钟r南邻可命 $ መቄ পরদিন দুগুৱে নন্দবাবু একতাড়া পান অপুর হাতে দিয়া বলিল-তোমার মায় কাছ থেকে সেজে নিয়ে এসে তো রোগীর ঘরের পাশের ঘরে সর্বজয়া বসিয়া পান সাজিতেছে ; নন্দবাবু জুতার শব্দ করিতে করিতে উপায় হইতে নামিয়া দ্বোগীর ঘরে ঢুকিল। এবং অতি অল্পক্ষণ পরেই সেখান হইতে বাহির হইয়া সৰ্ব্বজয় যে-ঘরে পান সাজিতেছে সেখানে ঢুকিল। সারারাত্রি জাগিয়া কাটাইয়া সৰ্ব্বজয়ার ঝিামানি ধরিয়াছিল, জুতার শব্দে চমক ভাঙিলে একেবারে সম্মুখে নন্দবাবু, বলিল-পান সাজা হয়েছে বৌঠাকুরুণ ? সৰ্ব্বজয়া নীরবে সাজা পানের খিলিগুলি রেকাবিতে করিয়া সামনের দিকে ঠেলিয়া দিতে নন্দবাবু এক খিলি তুলিযা মুখের মধ্যে পুরিয়া বলিল-চুণ বড় কম হয় বৌঠাকুরুণ তোমার পানে, সরো দেখি আমি নিচ্চি সর্বািজয়ার কোলের কাছে পানের বাটা। বাড়ীতে কেহ নাই, অপু কোথায় বাহির হইয়াছে। পাশের ঘরে হরিহর ঔষধের বশে ঘুমাইতেছে। নিস্তব্ধ দুপুর। হঠাৎ সর্বজয়ার মনে হইল বেন নন্দবাৰু চূণ লইবার অছিলায় অনাবশ্যকরূপে--তাহার অত্যন্ত কাছে ধোন্ধিয়া আসিতে চাহিতেছে-একটা অস্পষ্ট চীৎকার করিয়া এক লহ্মার মধ্যে সে উঠিয়া গিয়া ঘরের বাহিরে দাড়াইল। একটা বিদ্যুতের মত কিসের স্রোত তাহার পা হইতে মাথা পৰ্যন্ত খেলিয়া গেল। আঙুল দিয়া সিঁড়ি দেখাইয়া তীব্রস্বরে বলিল-চলে যান। এখখুনি ওপরে-কখখনো আয় নীচে আসবেন না-নীচে এলে আমি মাথা খুঁডে খুন হবো-কেন আপনি আসেন ? शंद्रीव्र स्त्रांद्र स्त्रांन्न मl সৰ্বজয়া পড়িল মহা ফাপরে। বিদেশ জায়গা, এই রোগী ঘাৱে-নিঃসহায়, হাতে একটি পয়সা নাই, একটি পরিচিত লোক কোনো দিকে নাই, ছেলের বছর এগারো বয়স মোটে-তাও বুদ্ধিাশুদ্ধি নাই, নিতান্তু নিৰ্ব্বোধ। এদিকে এই সব উৎপাত। উপরের পাঞ্জাবী স্ত্রীলোকটি কালেভদ্রে নীচে নামে-এক আধবার সর্বজয়াকে উপরে তাহার ঘরে লইয়া গিয়াছিল, কিন্তু পাঁচ ছয় মাস কাশীতে আসিমাও সৰ্ব্বজযা না পারে। হিন্দী বলিতে, না পারে ভাল বুঝিতে, কাজেই আলাপ মোটেই জমে নাই। মন্থ তাহার কাছে গিয়া নন্দবাবুর ঘটনা আনুপুৰ্ব্বিক বলিয়া কঁপদিয়া ফেলিল। পাঞ্জাবী মেয়েটির নাম স্বরধকুয়ারী, স্বামী-স্ত্রী দুজনেই পাঞ্জাবের রোয়ালসার জেলার অধিবাসী, স্বামীটি রেলে ওভারসিয়ারের কাজ করে। মেয়েটির বয়স খুব অল্প না হইলেও দেখিতে কমবয়সী, গৌরাঙ্গী, আয়তনয়না, আঁটস্টট দীর্ঘগড়ন । সে সব শুনিয়া বলিল-কোনো ভয় নাই, আপনি নির্তয়ে থাকুন, আবার যদি কিছু বদমায়েলীয় ভাব দেখেন আমায় বলিবেন, আমার স্বামীকে দিয়া উহার নাক কাটিয়া ঠাণ্ডা করিয়া इन् ि!--- ঠিক দুপুর। কয় রাত্রি জাগিব।ার পর সর্বন্ধ" + মেঝেতে আঁচল পাতিয়া শুইয়া ঘুমাইয়া পড়িয়াছে। উত্তরের ঘরের জানােলা দিয়া একফালি রৌদ্র আসিয়া সরু উঠানটাতে বাঁকাভাবে পড়িয়াছে। অপু মাটির মাল্লাতে গাঁদা ফুলের গাছ লাগাইয়াছিল, দু-তিনটা একপেটে গাদা নিতান্ত বিরক্তভাবে ফুটিয়া আছে।--তলায় একটা বিড়াল-ছােনা বসিয়া। অপু বাবার বিছানার পাশেই বলিয়াছিল। তাহার ধাবা আজ সকাল হইতে একটু ভাল আছে-ভাক্তার
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।