পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tzWigg ag eag Ty ऐच्छेद्भद्धि* **द्भि দুপুরের পয় রাণাঘাট স্টেশনে গাড়ী বদল করিতে হইল। অপুর চোখে দুৰ-দুবার কয়লার শুড়া পড়া সত্বেও লেগাষ্ঠীর জানাল দিয়া মুখ বাড়াইয়া সারাদিনটা বাহিরের দিকে চাহিয়া আছে। স্টেশনে স্টেশনে গুগুলাকে কি বলে ? সিগন্যাল ? পড়িতেছে উঠতেছে কেন ? গাড়ী যেখানে লাগিতেছে সেখানটা উঁচুমত ইটের গাথা, ঠিক ধেন রোয়াকের মত। তাঁকে প্র্যাটফন্ম বলে ? কাঠের গায়ে বড় বড় অক্ষরে ইংরাজী ও বাংলাতে শিব স্টেশনের নাম লেখা আছেকুণ্ডলগাছি, গোবিন্দপুর, বানপুর। গাড়ি ছাড়িবার সময় ঘণ্টা পড়ে-ঢং ঢেং ঢেং চং-চার ঘা, অপু শুনিয়াছে, একটা বড় লোহার চাকার চারিধাৱে হাতলপৱানো, তাহাঁই ঘুৱাইলে সিগন্যাল পরে।--ফুভলগাছি স্টেশনে অপু। লক্ষ্য করিয়া দেখিল । সৰ্বজয়া এবার লইয়া মোটে দুইবার রেলে চড়িল । আর একবার সেই কোন কালেউনি তখন নতুন কাশী হইতে আসিয়া দেশে সংসার পাতিয়াছেন-জ্যৈষ্ঠমাসে আডংঘাটায় যুগালকিশোর ঠাকুৱা দেখিতে গিয়াছিল-সে কি আজকার কথা ? সে খুশির সহিত স্টেশনে স্টেশনে মুখ বাড়াইয়া লোকজনের ওঠা-নামা লক্ষ্য করিতেছিল। বউঝিরা উঠিতেছে নামিতেছে-কা-কেমন সব চেহারা, কেমন কাপড়-চোপড়, গহনাপত্রে! জগন্নাথপুর স্টেশনে ভাল মুডির মোয়া ফিরি করিতেছে দেখিয়া সে ছেলেকে বলিল-অপু, মুডির মোয়া খাবি ? তুই তো ভালবাসিল, নেৰাে তোর জঙ্গে ? স্টেশনে টেলিগ্রাফের তারের ওপর কি পাখী বসিয়া দোল খাইতেছে, অপু ভাল করিয়া চাহিয়া চাহিয়া দেখিয়া আঙুল দিয়া দেখাইয়া বলিল-স্থাখো মা, কাদের বাড়ীর খাচা থেকে একটা ময়না পাখী পালিয়ে এসেছে ! নৈহাটী স্টেশনে গাড়ী বদলাইয়া গঙ্গায় প্ৰকাণ্ড পুলটার উপর দিয়া যাইবার সময সুষ্য অন্ত যাইতেছিল, সৰ্ব্বজয়ী একদৃষ্টি চাহিয়া ছিল-ওপার হইতে হুহু বাতাস বহিতেছে, গঙ্গার জলে নৌকা, দুপাৱে কত ভাল ভাল বাড়ী বাগান, এ সব দৃশ্য জীবনে সে কখনো দেখে নাই। ছেলেকে দেখাইয়া বলিল-দেখেচিল, অপু, একখানা ধোঁয়ার জাহাজ ? পিয়ে সে যুক্তকর কপালে ঠেকাইয়া আপন মনে বলিলা-মা গঙ্গা, তোমার ওপর দিয়ে যাচ্চি, অপরাধ নিও না মা, কাশীতে গিয়ে ফুল-বিন্ধিপত্রে তোমায় পুজো করবো, অপুকে ভাল রেখো, যে জন্যে যাওয়া তা OBD DSSzED BBO DLKK Y KYSM আনন্দে, পুলকে, অনিশ্চিত তার রহস্তে তার হৃদয় দুলিতেছিল-এরকম মনোভাব এয় আগে সে কখনো অনুভব করে নাই। সুবিধায় হৌক, অন্ধবিধায় হৌক, অবাধ যুক্ত জীবনের আনন্দ সে পাইল এষ্ট প্রথম , তার চিয়কালের বঁাশবনের বেড়া বেয়া ক্ষুদ্র সীমায় বন্ধ পল্পীজীবনে এরকম সচল দৃশ্বরাজি, এরকম অভিনব গতিীয় বেগ, এত অনিশ্চায়ের পুলিকের সঙ্গে BBD BBD DiDiED DD DBYqD DD DDB BD ELEED BDB LBEBBDB