পথের পাঁচালী St. বে বাবাকে সকলে মিলিয়া আজি মণিকর্ণিকার ঘাটে দাহ করিতে আনিয়াছিল-য়োগে, জীবনেয় যুদ্ধে পরাজিত সে বাবা স্বপ্ন মাত্র-অপু তাহাকে চেনে না, জানে না।--তাহার চিরদিনের একান্ত নির্ভরতার পাত্র, সুপরিচিত, হাসিমুখ বাবা জ্ঞান হইয়া অবধি পরিচিত সহজ স্বরে স্নকণ্ঠে, প্ৰতিদিনের মত কোথায় বসিয়া যেন উদাস পুৱবীর সুরে আশীৰ্বাচন গান করিতেছে কালে বৰ্ষতু পর্জস্যং পৃথিবী শস্যশালিনীGett: 's fitt. . . . . . . . . . so. --. একত্রিংশ পরিচ্ছেদ কোনোরূপে মাসখানেক কাটিল। এই একমাসের মধ্যে সৰ্ব্বাঙ্গয়া নানা উপায় চিন্তা করিয়াছে কিন্তু কোনোটাই সমীচীন মনে হয় না। দু-একবার দেশে ফিরিবার কথাও যে তাহার না মনে হইয়াছে এমন নয়, কিন্তু যখনই সে কথা মনে ওঠে, তখনই সে তাঁহা চাপিয়া যায়। প্ৰথমত তো দেশের এক ভিটাটুকু ছাড়া বাকী সব কতক দেনার দায়ে, কতক এমনি বেচিয়াকিনিয়া আসা হইয়াছে, জমিজমা কিছুই আর নাই। দ্বিতীয়ত সেখান হইতে বিদায় লইবার পূর্বে সে পথেঘাটে, বৌ-বিদের সম্মুখে নিজেদের ভবিষ্যতের সুখের ছবি কতভাবে আঁকিয়া দেখাইয়াছে। নিশ্চিন্দিপুরের মাটি ছাড়িয়া যাওয়ার অপেক্ষা মাত্র, এ পোড়া মূর্থের দেশে তাহার স্বামীর কদর কেহ বুঝিল না, কিন্তু যেখানে যাইতেছে সেখানে যে তাঁহাকে সকলে লুফিয়া লইবে, অবস্থা ফিরিতে যে এক বৎসরও দেৱী হুইবে না-এ কথা হাতমুখ নাড়িয়া সৰ্ব্বজয়া কতভাবে তাহাদের বুঝাইয়াছে! এই তো চৈত্র মাস, এক বৎসর এখনও পুর্ণ হয় নাই। ইহার মধ্যে এরূপ নিঃসম্বল, দীন অবস্থায়, তাহার উপরে বিধবার বেশে সেখানে ফিরি যা গিয়া সকলের সম্মুখে দাড়াইবার কথাটা ভাবিতেই সে লজ্জায় সঙ্কোচে মাটিতে মিশিয়া ফাইতেছিল। যাহা হইবার এখানেই হউক, ছেলের হাত ধরিয়া কাশীর পথে পথে ভিক্ষা করিয়া ছেলেকে মানুষ করিবে, কে দেখিতে আসিবে এখানে ? মাসখানেক পয়ে একটা সুবিধা হইল । কেদার ঘাটের এক ভদ্রলোক মিশনের অফিসে জানাইলেন যে, তাহার পরিচিত এক ধনী পরিবারের জন্য একটি ব্ৰাহ্মণের মেয়ে আবশ্যক, জাতের মেয়ে, ঘৱে আসিবেন, কাজকর্মে সাহায্য করবেন । মিশন এরূপ কোনো লোকের সন্ধান দিতে পায়েন কি না । শেষ পৰ্য্যন্ত মিশনের যোগাযোগে ভদ্রলোকটি অপুদের সেখানে পাঠাইতে রাজী হইলেন। সর্বজয়া অকুল সমূদ্র কুল পাইয়া গেল। দিন-দুই পরে সেই ভদ্রলোকটি বলিয়া পাঠাইলেন যে, বাসা একেবারে উঠাইয়া যাইবার জন্তু ধেন ইহাৱা প্ৰত্বত হয়, কায়ণ সেই ধনী গৃহস্থদের বাটী কাশীতে নয়, তাহদের বাড়ীর কাহিয়া কাণীতে বেড়াইতে আসিয়াছেন, ফিরিবার সময় সক্ষে করিয়া লইয়া যাইবেন । fŘ. TI ----Ys
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।