পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ei stwff ye যোগ দিতে কে আহবান কৰিবে ? LLKYLK KK L BB BBDB BB BTMkMBB YzBYYSLTLBB LLLDLL DDuS পথের দুৰ্ব্বার মোহ, সকল ভয় সকল সংশয়কে ক্ষয় করিতে পারিত; কিন্তু এসকল কথা তাহার মনেই ওঠে না। শুধু মনে হয়-বড় হইলেই সব হইবে, অগ্রসর হইলেই সকল হযোগ-সুবিধা পথের মাঝে কুড়াইয়া পাইবে-এখন শুধু বড় হুইবার অপেক্ষা মাত্র! সে বড় হইলে স্বযোগ BDST i BBBD BBD DBBB BBB BB iD DBBBSSB EELS EBS BDD BBB দিগ্বিজয়ে যাইবে । রাষ্ট্রীন অবিশ্বাৎসীবন-স্বপ্নে বিভোর হইয়া তাহার বাকী পথটুকু কাটিয়া যায়। বৃষ্টি আর পড়ে না, ঝড়ে কালো মেঘের রাশি উড়াইয়া আকাশ পরিষ্কার কন্বিয়া দিতেছিল। তেঁতুলতলার ঘাটে তিঙি ভিডিতেই তাহার চমক ভাঙে, নৌকা বঁাধিয়া পটুর আগে অাগে সে বঁাশবনের পথে উল্লাসে শিস দিতে দিতে বাৰ্ডীয় দিকে চলে। সে-ও তাহার মা ও দিদির মত স্বপ্ন দেখিতে শিখিয়াছে। অষ্টাবিংশ পরিচ্ছেদ আসলে অপু কিন্তু ঘুমায় নাই, সে জাগিয়া ছিল। চোখ বুজিয়া শুইয়া রাত্রে মায়ের সঙ্গে BBB BBB BBB BBBSBB BBB LYSS BBBB BB DBB S DD বাইতেছে। এদেশ অপেক্ষ কাশীতে থাকিবার নানা সুবিধার কথা বাবা গল্প করিতেছিল মায়ের কাছে। বাবা অল্প বয়সে সেখানে অনেকদিন ছিল, সে দেশের সকলের সঙ্গে বাবার আলাপ ও বন্ধুত্ব, সকলে চেনে বা মানে। জিনিসপত্ৰও সস্তা। তাঁহার মা খুব আগ্ৰহ প্ৰকাশ করিল, সে সব সোনার দেশে কখনও কাহারও অভাব নাই,-দুঃখ। এদেশে বারোমাস লাগিয়াই আছে, সাহস করিয়া সেখানে ঘাইতে পারিলেই সব দুঃখ ঘুচিবে। মা আজি যাইতে পাইলে আজই যায়, একদিনও আয় থাকিবার ইচ্ছা নাই।’ শেষে স্থিায় হুইল বৈশাখ মাসেয় দিকে তাঙ্কাদের যাওয়া হইবে।••• গঙ্গানন্দপুরের সিদ্ধেশ্বরী ঠাকুর-বাজীতে সৰ্ব্বজয়ার পূজা মানত ছিল। ক্রোশ তিনেক দুৱে কে পূজা দিতে যায়-এইজন্য এ-পর্যন্ত মানত শোধ হয় নাই। এবার এদেশ হইতে ধাইবার পূর্কে পূজা দিয়া যাওয়া দরকার, কিন্তু খুজিয়া লোক মিলিল না। অপু বলিল-সে পূজা দিয়া আসিবে ও ঐ গ্রামে তাহার শিলিমা থাকেন, তাহার সহিত কখনও দেখাশোনা হয় নাই, অমনি দেখা করিয়া আসিবে। তাহার মা বলিল-আ, বকিস নে তুই, একলা যাবি বৈ কি ? এখান থেকে প্রায় চার-ক্রোশ পথ । অপু মায়ের সঙ্গে তর্ক স্বাক্ষা করিল-আমি বুঝি সবদিন এইরকম বাড়ীতে বসে থাকবো ? যেতে পারবো না কোথাও বুঝি ? আমার বুঝি চোখ নেই, কান নেই, পা নেই ?