Ao বিভূতি-রচনাবলী আখের ক্ষেত, মাথার উপর নীল আকাশ-বহু-বহু দূৱ-নীল আকাশ আল্প নীল ।সমূদ্র - শুধু নীল আর নীল । আরও কত কি, তাঁহা বুঝানো যায় না-বলা বায় না। ছিণি গুটিাইয়া সে বাড়ীর দিকে যাইবার যোগাড় কয়ে। নষ্ট্ৰীৱ ধারে ধারে নতশীর্ষ বাবলা ও সাইবাবিলায় বন নদীর স্নিগ্ধ কালো জলে ফুগের ভাৱ বন্ধুরাইয়া দিতেছে। সোনাভাঙা BB DD BDD DDBD LLDL KKBB BDBD BBB BBB rBDYSBB কোন দেবশিশু অলকার জলপ্ত ফেনিল সোনার সমূদ্র হইতে ফু দিয়া একটা বুদ্ধ, তুলিয়া খেলাচ্ছলে আকাশে উভাইয়া দিয়াছিল, এইমাত্র সেটা পশ্চিম দিগন্তে পৃথিবীর বানান্তরালে নামিয়া পড়িতেছে! পিছন হইতে কে তাহার চোখ টিপিয়া ধরিল। সে জোয় করিয়া হাত দিয়া চোখ ছাড়াইষা লাইতেই পটু খিলখিল করিয়া হাসিয়া সামনে আসিয়া বলিল-তোকে খুঁজে খুজে কোথাও পাইনে অপুদা , তারপর ভাবলাম তুই ঠিক মাছ ধৰ্ত্তে এইছিল, তাই এলাষ। মাছ হুষ নি ?••• একটাও না ? চল বরং একখানা নৌকা খুলে নিয়ে বেড়িয়ে আসি-ধাবি ? কদমতলায় সায়েবের ঘাটে অনেক দূরদেশ হইতে নৌকা আসে-গোলপাত-বোৱাই, ধান-বোঝাই, ঝিনুক-বোঝাই নৌকা সারি সারি বাধা । নদীতে জেলেদের ঝিনুক-তোলা নৌকাব্য বড় জাল ফেলিয়াছে। এ সময় প্রতি বৎসরই ইহারা দক্ষিণ হইতে বিহুক তুলিতে থআসে, মাঝ নদীতে নৌকায় নৌকায় জোড়া দিয়া দাঁড় করিয়া ব্ৰাখিয়াছে। অপু ভাঙায় বসিয়া দেখিতেছিল--একজন কালোমত লোক বার বার ভুল দিয়া ঝিনুক খুজিতেছে ও অল্পক্ষণ পরে নৌকার পাশে উঠিয়া হাতের থলি হইতে দু’চারিখানা কুড়ানো বিস্তুক বালিকাদার রাশি হইতে ছাকিয়া নৌকার খোলে চুডিয়া ফেলিতেছে। অপু খুশিৱ সহিত পটুকে আঙুল দিয়া দেখাইয়া বলিল-দেখছিল পটু, কতক্ষণ ডুব দিয়ে থাকে ? মােয গুণে দেখি একদুই ক’রে। পারিস তুই অতিক্ষণ ডুবে থাকৃতে ?-- নদীর দূৰ্বাঘাস-মোড়া তীয়টি ঢালু হইঘা জলের কিনারা পৰ্য্যন্ত নামিযা গিয়াছে, এখানে-ওখানে বোঝাই নৌকায় খোটা পোতা-নোঙর ফেলা। ইহারা কত দেশ হইতে আসিয়াছে, কত বড় নদী খাল পাৱ হইয়া, বড় বড় নোনা গাঙের জোয়ার-ভাটা তুফান খাইয়া বেড়ায়-অপুর ইচ্ছা করে মাঝিদের কাছে বসিয়া সে সব দেশের গল্প শোনে। তাহার কেবল নদীতে নদীতে, সমুদ্রে সমুদ্রে বেড়াইতে ইচ্ছা হয়, আর কিছু সে চায় না । স্বদেশের বইখানাতে নানা দেশের নাবিকদের কথা পড়িয়া অবধি ঐ ইচ্ছাই তাহান্ন মনে প্রবল হইয়া উঠিয়াছে। পটু ও সে নৌকার কাছে গিয়া দ্বার কল্পে-ও মাঝি, এই গোলপাত একপাটি কি দর ?--তোমার এই ধানের নৌকো কোথাকার, ও মাঝি ?--কালকাটির ? সে কোন দিকে, এথেন থেকে কতদূৱ ?••• পটু খলিল-অপু দা, চলতেঁতুলতলায় ঘাটে একখানা ডিঙি দেখি, একটু বেড়িয়ে আসি চল। দু'জনে তেঁতুলতলার ঘাট হইতে একখানা ছোট-ছিঙি খুলিয়া লইয়া, তাহাকে এক ঠেলা
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।