Ayo বিভূতি-রচনাবলী লুকাইয়া পড়িতে পড়িতে এই বইখানিতেই একদিন সে পড়িল বড় অদ্ভুত কথাটা ! হঠাৎ অনিলে মানুষ আশ্চৰ্য্য হইয়া যায় বটে-কিন্তু ছাপার অক্ষরে বইখানার মধ্যে এ কথা লেখা আছে, সে পড়িয়া দেখিল। পারদের গুণ বৰ্ণনা করিতে করিতে লেখক লিখিয়াছেন,-শকুনির ডিমের মধ্যে পারদ পুবিয়া কয়েকদিন রৌত্রে রাখিতে হয়, পরে সেই ডিম মূখের ভিতর গুৰিয মানুষ ইচ্ছা করিলে শূন্যমার্গে বিচরণ করিবার ক্ষমতা প্ৰাপ্ত হয়। অপু নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না,-আবােব পড়িলা-আবার পড়িল । পরে নিজের ভালাভাঙা বাক্সটার মধ্যে বইখানা লুকাইয়া রাখিয়া বাহিরে গিয়া কথাটা তাবিতে ভাবিতে সে অবাক হইয়া গেল। দিদিকে জিজ্ঞাসা করে-শকুনিরা বাসা বঁধে কোথায় জানিস দিদি ? তাহার দিদি বলিতে পারে না। সে পাডার ছেলেদের—সতু, নীলু, কিন্স, পটল, নেভাসকলকে জিজ্ঞাসা করে। কেউ বলে সে এখানে নয়, উত্তর মাঠে উচু গাছের মাথায । তাহার মা বকে—এই দুপুরবেলা কোথায় ঘুরে বেড়াস্। অপু ঘরে ঢুকিযা শুইবার ভান করে, বইখানা ধুলিযা সেই জায়গাটা আবার পন্ডিয়া দেখে-আশ্চৰ্য্য। এত সহজে উড়িবার উপায়টা কেউ জানে না ? হয়তো এই বইখানা আর কাহারো বাড়ী নাই, শুধু তাহার বাবারই আছে ; হয়তো এই জায়গাটা আর কেহ পিডিয়া দেখে নাই, শুধু তাহারই চোখে পডিয়াছে এতদিনে । বইখানার মধ্যে মুখ গুজিয়া আবার সে আত্মাণ লয়—সেই পুরানো পুরানো গন্ধটা ! এই বইয়ে যাহা লেখা আছে, তাহার সত্যতা সম্বন্ধে তাহার মনে আর কোন অবিশ্বাস থাকে না। পারদের জন্তু ভাবনা নাই-পারদ মানে পারা সে জানে ; আয়নার পেছনে পারা মাখানো থাকে, একখানা ভাঙা আয়না বাড়ীতে আছে, উহা যোগাণ্ড করিতে পরিবে এখন। কিন্তু শকুনির তিমি এখন সে কোথায় পায় ? দুপুরে খাওয়া-দাওয়ার পরে এক একদিন তাহার দিদি তাকে-আয় শোন অপু, মজা দেখবি আয়। - পরে সে একমুঠা পাতের ভাত বইয়া বাড়ীর খিড়কিদোরের বাঁশবাগানে গিয়া হাক দেয়-আয় ভুলো।--তু-উ-উ-উ । ডাক দিয়াই দুৰ্গা ভাইয়ের দিকে হাসি হাসি মুখে চুপ করিয়া থাকে, যেন কি অপূৰ্ব্ব য়হস্তপুরীর দুয়ার এখনই তাঁহাদের চোখের সামনে খুলিয়া যায়। হঠাৎ কোথা হইতে কুকুরটা আসিয়া পড়িতেই দুৰ্গা হাত তুলিয়া বলিয়া উঠে-ওই এসেচে। কোথেকে এলো দেখলি ?-খুশিতে সে হিহি। করিয়া হাসে। রোজ রোজ এই কুকুরকে ভাত খাওয়ানোর ব্যাপারে দুর্গার আমোদ হয়। ভারী।--তুমি DB BDLS BBB BBBLLg gBS BBtBDB Bu S uDD DuuD BDDBD Dg t LLDD DDDD থাকে; আশা ও কৌতুহলের ব্যাকুলতায় বুকের মধ্যে চিপ টিপ করে ; মনে মনে ভাবেআজ ভুলো আসবে না বোধ হয, দেখি দিকি কোথেকে আসে। আজ কি আর শুনতে cwcis CR ||- vër vërtet arti të veç8--
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/১৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।