**द्ध *5ांडी ❖§ዓ ইতিমধ্যে একদিন পথে দুর্গার সঙ্গে গোকুলের বউয়ের দেখা হইল। সে চুপি চুপি দুর্গাকে BDBBD BDBB BBBS BB BBBB BD BB BDDgg BE SS BgDY gDBBD DBDBD L0 ছাপাইয়া ঝরে ঝর করিয়া জল পড়িতে লাগিল । -এই রকম বঁটালাথি খেয়েই দিন যাবে-কেউ নেই দুগগ-তাই কি ভাইটা মানুষ ? কোথাও ষে দুদিন জুডুবো সে জায়গা নেই সহানুভূতিতে দুর্গার বুক ভরিয়া উঠিল, সঙ্গে সঙ্গে খুড়ীমার কলঙ্কের বিরুদ্ধে ভীস্ত্ৰ প্ৰতিবাদ DD BBB BgsBL KBuDDBB Bt DKKS SBiBBDSE SKYK DB D BD KBBB উঠিল। সব কথা গুছা হয়। বলিতে না পারিয়া শুধু বলিল, ওই সখী ঠাকুরমা যা লোক ! বালুক গে না, সে কবৃবে কি ? কেঁদো না খুড়ীমা লক্ষ্মীটি, আমি রোজ যাবো তোমার *itष्ट्र সৰ্ব্বজয়া শুনিয়া আগ্রহের সুবে জিজ্ঞাসা করিল, বৌমা কি বল্লে-টল্লে দুৰ্গ?--তা নীয়েনের কথা কিছু হোল না কি ? দুৰ্গা লঙ্গিত সুরে বলিল—“তুমি কাল জিগ্যোস কোরে না ঘাটে ? আমি জানি নে— অপু প্ৰত্ব দুঃস্থ জিজ্ঞাসা করিল-খুড়ীমার কাছে কি শুনলি মাষ্টার মশায় আর আসবেন না ?
- দুৰ্গা ধমক দ্বিস্যা কহিলে—“তা আমি কি জানি-যাঃ-
DD LDDDD mBBDBS KB Dt DD LEO DDSBBEDOSiBDSSYYS BB KKD LDBDBDOK জন্য । এ-রকম তাহার হয়, কতবার হইয়াছে, বেশীক্ষণ ধরিয়া যদি সে বাড়ী না থাকে, কি ভাইকে না দেখে, ভাইএর ব্রা শ পাশি কাল্পনিক দুঃখের কথা মনে হইয়া মনের মধ্যে 6ፋኞጫ ቁርg ! তাহার অমন দুধে-অ্যালিত রংএর সোনার পুতুলের মত ভাঠটা ময়লা আধাছেড়া মত একখানা কাপড় পরিন্না বাস্ত্রীব দরজার সামনে আপনমনে এক এক কড়ি চালিয়া বেগুন-বীচি খেলিতেছে । তাহার কাছে পয়সা চায় এটা-ওটা কিনিতে, সে দিতে পারে না।--ভারী কষ্ট ୧୫ଶ ଶୃଙ--- দিন কয়েক পরে। ভুবন মুখুয্যের বাড়ী রাণুর দিদির বিবাহ শেষ হইয়া গিয়াছে বটে, কিন্তু এখনও কুটুম্ব-কুটুম্বিনীরা সকলে যান নাই । ছেলে মেয়েও অনেক ! একটি ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার বেশ আলাপ হইয়াছে, তাহার নাম টুনি । তাহার বাপিও আসিয়াছিলেন। আজি দুপুরের পর স্ত্রী ও কন্যাকে কিছুদিনের জন্য এখানে প্ৰাখিয়া কৰ্ম্মস্থানে গিয়াছেন । ঘণ্টা খানেক পরে, সেজ ঠাকরুণ এ ঘরে কি কাজ করিতেছিলেন, টুনির মায়ের গলা তাহার কানো গেল। সেজ ঠাকুরুণ দালানে আসিয়া বলিলেন--কি রে হাসি, কি ? টুনির মা উত্তেজিতভাবে ও ব্যস্তভাবে বিছানাপত্র, বালিসের তলা হাতড়াইতেছে, উকি মারিতেছে, তোশক উণ্টইয়া ফেলিয়াছে ; বলিশ-এই একটু আগে আমার সেই সোনার সিঁদুরের কৌটােটা