Ye02 খানিকটা সে পডিযা শোনায। বলে-ওই কথকের পুথি দেখে বনের বর্ণনাটা লিখে নেবো ভেবেচি-ত কি দেবে ? -তুমি বোন খানটাষ বসে কথা বলে বল তো ? একদিন শুনতে যেতে হবে।-- --ঘেও না, যষ্ঠৱ মন্দিরের নীচেই বসি-কালই বেণ্ড, পূতন পালাটা বলবো, কাল একাদশী আছে, দিনটা ভালো -আসবার সময বিশ্বেশ্ববেক্স গলির দোকান থেকে চাব পযসার পানিফলের জিলিপী। এনে দিকি অপুৰ জন্তে-সেদিন ওপরের খোট্টা। বষ্ট কি পূজা ক’রে আমাঘ ডেকে নিয়ে গিযে জল খেতে দিলে, বলে, পানফপের জিলাপী, বিশ্বেশ্বরের গলিতে পাওয়া যায, খেতে গিযে ভাবলাম অপু জিলিপী খেতে বড় ভালবাসে-তা জল খে৩ে দিযেচে আমি আর কি ব’লে নিযে আসি।-- এনে দিকি আজ চাৱ পয়সার। কয়েকদিন ধরিমা হাবিহয়েব বথকতা শুনিতে বেশ ভিড় হইতেছে। একখানা বড় বারকোষে করিয়া নারদঘাটের কালীবাড়ীর কি বড় এবঢ়া সিদ্ধা আনি যা আপুদের দাওযায নামাইল । সৰ্ব্বজযা হাসিমুখে বলিল-আজ বুঝি বারের পূজো ? উনি বাড়ী আস্চেন দেখলে ফ্যা ঝি ? D DBDB HEBk DBBDB DDB BBBYABDB BBB BOYSSig BBBS LBDBB BB BDBDDBB ফোপলি-তুই ভালবাসিস ? কিশমিশ, কলা, কত বড় বড় আমি দেখেছিল, আয় খাবি, দিইবোস। এখানে উৎসাহ পাইযা হরিহর পুরাতন থােতাপত্রের তাড়া আবার বাহির করে । সৰ্ব্বজযা বলেধ্রুবচরিত্র শুনতে শুনতে লোকেৰ কানি যে কালাপালা হোল, নতুন একটা কিছু ধরে না ? সারা সকাল ও দুপুৱ বসিলা হরিহর একমনে জড়ভরতের উপাখ্যানকে কথকতার পালায় আকাবে লিখিযা শেষ করে। মনে পড়ে এই কাশীতেই বসিযা আজ বাইশ বৎসর পূৰ্ব্বে যখন সে গীতগোবিন্দের পন্থানুবাদ কবে, তখন তাহার বসাস ছিপ চব্বিশ বৎসৱ। দেশে গিয জীবনের উদ্দেশ্য যেন নিজের কাছে আয়ও পরিস্ফুট হইযী উঠিল। কাশীতে এত ছিল না-দেশে ফিরিযা চারিধারে দাশুরায্যের গান, দেওযৗনজীর গান, গোবিন্দ অধিকারীর শুকসারীব দ্বন্দ্ব, লোক ধোপার দলের মতি জুডির গানেব বিস্তৃত প্ৰচলন ও পসার তাহার মনে একটা নতুন ধন্বৰ্ণেয় প্রভাব বিস্তাৱ করিল। রাত্রে স্ত্রীর কাছে গল্প করিত-বাজারের বারোয়ারীতে কবির গান হচ্ছে বুঝলে ? ব’লে বসে শুনলাম বুঝলে?--সোঙ্গা পদ সবা-কিছুই না, রও না, সংসাবটা একটু গুছিষে নিয়ে বসি ভাল হ’য়ে-নতুন ধাবণের পালা বঁধবো- এরা সকলে গায় সেই সব মাদ্ধাতা আমলের পদরাজুকে তাই কাল বলছিলাম অনেক স্বাস্ত্ৰে উঠিযা এক একদিন হরিহর বাহিরে দাওযায বসিয়া কি ভাবিত, অনির্দিষ্ট কোন আনন্দে তাহার মন যেন পালকের মত হালকা হইযা উঠিত। কি উজ্জ্বল ভবিষ্যৎ তাহার সম্মুখে • কাঢ়লন্ঠনের আলো-দোলানো বড় আসরে সে দেখিতে পায়, দেশে দেশে গ্রামে গ্রামে
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।