পথের পাঁচালী SSS শহরে আদিবার পূৰ্ব্বে কোনোদিন দেখে নাই, সে খুব ভাল খেলিতেও পারে না, তবুও কিন্তু ফ্লাসের ছেলেরা তাহাকেই সকলের চেয়ে পছন্দ করে, খেলায় রেফারী হুইতে প্ৰায়ই তাহার छाक नैंgएg । DB DBD SLBB BD DB DDD BBD BBDB DBDD DuDS BBK LED BDLSrB ठिंका फ्रांब्रीव्र गर्भव्र भांर्ल क्षांश ५श्न পথে আসিতে আসিতে অপুর সকালের কথাটা মনে উঠিল। আজ সারা দিনটাই সে সে-কথা ভাবিয়াছে। বার্ডসাই খাইতে গিয়া সেদিন গিরিশ সরকারের সামনে পড়িয়া গিয়াছিল একথা ঠিক, কিন্তু বার্ডসাই কি সে রোজ খায় ? সেদিন মেজ বৌ-রাণীর দেওয়া রাঙা পাঞ্জাবিটা গায়ে দিয়া স্কুল হইতে ফিরিবার পথে তাহার হঠাৎ শখ হইয়াছিল, এই রকম পাঞ্জাবি গায়ে দিয়া বাবুৱা বার্ডসাই খায়, সেও একবার খাইবে। তাই খাবারের পয়সাটায় বার্ডসাই কিনিয়া সে ধরাইয়া খাইতেছিল, কিন্তু সেই একদিন নিশ্চিন্দিপুরে লুকাইয়া থাইতে গিয়াও ভাল লাগে নাই, সেদিনও লাগিল না। তাহার মনে হইয়াছিল-দূর ! এ না কিনে এক পয়সার ছোলা ভাজা কিনলে বেশ হোত ! এ যে কেন লোকে কিনে খায় ; কিন্তু গিরিশ সরকার না জানিয়া-শুনিয়া তাহাকে যা তা বলিল কেন ? ভাগ্যিস লীলা। এখানে নাই ? থাকিলে সে দেখিলে বড় লজার কথা হইত। মাও বোধ হয় টেয় পায় নাই। পাছে মা টের পায় এই জন্যই তো সে ওবেলা তাড়াতাড়ি স্কুলে চলিয়া আসিয়াছিল! লীলা কতদিন এখানে আসে নাই! সেই আর বছর গিয়াছে আর আসে নাই। এখন আসিলেই কি আর উহারা তাহার সহিত কথা কহিতে দিবে ? বাড়ী ফিরিতেই দেউড়ির কাছটায় আসিয়া শুনিল উপরের বৈঠকখানায় কলের গান হইতেছে। শব্দটা কানে যাইতেই সে খুশি-ভরা উৎসুক চোখে মুখ উচু করিয়া দোতলার জানলার নীচে রাস্তার উপর দাড়াইয়া গেল। রাস্ত হইতে গানের কথা সব ভাল বোঝা যায়ু না। কিন্তু সুরটি ভারী চমৎকার, শুনিতে শুনিতে -স্কুল, খেলা, রেফারীগিরি, ওবেলার মারখাওয়া মন হইতে সব একেবারে মুছিয়া গেল । গানের সুরে তাহার মনটা আপনা-আপনি কোথায় উড়িয়া স্বায়-সেই তখন তখন নিশ্চিন্দিপুরের নদীর ধারে বেড়াইতে গিয়া কতদিন দেখিত, ওপারের উলুখড়ের মাঠে ছোট রাঙা ফুলে-ভয়া শিমূল চারা, তাদের পিছনে কতদূরে নীল আকাশের পট-খড়ের মাঠ যেন আঁকা, রাঙা-ফুল শিমূল চারা যেন আঁকা, শুকনা ডালে কি পাখী বসিয়া থাকিত, সব যেন *াকা । তাহদের সকলের পিছনে সেই দেশটিৰ. বহু-উ-দূরের দেশটা কোন দেশ তাহার জানা নাই, মাত্র মনের খুশিতে সেটা ধরা দিত । কে যেন ডাকে, কতদূর হইতে উচ্চাসিত আনন্মভরা পরিচিত সুরের ডাক আসে-অপু----,- মন খুশিতে ভরিয়া উঠিয়া সাড়া দেয়- যা-আ-আ-ই-ই-ই-
পাতা:বিভূতি রচনাবলী (প্রথম খণ্ড).djvu/২৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।