পথের পাঁচালী ❖ዓዓ একটু আগে বাড়ী যাইবে। অপরিচিত জায়গায় এতক্ষণ পথেই বা কোথায় দাড়াইয়া थiएक পায়ে পায়ে সে অবশেষে বাড়ীতেই আসিয়া পৌছিল। একটি ছয়-সাত বছরের মেয়ে একটা কাসার বাটি হাতে বাড়ী ঢুকিয়া উঠান হইতে ডাকিয়া কহিল—নাউ য়েধেচো জ্যোঠমা, মোরে একটু দেবে ? --অপুর পিসিমা দ্বরের ভিতর হইতে বলিল—কে রে, গুলকী ? না, ওবেলা রাধবো, এসে নিয়ে যাস।-- গুলকী বাটি নামাইয়া রোয়াকের ধায়ে দাড়াইয়া রহিল। মাথার চুলগুলো কঁকুড়া কুঁকুড়া, ছেলেদের চুলের মত খাটো। ময়লা কাপড় পরাণে, মাথায় তেল নাই, রং শ্যামবর্ণ। অপুর দিকে চাহিয়া, কি বুঝিয়া একবার ফিক্ করিয়া হাসিয়া সে বাটি উঠাইয়া চলিয়া গেল । অপু জিজ্ঞাসা করিল-মেয়েটা কাদের পিসিমা ? তাহার পিসি বলিল—কে, গুলকী ? ওদের বাড়ী এখানে না-ওর মা-বাপ কেউ কোথাও নেই। নিবারণ মুখুয্যের বে-এই যে পাশের বাড়ী, ওর দূর সম্পর্কের জ্যেষ্ঠী—সেখানেই *कि I KB EBt L S BBS DBS D DBDB BD DBB BDBBY BBD DB গ্রামের সকল পাডা ধুৱাইয়া দেখাইয়া বেড়াইল । বাড়ী ফিরিবার পথে দেখিল-সেই অনাথ মেয়ে গুলকী পথের ধারে পা ছডাইয়া এক লাটি বসিয়া কি খাইতেছে। তাহাকে দেখিয়া তাড়াতাড়ি আঁচল গুটিাইতে গেল-আঁচলে একরাশ আধাপাকা বকুল ফল । অপু। ইতিমধ্যে পিলিমার কাছে তাহাক্স আরও পরিচয় লইয়াছে , নিবারণ মুখুয্যের বৌ ভাল ব্যবহার করে না, লোক ভাল নয়। পিসিমা বুলিতেছিল-জোঠী তো নয় রণচণ্ডী, কত দিন খেতেও দেয় না, এর ওর বাড়ী খেয়ে বেড়ায় । নিজের পুস্থ্যিই সাতগণ্ডা-তাদেরই জোটে না, তার আবার পাৱ ! --গুল্মকীকে দেখিয়া অপুর মোটেই লজ্জা হয় না-ছোট্ট একটুকু মেয়েটা, আহ কেহ নাই! তাহার সঙ্গে ভাবি করিতে অপুর বড় ইচ্ছা হইল। সে কাছে গিয়া বলিল—আঁচলে কি লুকুচ্চিত্স দেখি খুকী ?--- গুল্মকী হঠাৎ আঁচল গুটািইয়া লইয়া ফিক্ করিয়া হাসিয়া নীচু হইয়া দৌড় দিল । তাহার কাণ্ড দেখিয়া অপুর হাসি পাইল। ছুটিবার সময় গুলকীর আঁচলের বকুল ফল পড়িতে পড়িতে চলিয়াছিল, সেগুলি সে কুড়াইতে কুড়াইতে বলিল-প’ড়ে গেল, সব পড়ে গেল, নিয়ে যা তোর বকুল ও খুকী, কিছু বোলবো না, ও খুকী •••শুলকী ততক্ষণে উধাও হইয়াছে। পুকুরে স্নান সারিয়া আসিয়া সে বসিয়া আছে, এমন সময় দেখিতে পাইল খিড়কীিদরজায় আড়াল হইতে গুলকী একবার একটুখানি কবিয়া উকি মারিতেছে আর একবার মুখ লুকাইতেছে। তাহার সহিত চোখোচ্যোথি হওয়াতে গুপকী ফিক করিয়া হাসিয়া ফেলিল। অপু দাড়াইয়া উঠিয়া বলিল-দাড়া, তোকে ধৰ্বাচি এক দৌড়ে—বলিয়া সে খিড়কী-দরজার দিকে ছুটিল। গুলকী আর পিছন দিকে না চাহিয়া পথ বাহিয়া সোজা পুকুরপাড়ের দিকে দুটু দিল। কিন্তু অপুর সঙ্গে পরিবে কেন ? নিরূপায় দেখিয়া দাড়াইয়া পড়িতেই f. ->T
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।