পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথের পাঁচালী SY EL uHHDSBuB DB K BDD DBiDYiDDBLB BLB B Kg D DD tDDD D BBSYSEEEDB D DDDBS BB DBDBL KB ELDL DDB বিলিতি চাটুকা গাছটার পাতা উড়িয়ে এনেচে !--নীলমণি মুখুয্যের ছোট ছেলে একটা মাৱা চড়ুই পার্থী বঁাশপাতায় ভিতর হইতে টানিয়া বাহিয়া করিল। দুর্গার বিছানার পাশে অপু বলিয়া আছে-নীলমণি মুখুয্যে ঘরে ঢুকিয়া বলিলেন--কি হয়েচে বাবা অপু ? অপুত্র মুখে উদ্বেগের চিহ্ন। বলিল, দিদি কি সব বকৃছিল জ্যেঠা মশায়। নীলমণি বিছানার পাশে পলিয়া বলিলেন-দেখি হাতখানা ?--জয়টা একটু বেশী, আচ্ছা! কোনো ভয় নেই-ফণি, তুমি একবার চাঁট ক’য়ে নবাবগঞ্জে চলে যাও দিকি শরৎ ভাক্তারের কাছো-একেবারে ডেকে নিষে আসবে। পরে তিনি অগকিলেন-দুৰ্গা, ও দুর্গা ? দুৰ্গার BBB LBDBK KSBzS EEY DSS BBB DBBBBS sS BBBBLDBL BDD BLB DDT খারাপ ? জলি পড়ে কাল রাত্রে ভেসে গিয়েছে।--তা বৌমার লেজার কারণই বা কি-আমাদেয়। ওখানে না হয় উঠলেই হোত ? হরিটায়ও কাণ্ডক্সান আর হোল না। এ জীবনে---এই অবস্থায় এই রকম ঘরদায় সান্নানোর একটা ব্যবস্থা না ক’য়ে কি যে কৱচে, তাও জানিনে-চিন্ধকালটা ve Mai ---- তঁহার শ্ৰী বলিলেন-ঘৱ সারাবে কি, খাবার নেই ঘরে, নৈলে কি এৱকম। অতান্তরে ফেলে কেউ বিদেশে যায় ? আহা, রোগা মেয়েটা কাল সারারাত ভিজোচে-একটু জল গরম করতে बाe—eद्दे बानाशfbा श्रृंgा माe ८छ। यबि ? একটু বেলায় নবাবগঞ্জ হইতে শরৎ ডাক্তাৱ আসিলেন-দেখিয়া শুনিয়া ঔষধের ব্যবস্থা করিলেন। বলিয়া গেলেন যে বিশেষ ভায়ের কোনো কারণ নাই, জর বেশী হইয়াছে, মাথায় জলপটি নিয়মিতভাবে দেওয়ায় বন্দোবস্তু করিলেন । হরিহর কোথায় আছে জানা নাই-তবুও তাহার পূর্ব ঠিকানার তাহাকে একখানি পত্র দেওয়া হইল। পরদিন ঝড় বৃষ্টি থামিয়া গেল—আকাশের মেঘ কাটিতে কুরু করিল। নীলমণি মুখুয্যে দুবেল নিয়মিত দেখাশোনা করিতে লাগিলেন। ঝড় বৃষ্টি থামিবার পরদিন হইতেই দুৰ্গায় জর আবার বড় বাড়িল। শরৎ ডাক্তার অবিধা বুঝিলেন না। হরিহরকে আর একখানা পত্ৰ cyrsi cr | অপু তাহার দিদির মাথার কাছে বসিয়া জলপটি দিতেছিল। দিদিকে দু-একবার ডাকিলও দিদি শুনছিল, কেমন আছিল, ও দিদি ? দুৰ্গায় কেমন আচ্ছন্ন ভাব। ঠোঁট নড়িতেছে —কি যেন আপন মনে বলিতেছে, খোয় ঘোর। অর্থ ক্যানের কাছে মুখ লইয়া গিয়া দু-একবার চেষ্টা কম্বিয়াও কিছু বুঝিতে পারিল না। বৈকালের দিকে জয় ছাড়িয়া গেল। দুৰ্গ আবার চোখ মেলিয়া চাহিতে পারিল এতক্ষণ পরে। অভাৱী দুর্বল হইয়া পণ্ডিয়াছে, চিচি করিয়া কথা বলিতেছে, তাল করিয়ানা শুনিলে বোঝা যায় না কি বলিতেছে ।