পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথের পাঁচালী হয়ে যায়। দেখি এবার তো ইচ্ছে আছে একবার চন্দ্রনাথটা সেরে আসবে, যদি ভগবান দিন 〔啊一 রাণী কথাটা শুনিয়া অপুদের বাড়ী আসিল । অপুকে বলিল-ই্যায়ে অপু, তোরা নাকি এ গা ছেড়ে চলে যাবি ? সত্যি ? अ१ वणि—गअि बा,ि क्रिख्छन् कहा भाएकতবুও রাণী বিশ্বাস করে না। শেষে সৰ্ব্বজয়ার মুখে সব শুনিয়া রাণী অবাক হইয়া গেল। অপুকে বাহিরের উঠানে ভাকিযা বলিল, কবে যাবি রে ? --সামনের বুধবারের পন্ধের বুধবারে-আসবি নে আর কখনো ? রাণীর চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল, বলিল-তুই যে বলিস্ নিশ্চিন্দিপুৱা আমাদের বড় ভাল গাঁ, এমন নদী, এমন মাঠ কোথাও নেই-সে। গা ছেড়ে তুই যাবি কি কয়ে ? অপু বলিল-আমি কি করবো, আমি তো আর বলিনি যাবার কথা ? বাবার সেখানে বাস কয়বার মন, এখানে আমাদের চলে না যে ? আমার লেখা খাতাটা তোমাকে দিয়ে যাবো রাখুদি, বড় জোলে হয়তো আবার দেখা হবে।-- স্বাণী বলিল-আমার খাতাতে গল্পটাও তো শেষ কয়ে দিলি নে, খাতায় নাম সিইও কোরে দিলি নে, তুই বেশ ছেলে তো অপু ? চোখের জল চাপিয রাণী দ্রুতপদে বাটীর বাহির হইয়া গেল। অপু বুঝিতে পারে না ৱাণুদি মিছামিছি কেন য়াগ করে । সে কি নিজের ইচ্ছাতে দেশ ছাডিয়া যাইতেছে ? স্বানের ঘাটে পটুর সঙ্গে অপুর কত কথা হইল। পটুও কথাটা জানিত না, অপুর মুখে সব KD DD DBDBD D EKKSS LK B0YSLDDBK YLDLD DD BB DD Yz কষ্টে শেওলা সরিয়ে ফুটু কাটুলাম, একদিনও মাছ ধরবি নে তাতে ? এবার রামনবমীর দোল, চড়কপূজা ও গোষ্ঠবিহার অল্পদিনের পরে পরে পড়িল। প্ৰতি বৎসর এই সময, অপূৰ্ব, অসংঘত আনন্দে অপুত্ৰ বুক ভরিয়া তোলে। সে ও তাহার দিদি এ সময় আহার নিদ্রা পবিত্যাগ করিত। অপুর দিক হইতে অবশ্য এবারও তাহার কোনো ফ্রটি छँछ न ! চড়কের দিন গ্রামের আতুৰী বুড়ী মাবা গেল। নতুন যে মাঠটািতে আজকাল চড়কের মেলা বসে, তাহারই কাছে আতুৰী বুড়ীর সেই দো-চাল ঘরখানা। অনেক লোক জড় হইয়াছে দেখিয়া সেও সেখানে দেখিতে গেল। সেই ষে একবার আতুৰী ডাইনীর ভয়ে বঁাশবন ভাঙিয়া দৌড় দিয়াছিল।--তখন সে ছোট ছিল,-“এখন তাহোৱা সে কথা মনে হইলে হাসি পায়। আজ তাহার মনে হইল আতুৰী বুড়ী ডাইনী নয়, কিছু নয়। গ্রামের একধাৱে লোকালয়ের বাহিয়ে এক থাকিস্ত-গরীব, অসহায়, ছেলে ছিল না, মেয়ে ছিল না, কেহ দেখিবার ছিল না, থাকিলে কি অ্যাজ সারাদিন ঘরের মধ্যে মরিয়া পড়িয়া থাকিত ? সৎকারের লোক