S8 बिठूख्रि-ब्रष्नांवर्णी কাহাকে তাকিয়া বাহিরোেৱ বৈঠকখানা হইতে বড় অর্গানটা বাড়ীর ভিতর আনিতে xforvx8 | বিবাহের দিন দুই পরে শখের থিয়েটায় উপলক্ষ্যে আবার খুব হৈ চৈ । উঠানের এক কোণে স্টেজ বঁধা হইয়াছে। গোলাপফুলে ও আর্কিড়ে স্টেজটা খুব চমৎকার সাজানো। পাঁচশত অ্যালের প্রকাণ্ড ঝাড়টা স্টেজের মধ্যে খাটানো হইল। এ কয়দিনের ব্যাপায়ে তো একেই অপুৰ তাক লাগিয়াছে, আজকার থিয়েটার জিনিসটি কি সে আদৌ জানে না, আগ্রহ ও কৌতুহলের সহিত পূৰ্ব্ব হইতেই ভাল জায়গাটি দখল করিয়া রাখিবার জন্য সে আসরের সামুনের দিকে সন্ধ্যা হইতে বলিয়া রহিল। ক্ৰমে ক্রমে একে একে নিমমিত ভদ্রলোকোৱা , আলিতে লাগিলেন, চারিদিকে আলো জিলিয়া উঠিল। বাড়ীর দ্বারোয়ানের জরির উদ্দী পরিয়া আসরের বাহিরে ও দ্বৱিজার কাছে দাড়াইল । সরকায় ইতস্ততঃ ছুটাছুটি করিয়া কাজ দেখাইতে লাগিল। কনসার্ট আরম্ভ হইল। যখন ডুপসিন উঠিবার আর বেশী দেৱী নাই, বাঙীয় গোমস্ত গিরিশ সরকার তাহার কাছে আসিয়া নীচু হইয়া চাহিয়া দেখিয়া বলিল-কে ? অপু মুখ উচু করিয়া চাহিয়া দেখিল কিন্তু মুখচোরা বলিয়া খানিকক্ষণ কথা কহিতে পারিল না। তাহাকে জবাব দিবার অবকাশ না দিয়াই গিরিশ সরকার বলিল-ওঠে, ওঠে। এখানে বাবুৱা বসবেন -ওঠেী-গিরিশ সরকার আন্দাজে তাহাকে চিনিতে পারিয়াছিল। অপু পিছনে চাহিয়া বিপন্নমুখে নামৃতা পড়ার স্বরে বলিল-আমি সন্দে থেকে এইখানটায় ব’লে আছি, পেছনে যে সব ভৰ্ত্তি, কোথায় যাবো ?•••তাহার কথা শেষ হইতে না হইতে গিরিশ সরকার তাহার হাতের নড়া ধরিয়া জোরে বঁাকুনী দিয়া উঠাইয়া দিযা বলিল-তোর না কিছু কয়েছে, জ্যাঠা ছোকরা কোথাকায়, জ্ঞান নেই, একেবার সামনে-বাৰুৱা বসবেন, উনি রাঁধুনীর ব্যাটা এসেচেন মুখের কাছে বসতে ! কোথায় যাবো। ওঁকে বলে স্থাও-ফাজিল জ্যাঠা কোথাকার -ৰা এখান থেকে যা, ওই থামিটামের কাছে বসগে, যা কোথাও পিছন হইতে দু’একজন কৰ্ম্মকৰ্ত্ত বলিলেন--কি হয়েচে, কি প্রয়েবে গিরিশ কিসের গোল ? c夺s? ---এই দেখুন না। ম্যানেজারবাবু, এই জ্যাঠা ছোকরা বাবুদের এখানে এসে বসে আছে, একেবারে সামনে-চন্দননগরের ওঁরা এসেচেন, বসবার জায়গা নেই।--উঠতে বলুচি, আবার মুখোমুখি তর্ক ? ম্যানেজান্ত্রিবাবু বলিলেন-দণ্ড না, দুই থাপ্পড় বসিয়েঅপু জড়সড় হইয়া কোনো দিকে না চাহিয়া অভিভূতের মত আসরের বাহির হইয়া আসিল। হঠাৎ তাহার মনে হুইল আসৱেৱ সকলের চোখ তাহার দিকে, সকলেই কৌতুহলের সহিত তাহার দিকে চাহিয়া আছে। প্রথমটা ভাবিল হঠাৎ এক দৌড় দিয়া সে এখনি এক আসৱ লোকেয় চোখের আড়ালে যে কোনো জায়গায় ছুটিয়া পলায় । তাহার পর সে গিয়া এক খামের আড়ালে দাড়াইল । তাহার গা ঠকঠক করিয়া কঁাপিতেছিল ভয়ে, অপমানে,
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।