འི་རྩྭཅི་བལྟ་བྱ་མiགh BLEB BBB BBB BBB BDBLBBBS LBrB BBDDBL BBS L BBBLDBS BDS LDLBH BEEL একটা আশা সৰ্ব্বজয়া রাখে। গ্রামের পুরোহিত দীচ্ছ ভট্টাচাৰ্য্য বৃদ্ধ হইয়াছে। ছেলেরাও BD giBD BDDS tBBD DS DKBDB BDS uDDB DDD DBD BB DBDu BEY কম্বিয়াছেন যে, তঁহিয়া ইহার পর অপুকে দিয়া কাজকৰ্ম্ম করাইবেন, দীদু ভট্টাচার্ঘ্যের অবৰ্ত্তমানে তাহার গাঁজাখোর পুত্র ভোস্কলের পরিবর্কে নিষ্পাপ, সরল, সুশ্ৰী এই ছেলেটি গ্রামের মনসাপূজায় লক্ষ্মী-পূজায় তাহদের আয়োজনের সঙ্গী হুইয়া থাকিবে, গ্রামের মেয়েরা এই চায়। অপুকে সকলেই ভালবাসে। ঘাটে পথে প্রতিবেশিনীদের মুখে এ ইচ্ছা প্ৰকাশ করিতে সৰ্ব্বজয়ী অনেকবার শুনিয়াছে, এবং এইটাই বৰ্তমানে তাহার সব চেয়ে উচ্চ আশা । সে গরীব ঘরের মেয়ে, গৰীব ঘরের বন্ধু, ইহা ছাড়া কোনো উজ্জ্বল ভবিষ্যতের ধারণা নাই। এই ঘদি ঘটে তাহা হইলেই শেষ রাত্রের স্বপ্নকে সে হাতের মুঠায় পায়। একদিন একথা ভুবন মুখুয্যের বাড়ীতে উঠিয়াছিল। দুপুরের পর সেখানে তাসের আড়ায় পাড়ায় অনেকেই উপস্থিত ছিলেন। সৰ্ব্বজয়া সকলের মন যোগাইবার ভাবে বলিল -এই বড় খুড়ী আছেন, ঠাকুমা আছেন, মেজদি আছেন, এদের যদি দয়া হয় তবে অপু আমার সামুনের ফাণ্ডনে পৈতেটা দিয়ে নিয়ে গাঁয়ের পূজোটাতে হাত দিতে পারে। ওয়া আমার তাহলে ভাবনা কি ? আট দশ ঘর শিম্বাবাড়ী আছে, আর যদি মা সিদ্ধেশ্বরীর ইচ্ছেন্ন গাজুলীবাড়ীর পূজোটা ধাঁধা হয়ে যায় তাহলেই--- স্বনীলের মা মুখ টিপিয়া হাসিলেন। তাহার ছেলে সুরেশ বড় হইলে আইন পড়িয়া-- কঁহাৱ জ্যোিঠতুত ভাই পাটনায় বড় উকীল, তাহার কাছে আসিয়া ওকালতী কৱিবে । সুরেশের লে মামা নিঃসন্তান। অথচ খুব পসারওয়াল উকীল। এখন হইতেই তঁহাদের ইচ্ছা ধে সুয়েশকে কাছে রাখিয়া লেখাপড়া শেখান-কিন্তু নীলের মা পরের বাড়ী ছেলে রাখিতে যাইবেন কেন ইত্যাদি সংবাদ নিৰ্বোধি সৰ্ব্বজয়ার মত হাউ হাউ না বকিয়াও, ইতিপূৰ্ব্বে মাঝে-মিশালে কথাবাৰ্ত্তার ফাকে তিনি সকলকে বুঝাইয়া দিয়াছেন। ভুবন মুখুয্যের বাড়ীর বাহিরে আসিয়া সৰ্ব্বজয়া ছেলেকে বলিল-শোন একটা কথা-— পরে চুপি চুপি বলিল-তোর জ্যেষ্টীমার কাছে গিয়ে বলিস না যে, জ্যেষ্ঠীমা আমার জুতো নেই, আমায় এক জোড়া জুতো দাও না কিনে ? অপু বলিল, কেন মা ? SiDBDDS BBB BLBLS uB BBDB DBBB E BBz DD LLD gEEYSDBL যেমন ঐ স্বদেশের পায়ে আছে ? তোর পায়ে ওই রকম লাল জুতো বেশ মানায়-- অপু লাজুক মুখে বলিল-আমার বড় গজা করে, আমি বলতে পায়বো না-কি হয়তো sit--tf. BBB BBTYiT LBB BBK BLSL T SLLuB YYYSiuOBBKYSYLD S SiiSgeSDDD DBuD KBB D KS DBDD DEE DBBBDB BD BBB Kase.
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।