S বিভূতি-রচনাবলী লীলা বলিল-অত হাসি কেন ? কি হয়েচে বলো-না বলতেই হবে-ৰলো ঠিক অপু আলনার দিকে হাসি-ভরা চোখের ইঙ্গিত করিল মাত্র, কিছু বলিল না। এবার লীলা বুঝিল । আলনার কাছে গিয়া হাত দিয়া বলিল-একটুখানি শুকিয়োচে, ভূমি বসে, আমি বইখানা আনি-ফিাউন্টেন পেনে লিখচো ? কেমন, বেশ ভাল লেখা হয় তো ?” তাহার পর অনেকক্ষণ ধরিয়া লীলায় আনা বই দু’জনে দেখিল। বই মাথুরে পাতিয়া দুই জলে পাশাপাশি ইটুে গাড়িয়া বসিয়া উপুড় হুইয়া বইএর উপর ঝুঁকিয়া বই দেখিতেছিল। লীলার ৱেশমের মত চিকণ নরম চুলগুলি অপুত্র খোলা গায়ে লাগিয়া যেন গা সিন্ধু সিধু করে। হঠাৎ লীলা বই হইতে মুখ তুলিয়া বলিল-তুমি গান জানো ? অপু ঘাড় নাড়িল । --VIG IS Ns --তুমি জানো ? -একটু একটু, কেন বিয়েন্ত্র দিন শোনোনি ? ছোট মোক্ষদা কি ঘরে উকি মারিয়া কহিল-এই যে দিদিমণি এখানে। আমিও মনে তেবেচি তাই, উপরে নেই, পড়ার ঘরে নেই, তবে ঠিক-এণ দিকি, এই দুধ টুকু খেয়ে যাও, জুড়িয়ে গেলা-হাতে ক’রে খুঁজে খুঁজে হয়রান BBEB BY SYLLE S BB BBBY0LL EYSLLBL L KK tB BBDB बाग् বি চলিয়া গেল। আয়ও খানিকটা বইয়ের ছবি দেখা চলিল। এক ফঁাকে লীলা দুধের প্লাস হাতে তুলিয়া বলিল-তুমি খেয়ে নাও আন্ধেকটা অপু লজিত জুৱে বলিল-না ! --তোমাকে ভারী খোেশামোদ কৰ্ত্তে হয় সব তাতে-কেন ওরকম ? আমাদের মুলতানী গরুর দুধ-খেয়ে নাও-ক্ষীরের মত দুধ, লক্ষ্মী ছেলে অপু চোখ কুঁচকাইয়া বলিল-ই লক্ষ্মী ছেলে! ভাৱী ইয়ে কি না ? উনি আবায় লীলা দুধের গ্লাস অপুৱা মুখে তুলিয়া দিয়া ঘাড় নাড়িয়া বলিল -আয় লােজায় কাজ নেইআমি চোখ বুজো আছি, নাও অপু এক চুমুকে খানিকটা দুধ খাইয়া ফেলিয়া মুখ নামাইয়া লইল ও ঠোঁটের উপরের দুধের দাগ তাড়াতাড়ি ক্টোচার খুটে মুছিড়ে মুছতে হাসিয়া ফেলিল । লীলা গ্লাসে চুমুক দিয়া বাকী দুধ টুকু শেষ করিল, পরে সেও খিলখিল করিয়া হাসিয়া উঠিল। --বেশ মিষ্টি দুধ, না ? --আমার এটা খেলে কেন ? খেতে আছে। পরোয় এটা ? -আমার ইচ্ছে—একটুখানি খামিয়া কহিল—তুমি বয়ে জালছবি তুলতে জানো, ছাই জানো, দও তো আজ আমার ক’খানা অলছবি তুলে ?
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।