমনোরাথ হুইয়া ঘুরিতে ঘূৰিতে বাবুরাম পাড়ুইয়ের বাড়ীর নিকটবৰ্ত্ত তেঁতুলতলায় কাছে আসিয়া তার মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। তেঁতুলতলায় কড়িখেলার আডা খুব জমিয়াছে। সকলেই জেলেপাড়ার ছেলে, কেবল ব্ৰাহ্মণ-পাড়ার ছেলের মধ্যে আছে। পটু। অপুর সঙ্গে পটুর তেমন আলাপ নাই, কারণ পটুর ষে পাড়ায় বাড়ী, অপু-দর বাড়ি হইতে তাহা অনেক দুর। অপুত্র চেয়ে বয়সে পটু কিছু ছোট; অপুর মনে আছে, প্ৰথম যেদিন সে প্ৰসন্ন গুরু-মশায়ের পাঠ