পথের পাঁচালী SSN) খেল-সে খানিকটা ঘুরে দাড়াইয়া দাড়াইয়া খেলাটা দেখিতেছিল--তার চেয়ে বেঞ্জনবিচি GfV 55 ver E বৈশাখের প্রথমে বড়বাবুর মেয়ের বিবাহ উপলক্ষে বাড়ী সরগরম হুইয়া উঠিল। গয়া, মুঙ্গেয়া, এলাহাবাদ, কলিকাতা, কাশী নানান্থান হইতে কুটুম্ব-কুটুম্বিনীদের আগমন স্বল্প হইল। সকলেই বড়লোকের ঘরের মেয়ে ও বড়ঘরের বন্ধু, প্ৰত্যেকেয়া সঙ্গে নিজেদেয় কি-চাকর LLLLLSSS S S uOtSS SBBB LLBDSBED BLB LBBBB EDB BDBB S S SBBBBLD રફ s ] সকালে সৰ্ব্বজয়াকে ভাকিয়া গিল্পী বলিলেন-ও অপূৰ্বর মা, তুমি এক কাজ করে, এখন দিন দুই রান্নাঘরের কাজ তোমার থাকুক, নানান জায়গা থেকে তত্ত্ব আগচে, তুমি আর ছোট BLBLBD B BBBLL LLL LLLLB u DBBD DDuuD BBBED KDDKSYY LKB ওখানেই রেখো, ফলফুলুরী যা দেখবে পাঁচবার মত, সন্থ ব্ধির হাতে পাঠিয়ে দেবে, নগ্নত রেখে দিও, জলখাবারের সময় নিয়ে আসবে বামনী মাসী সকাল হইতে সন্ধা পৰ্য্যন্ত বি বেহারাদের মাথায় কত জায়গা হুইতে যে কত তত্ত্ব আসিতে লাগিল সর্বজয়া গুণিয়া সংখ্যা করিতে পারে না । মিষ্টায়ের জায়গা দিতে পাৱা যায় না, ছোট ছোট রূপার চন্দনের বাটি জমিয়া গেল পনেরো ষোলটা। আমি এখনও উঠে নাই, তবুও একটা বড় ধামা আমে বোঝাই হইয়া গেল । সৰ্বজয়া বামনী মাসীর হাতে খাবার তুলিয়া দিতে দিতে ভাবে-এই এত ভালমন্দ, এত কাগু, তাই কি ছেলেটার জন্ধে কিছু-আহা, বাছা আমার সরকারদের খাবার ঘরের কোণটায় কঁচুমাচু হয়ে বসে দুটাে ভাত খায়, না দিতে পারি পাতে দুখানা ভালো দেখে মাছ, না একটু ভালো তরকারী, না এক হাত দুধ-তখখুনি ঐ সন্ধু হায়ামজাদী লাগাবে নিজের ছেলের পাতে বাবুদের হেঁসেলে থেকে সব বিবাহের দিন খুব ভিড়। বরপক্ষ সকালের গাড়িতে আসিয়া পৌছিয়া শহরের অন্য এক বাড়ীতে ছিল। সন্ধ্যার কিছুপূৰ্বে প্রকাও শোভাযাত্ৰা করিয়া বর আসিল। বাহিরের উঠান নিমজিতদের দলে ভরিয়া গিয়াছে। সারা উঠানটাতে শতরঞ্চি পাতা, এক কোণে চওড়া জরিপাড় লাল মখমলে মোড়া উচু বয়াসন, জরির ঝালয়-দোলানো নীল সাটিনের চাদ্যোয়, দুপাশে কিংখাবের তাকিয়া, বড় বড় বেলফুলের মালা। তিনিগাছা করিয়া টাজোয়ার খিলানে খিলানে টাঙানো। চারিপাশে বয়ষ্যাত্রীগণের চেয়ার ও কোঁচ, বিলাতী সেন্ট ও গোলাপ জলের পিচকারী ঘন ঘন চুটিতেছে। অপু এ সমস্ত বিশেষ কিছু দেখে নাই, সে ঘুমাইয়া পড়িয়াছিল। একবার মাত্র সে বাড়ীর মধ্যে গিয়াছিল, তখন স্ত্রী-আচার হইতেছে, রাত্রি অনেক । মাকে কোথাও খুজিয়া পাইল না, উৎসবের ভিড়ে কে জানে কোথায় কি কাজে ব্যস্ত আছে দামী বেনাৱলী শাড়ী-পয়া মেয়েদের ভিড়ে উঠানের কোথাও এতটুকু স্থান ফাঁকা নাই। ছোট বাবুৱে মেয়ে অরুশ
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।