is sist লীলার গলায় স্বর কি মিষ্টি, এমন সুর সে কোনো মেয়ের এ পৰ্য্যন্ত শোনে নাই । অপু ঘাড় দুলাইয়া বলিল যে জনের খড় পেতে খেজুর চেটায় ঘুমিয়ে কাল কাটে, তাকে খাট-পালঙ্ক খালা মশারি খাটিয়ে দিলে কি খাটো ? YLLL LLLLD GBB DB BB DBBs EB DDD SS DBBBYSLHSLLLB EB DBS আমার কাছে বই আছে লীলা হাসিয়া গড়াইয়া পড়ে আর কি। বলিল-তুমি ভারী মজার কথা জানো তো ? এমন হাসাতে পায়ো তুমি !-- লীলার মুখের প্রশংসায় অপুর মনে আহলাদ ধরে না। সে উৎসাহেয় হৱে বলিল-আর একটা বলবো ? আমি আরও জানি-পরে সে কড়িকাঠের দিকে চোখ তুলিয়া একটুখানি ভাবিয়া লইয়া পরে আবার ঘাড় দুলাইয়া আরম্ভ করে - মুনির চিন্তা চিন্তামণি নাই অঙ্ক আশা নিষ্কৰ্ম্ম লোকের চিন্তা তাল আর পাশ । ধনীর চিন্তা ধন আর নিরেনফবইএর ধাক, যোগীয় চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মাক, গৃহস্থের চিন্তা বজায় রাখতে চারি চালের ঠাটুটা । শিশুর চিন্তা সদাই মাকে, পশুর চিন্তা পেটুটা । এ ছাড়ার সকল কথার অর্থ লীলা বুঝিতে পারিল না। কিন্তু আবার হাসিয়া গড়াইয়া পড়িবার ধোগাড় করিল। বলিল, দাড়াও লিখে নোবে লীলা এ্যাটাসি কেসটা হইতে একটা কলম বাহির করিয়া বলিল-বলে দিকি ? অপু আবার বলিতে স্বরু করিল। খানিকটা পরে একটু অবাক হইয়া বলিল-কালি নেওনি তো লিখচো কেমন করে ? লীলা বলিল-এ তো ফাউণ্টেন পেন-কালি তো লাগে না, এর মধ্যে ভরা আছে न न ? অপুর হাতে লীলা কলামটা তুলিয়া দিল। অপু উল্টাইয়া পাণ্টাইয়া দেখিয়া বলিল-এ তো বেশ, কালিতে মোটে ভোকাতে হয় না ! --ত নয়, কালি ভয় থাকে, ভয়ে নিতে হয়-এই স্থাখো, দেখিয়ে দি-বা, বেশ তো -দেখি একবারটিলীলা কলামটা অপুত্ব হাতে দিয়া হাসিমুখে বলিদা-তোমায় দিয়ে দিলাম। একেবারে- ; অপু অবাক হইয়া লীলায় দিকে চাহিল। পরে লঙ্গিতমুখে বলিল-না। আমি নেবো নালীলা বলিল-কেন ? -سgetس- -कन
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।