per gbps Y শালায় ভৰ্ত্তি হইতে যায়, সেদিন এই ছেলেটিকেই সে শান্তভাবে বসিয়া তালপাতা মুখে পুরিয়া চিবাইতে দেখিয়াছিল।--অপু তাঁহার কাছে গিয়া বলিল-কটা কড়ি ?--পটু কড়ির গেজে বাহির করিয়া দেখাইল। রাঙা সূতার বুলানি ছোট গেজেট-তাহার অত্যন্ত শখের জিনিস। বলিল, সতেরোটা এনেছি-সাতটা সোনা-গোেট ; হেরে গেলে আরও আনবো।--পরে সে গেজেটা দেখাইয়া হাসিমুখে কহিল-কেমন দেখছিস ? গেজেটায় একপণ কড়ি ধরে। খেলা আয়ন্ত হইল। প্রথমটা পটু হারিতেছিল, পরে জিতিতে সুরু করিল । কয়েকদিন মাত্র আগে পট আবিষ্কার করিয়াছে যে, কড়ি-খেলায় তাহার হাতের লক্ষ্য অব্যৰ্থ হইয়া উঠিয়াছে; সেইজন্যই সে দিগ্বিজয়ের উচ্চাশায় প্রসুব্ধ হইয়া। এতদূর আসিয়াছিল। খেলার নিয়মানুসারে পটু উপায় হইতে টুকু করিয়া বড় কড়ি দিয়া তাকৃ ঠিক করিয়া মারিতেই যেমন একটা কড়ি বেঁা করিয়া ঘুরিতে ঘুরিতে ঘর হইতে বাহির হইয়া যায়, অমনি পটুৱ মুখ অসীম আহিলাদে উজ্জ্বল হইয়া উঠে। পরে সে জিতিয়া-পাওয়া কড়িগুলি তুলিয়া গেজের মধ্যে পুরিয়া লোতে ও আনন্দে বায় বায় গেজেটির দিকে চাহিয়া দেখে, সেটা ভক্তি হইতে আর কত বাকী ! কয়েকজন জেলের ছেলে কি পরামর্শ করিল। একজন পটুকে বলিল-আর এক হাত তফাৎ থেকে তোমােয় মারতে হবে ঠাকুর, তোমার হাতে টিপ বেশী !! পটু বলিল-বা রে, তা কেন, টিপ বেশী থাকাটা দোষ বুকি ? তোমরাও জেত না, আমি তো। কাউকে বাস্ত্ৰণ করিনি । পরে সে চারিদিকে চাহিয়া দেখিল, জেলের ছেলেরা সব একদিকে হইয়াছে। পটু ভাবিল -এত বেশী কড়ি আমি কোনদিন জিতি নি, আজ আর খেলচি নে-খেল্পে কি আর এই কড়ি নিয়ে যেতে পারবো ? আবার একহাত বাধ বেশী ! সব হেরে যাব।•••হঠাৎ সে কড়ির ছোট্ট থলিটি হাতে লইয়া বলিল-আমি একহাত বেশী নিয়ে খেলবো না, আমি বাড়ী যাচ্ছি।-- পরে জেলের ছেলেদের ভাবভঙ্গী ও চোখের নিষ্ঠুর দৃষ্টি দেখিয়া সে নিজের অজ্ঞাতসারে নিজেয়” কড়ির থলিটি শক্ত মুঠায় চাপিয়া ব্ৰাখিল। একজন আগাইযা আসিয়া বলিল-তা হবে না ঠাকুর, কড়ি জিতে পালাবে বুঝি ?৭-সঙ্গে সঙ্গে সে হঠাৎ পিটুর খলিম্বন্ধ হাতটা চাপিয়া ধরিল। পটু ছাডাইয লাইতে গেল, কিন্তু জোরে পারিল না, বিষগ্ৰমুখে বলিল-বা যে, ছেড়ে দাও না। আমার হাত -পিছন হইতে কে একজন তাহাকে ঠেলা মারিল ; সে পড়িয়া গেল বটে, কিন্তু কড়ির থলি ছাড়িল না। সে বুঝিয়াছে এইটিই কাড়িবার জন্য ইহাদের চেষ্টা! পিডিয়া গিয়া সে প্ৰাণপণে থলিটা পেটের কাছে চাপিয়া রাখিতে গেল ; কিন্তু একে সে ছেলেমানুষ, তাহাতে গায়ের জোরও কম, জেলেপাড়ায় বলিষ্ঠ ও তাহার চেয়ে বয়সে বড় ছেলেদের সঙ্গে কতক্ষণ যুঝিতে পরিবে! হাত হইতে কড়ির থলিটি অনেকক্ষণ কোন ধারে ছিটকাইয়া পডিয়াছিল-কড়িগুলি চারিধারে ছত্রাকার CII অপু প্ৰথমটা পটুর দুর্দশায় খুশী না হইয়াছিল তাঁহা নহে, কারণ সে-ও অনেক কড়ি হারিয়াছে। কিন্তু পাটকে পড়িয়া যাইতে দেখিয়া, বিশেষ করিয়া তাহাকে অসহায়ভাবে
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।